অবশেষে Ps5 মুক্তি পেতে চলেছে ভারতে

বিগত কয়েকমাস অপেক্ষার পর অবশেষে সুখবরটা দিয়েই দিলো sony। ২০২১  সালের শুরুতেই এমন সুখবর প্রতিটি ভারতীয়ও গেমারের মুখে হাঁসি ফুটিয়েছে। ২০২১ সালের একেবারে শুরুর দিনটি, ১লা জানুয়ারিতে sony ভারতে play station 5 কবে মুক্তি পেতে চলেছে সে বিষয়ে সরাসরি জানিয়ে দেয়। play station 5 এর নতুন ডিভাইস টি ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২রা ফেব্রুয়ারী, ২০২১। এটি প্রি-অর্ডার করা যাবে কিছুদিন আগে থেকেই, যেখানে প্রি-অর্ডার এর তারিখটি নির্ধারিত করা হয়েছে  ১২ই জানুয়ারি দুপুর ১২টা।

 Ps5 মুক্তি পেতে চলেছে ভারতে, ভারতে  Ps-5  

Ps5 গেমিং কনসোলের নির্মাতা sony ডিভাইসটির ভারতের বাজারে লঞ্চ করবার খবরটির সাথে এও জানায় প্রি-অর্ডারের স্টক গুলো তাদের নির্ধারিত বিক্রেতাদের কাছে  সহজেই পেয়ে যাবে ক্রেতারা। সনি দ্বারা নির্ধারিত বিক্রেতাদের একটি তালিকাও তারা দেন। যে তালিকায় নাম রয়েছে ফ্লিপকার্ট, আমাজন, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, শপ এট সনি সেন্টার,গেমস দ্যা শপ, বিজয় সেলসের।

আরো পড়ুন – ফ্রী ফায়ার গেমের নতুন চরিত্র ক্রোনো কেমন

সনি এর টুইটার হ্যান্ডেল সনি প্লেস্টেশন ইন্ডিয়া এর মাধ্যমে নিচে দেওয়ায় বিবৃতিটি জানায়।

ভারতের বাজারে প্লেস্টেশন এর লঞ্চ নিয়ে উত্তেজনার অন্ত নেই। বিশ্বব্যাপী অন্যান্য দেশগুলিতে প্লেস্টেশন চলে এসেছে অনেক দিন আগেই। কিন্তু বিভিন্ন কারণ বশত ভারতে এটিকে নিয়ে আসা  সম্ভব হয়নি। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল এতদিনে। ভারতীয় বাজারে এটি নিয়ে আসার তারিখটি জানানোর সাথে সাথে সনি play station 5 কনসোলটির মূল্যটিও নির্ধারণ করে দেয়। নতুন কনসোলটির দাম রাখা হয়েছে ₹৪৯,৯৯০ ডিস্ক সংস্করণটির জন্যে এবং ₹৩৯,৯৯০ ডিজিটাল সংস্করণটির জন্যে।

ভারতে মুক্তি পেতে চলেছে Ps5, ভারতে  Ps-5

বর্তমানে গেমারদের মাঝে সবথেকে বেশি  চাহিদায় রয়েছে sony Ps5। সনি এবিষয়ে নিশ্চিত করেছে যে এখনো পর্যন্ত যতগুলি গেমিং কনসোল তারা বাজারে নিয়ে এসেছে সেগুলির মধ্যে সবথেকে বেশি চাহিদা play station 5 এর। একারণে তারা সকল গেমারদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছে। এটির চাহিদার কথা মাথায় রেখে সনি এর উৎপাদন বাড়াবে বলেই জানিয়েছে।

“অবশেষে Ps5 মুক্তি পেতে চলেছে ভারতে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন