IPL14 নিলামে অর্জুন টেন্ডুলকার। কোন দেশের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে

আইপিএল ২০২১ নিলাম

সম্পূর্ণ তালিকা চলে এলো আইপিএল কমিটির হাতে। আইপিএল ২০২১ নিলামে মোট ১০৯৭ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত হয়েছে।

১৮ই ফেব্রুয়ারি ২০২১ চেন্নাইতে আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে। ১০৯৭ জন খেলোয়াড়ের মধ্যে ৮১৪ জন ভারতীয় খেলোয়াড় রয়েছে, বিদেশী ক্রিকেটারদের মধ্যে ২৮৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে শ্রীলংকার ৩১, আফগানিস্তানের ৩০, অস্ট্রেলিয়ার ৪২, ওয়েস্ট ইন্ডিজের ৫৬, দক্ষিণ আফ্রিকার ৩৮, নিউজিল্যান্ডের ২৯, ইংল্যান্ডের ২১, আয়ারল্যান্ডের ২, আমেরিকা ২, জিম্বাবুয়ে ২, বাংলাদেশ ৫, স্কটল্যান্ড ৭, নেপাল ৮, আরব আমিরশাহী ৯, নেদারল্যান্ড ১ ক্রিকেটার অংশগ্রহণ করবে।

আরো পড়ুন- ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রেটির তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি

আইপিএল ২০২১ ৩টি গুরুত্বপূর্ণ খবর:-

১. এদের মধ্যে উল্লেখযোগ্য হলো শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার আসন্ন আইপিএলে অবশ্যই তার দিকে নজর থাকবে সবার।
২. এছাড়া আট বছর ধরে নির্বাসনে থাকা শ্রীশান্ত এবার পুনরায় আইপিএলের নিলামের দেখা যাবে। দেখার বিষয় এটাই যে কোন দল তার প্রতি আগ্রহী হয় কিনা।
৩. অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক এবার আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছে।

Leave a Reply