স্বরবর্ণ কাকে বলে | স্বরবর্ণ কয় প্রকার ও কী কী PDF

স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কয় প্রকার ও কী কী: আজ আমরা এই নিবন্ধে স্বরবর্ণ কাকে বলে স্বরবর্ণ কয় প্রকার, স্বরবর্ণ কি কি, স্বরবর্ণের উচ্চারণ ইত্যাদি বিষয় বিশদে আলোচনা করব। বাংলা ভাষার পড়ুয়া দের জন্য আমরা সর্বদাই এই ধরনের শিক্ষাগত নিবন্ধ লিখে থাকি। আপনাদের যদি এই নিবন্ধন সম্বন্ধে কোন বক্তব্য থেকে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বাংলা বর্ণমালা সম্বন্ধে নিবন্ধ আপনারা এখান থেকে পড়তে পারেন।

স্বরবর্ণ কাকে বলে ?

বাংলা বর্ণমালায় যে সমস্ত বর্ণ ব্যঞ্জনবর্ণ ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, তাকে আমরা স্বরবর্ণ বলে থাকি।
উদাহরণ- অ, আ, ই, ঈ ইত্যাদি।

স্বরবর্ণ কয় প্রকার ও কী কী ?

বাংলা বর্ণমালার স্বরবর্ণ মোট ১১ টি রয়েছে।

স্বরবর্ণ কী কী ?

অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ বাংলা বর্ণমালায় এই ১১ টি স্বরবর্ণ রয়েছে।

স্বরবর্ণ কত প্রকার রয়েছে ?

বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ দু’ভাগে ভাগ করা হয়।

স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কয় প্রকার ও কী কী
  1. মৌলিক স্বরবর্ণ
  2. যৌগিক স্বরবর্ণ

১. মৌলিক স্বরবর্ণ

অ, আ, ই, ঈ, এ, অ্যা, ও এই সাতটি বর্ণমালাকে মৌলিক স্বরবর্ণ বলা হয়।

২. যৌগিক স্বরবর্ণ

ঐ, ঔ এই দুটি বর্ণমালাকে বাংলা ভাষায় যৌগিক স্বরবর্ণ বলা হয়।

এবার উচ্চারণ কাল অনুসারে স্বরধ্বনি কে মোট ২ ভাগে ভাগ করা হয়েছে সেগুলির বিষয়ে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করব।

  1. হর্স স্বরধ্বনি
  2. দীর্ঘ স্বরধ্বনি

১. হর্স স্বরধ্বনি- যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় কম সময় লাগে তখন তাকে আমরা হর্স স্বরধ্বনি বলবো।
উদাহরণ- অ, ই, উ ইত্যাদি।

২. দীর্ঘস্বর স্বরধ্বনি- যে স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে তখন তাকে আমরা দীর্ঘস্বর স্বরধ্বনি বলবো।
উদাহরণ- আ, ঈ, ঊ ইত্যাদি।

স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কয় প্রকার ও কী কী PDF>> CLICK HERE

“স্বরবর্ণ কাকে বলে | স্বরবর্ণ কয় প্রকার ও কী কী PDF”-এ 1-টি মন্তব্য

Leave a Reply