১.২৫ লক্ষ নতুন চাকরির নিয়োগ পশ্চিমবঙ্গে হতে চলেছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

১.২৫ লক্ষ নতুন চাকরির নিয়োগ পশ্চিমবঙ্গে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে প্রায় ১ লক্ষের বেশি সরকারি চাকরির নিয়োগ হতে চলেছে। প্রাইমারি টিচার, হাই স্কুল টিচার, পুলিশ, গ্রুপ C, গ্রুপ D, অঙ্গনওয়াড়ি, আশা কর্মী ইত্যাদি বিভিন্ন পদে নিয়োগ করা হবে আগত কয়েক মাসের মধ্যে। সামনে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট আসন্ন এর পূর্বে এই বিভিন্ন পদ গুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

বিষয়নতুন চাকরির নিয়োগ পশ্চিমবঙ্গে
বিভাগসরকারি চাকরি
ঘোষণামুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
চাকরির বিভাগবিভিন্ন ধরনের
রাজ্যপশ্চিমবঙ্গ
সাল২০২৩

নতুন চাকরির নিয়োগ পশ্চিমবঙ্গে

বহুদিন পরে পশ্চিমবঙ্গে বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে কোন কোন পদ গুলিতে নিয়োগ হবে কত সংখ্যা প্রার্থী নিয়োগ করা হবে ইত্যাদি বিষয়ে আপনারা নিচের টেবিলে দেখতে পাবেন,

কি কি পদে নিয়োগ হতে চলেছে

প্রাথমিক শিক্ষক১১,০০০
উচ্চ বিদ্যালয়ের শিক্ষক১৪,৫০০
অঙ্গনওয়াড়ি ওয়ার্কার৯৪৯৩
অঙ্গনওয়াড়ি হেলপার১৩৯২৬
নার্স ও আশা কর্মী৭০০০
ডক্টর ও প্রফেসর২০০০
গ্রুপ C৩০০০
গ্রুপ D১২,০০০
পুলিশ২০,০০০

আরো পড়ুন, ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ 2023: শূন্যপদ 12828, আবেদন করুন

আগামী দুই এক মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে সাংবাদিক বৈঠকে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া আগত এক বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রার্থীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপরে উল্লেখিত বিভিন্ন পদে পূর্বেই নিয়োগের ছাড়পত্র পেয়ে গেছিল রাজ্য সরকার কিন্তু বিভিন্ন কারণে সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়, যে কারণে মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ হন। এরপর সাংবাদিক বৈঠকে তিনি এই নিয়োগের বিস্তারিত বিবরণ প্রকাশ করেন আগামী এক বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

মন্তব্য করুন