১ বিলিয়ন সমান কত কোটি

১ বিলিয়ন সমান কত কোটি: বিলিয়ান থেকে কোটিতে রূপান্তরিত করার বিভিন্ন ওয়েবসাইট আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন। কিন্তু তার জন্য আপনাকে ইংলিশ ওয়ার্ডে সার্চ করতে হবে। সেখানে আপনি দেখতে পাবেন বাইজুস, আনএকাডেমি, বেদান্তু ইত্যাদি বড় শিক্ষার ই-কমার্স কোম্পানিগুলি এই অনলাইন কনভার্টার বিভিন্ন ওয়েবসাইট তৈরি করেছে যেখানে আপনি ক্যালকুলেটর এর মত ১ বিলিয়ন সমান কত কোটি, ১ বিলিয়ন সমান কত টাকা, ১ বিলিয়ন সমান কত লক্ষ, ১ বিলিয়ন সমান কত হাজার ইত্যাদি যে কোন সংখ্যাকে ক্যালকুলেট করতে পারবেন। কিন্তু আমরা আজকের এই নিবন্ধে সরাসরি উপরে উল্লেখিত প্রশ্নগুলির উত্তর দেব যা আপনারা সহজে মনে রাখতে পারবেন।

১ বিলিয়ন সমান কত কোটি: বিবরণ

বিভাগশিক্ষামূলক
বিষয়বিলিয়ন = টাকা
দেশভারত

বিলিয়ন সমান কত কোটি বলতে কি বোঝায়

আমাদের এশিয়া মহাদেশে ভারত ও তার পার্শ্ববর্তী দেশ গুলিতে টাকার নাম কে রূপি বলা হয়ে থাকে যেরকম ১০০০ টাকা বা ১০০০ রুপি। এই রুপি হল আমাদের অর্থনীতির কারেন্সির নাম, যেরকম ভাবে আমেরিকায় কারেন্সিকে ডলার বলা হয়, ইংল্যান্ডের কারেন্সি কে পাউন্ড দ্বারা বিচার করা হয়, দুবাই এর কারেন্সি দিরাম নামে পরিচিত। পৃথিবীর প্রত্যেকটি দেশ তাদের নিজস্ব কারেন্সি ব্যবহার করে থাকে এবং প্রত্যেকটি দেশের টাকার মূল্য সমান হয় না। যেরকম ভাবে বলতে গেলে আমেরিকার কারেন্সির মূল্য সবচেয়ে বেশি বিশ্বের মধ্যে। এর উদাহরণস্বরূপ বলতে গেলে আমাদের ভারতের বর্তমান ৮৩ টাকা আমেরিকার ১ ডলারের সমান।

১ বিলিয়ন সমান কত কোটি

১০০ কোটি তে ১ বিলিয়ন হয়,

১ বিলিয়ন সমান কত লক্ষ

১০,০০০ লক্ষ সমান ১ বিলিয়ন,

১ বিলিয়ন সমান কত হাজার

১০০০০০০ হাজার সমান ১ বিলিয়ন,

১ বিলিয়ন সমান কত টাকা

১০০,০০০০,০০০ টাকা ১ বিলিয়নের সমান,

বিলিয়ন থেকে কোটি বলতে কী বোঝায়

মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন এই কারেন্সির শব্দ গুলি বিশেষত আমেরিকা ও ইউরোপ মহাদেশের দেশগুলি বেশি ব্যবহার করে থাকে। আমরা ভারতীয়রা এবং ভারতের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলির কারেন্সি কে রুটি নামে ডাকা হয়। এছাড়া আমাদের টাকার পরিমাপ কিছুটা এরকম হয় ১, ১০০ টাকা, ১ হাজার, ১ লক্ষ, ১ কোটি অর্থাৎ আমাদের টাকার সর্বোচ্চ মূল্যকে কোটি দ্বারা প্রকাশ করা হয়। সেই রকমই বিদেশে ১, ১০০, ১ হাজার, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন দ্বারা তাদের টাকার অংক কে পরিমাপ করা হয়। অধিকাংশ সময় বিদেশে সর্বোচ্চ টাকার অংক কে বিলিয়ন দ্বারা প্রকাশ করা হয়। এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে। ১ বিলিয়নে কতগুলি শূন্য থাকে বা ১ মিলিয়নে কতগুলি শূন্য ব্যবহার করা হয় নিচে আপনারা সেগুলি দেখতে পাচ্ছেন।

আরো পড়ুন,

1 থেকে 100 বানান – Click Here

মৌলিক সংখ্যা কাকে বলে – Click Here

১ বিলিয়নে কতগুলি শূন্য থাকে

১ বিলিয়ন মানে ১০০ কোটি টাকাকে বোঝায় অর্থাৎ এখানে ১ এর পর ৯ টি শূন্য বসালে একে আমরা এক বিলিয়ন বলতে পারি।

১ মিলিয়নে কতগুলি শূন্য ব্যবহার করা হয়

১ মিলিয়ন বলতে আমরা ১০ লক্ষ কে বোঝায় অর্থাৎ এখানে ১ এর পর ৫ টি শূন্য বসালে সেটি ১ মিলিয়ন হবে।

১ বিলিয়ন = কত কোটি ক্যালকুলেটর

অনলাইনে আপনি বিভিন্ন শিক্ষামূলক ওয়েবসাইটে ক্যালকুলেটর পেয়ে যাবেন যেখানে আপনারা এক বিলিয়ন মানে কত কোটি টাকা তা জানতে পারবেন এবং অবশ্যই সেখানে আপনি আপনার প্রয়োজনমতো সংখ্যা গিলে ক্যালকুলেটর বিলিয়নে সেটিকে কনভার্ট করে দেবে। এর জন্য আপনাকে গুগলে গিয়ে ইংরেজিতে 1 billion in crores, 1 billion in rupee, billion to rupee converter এই ধরনের কিছু কিওয়ার্ড সার্চ করলে আপনার সামনে কিছু ওয়েবসাইট চলে আসবে যেখান থেকে আপনি এই ক্যালকুলেটর পেয়ে যাবেন।

এই ধরনের শিক্ষামূলক আরো নিবন্ধ পড়তে, আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আমাদের ওয়েবসাইট সব সময় পড়াশোনা বিষয়ক আর্টিকেল লিখে থাকে বাংলা রচনা, বাংলা ব্যাকরণ, বাংলা নামতা, বাংলা বর্ণমালা ইত্যাদি বিষয়ক নিবন্ধন গুলি আপনারা এখান থেকে পড়তে পারেন।

Q&A: ১ বিলিয়ন সমান কত কোটি

১ বিলিয়নে কয়টি শূন্য থাকে?

৯ শুন্য থাকে ১ বিলিয়নে।

১ বিলিয়ন মানে কত টাকা?

ভারতীয় টাকায় ১ বিলিয়ন মানে ১০ হাজার লক্ষ টাকা। এছাড়া ১ বিলিয়ন মানে ১০০ কোটি টাকা।

২ বিলিয়ন মানে কত টাকা?

১ বিলিয়ন মানে যদি ১০০ কোটি টাকা হয় তবে ২ বিলিয়ন মানে, ১০০×২=২০০ কোটি টাকা।

Leave a Reply