নিষিদ্ধ হলো ‘online rummy’, সিদ্ধান্ত নিল কেরালা সরকার

শনিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২১ কেরালার সরকার একটি সংবাদ বিজ্ঞপ্তি করে জানিয়ে দেয় যে ‘অনলাইন রুমি‘ একটি অবৈধ গেম।

কেরালার গেমিং ধারা ১৯৬০ এর আওতায় এনে বলা হয়েছে যে বর্তমানে চালু থাকা অনলাইন রুমি শুধুমাত্র টাকার জন্য খেলা হয়।

কেন বন্ধ হল online rummy?

ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ হাইকোর্টে একটি মামলা হয় জনস্বার্থে। একজন সিনেমার ডিরেক্টর এই মামলা করে যার নাম ‘পাওলি ভাদাক্কান‘। এরপর কেরালা হাইকোর্ট কেরালা রাজ্য সরকারকে নির্দেশ দেয় এই অনলাইন গেমের উপর সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই শনিবার কেরালা সরকার তাদের গেমিং অনলাইনের অধীনে নিয়ে এসে online rummy কে নিষিদ্ধ করে।

ঘটনাটি খবরের শিরোনামে প্রথম বার আসে যখন কেরালা হাইকোর্ট নোটিশ পাঠায় অভিনেত্রী তামান্না ভাটিয়া ও ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে। কারণ এদের দুজনকে অনলাইন গেমিং কোম্পানি MPL এর বিজ্ঞাপনে দেখা গেছে এবং MPL এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এরাই।

MPL একটি গেমিং অ্যাপ/ওয়েবসাইট যেখানে আপনি গেম খেলে টাকা উপার্জন করতে পারবেন। অনলাইন রুমি ছাড়াও আরো অনেক গেম রয়েছে এর অধীনে।

কোন কোন রাজ্য online rummy অবৈধ

ভারতের শুধুমাত্র কেরালা নয় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে অনলাইন রুমি অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দিল্লি ও গুজরাট হাইকোর্ট সংশ্লিষ্ট রাজ্য সরকারকে অনলাইন এই গেমের উপরে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

“নিষিদ্ধ হলো ‘online rummy’, সিদ্ধান্ত নিল কেরালা সরকার”-এ 2-টি মন্তব্য

Leave a Reply