আজকের দিনেই প্রথম ৬ বলে ৬টি ছয় মেরেছিল হার্সেল গিবস। দেখেনিন ভিডিও

দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেল, আজকের দিনেই বিশ্ব ক্রিকেটে প্রথম বার ৬ বলে ৬টি ছয় মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্সেল গিবস

২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডের বিরুদ্ধে ৩০ তম ওভারে এই নজির গড়েছিলেন গিবস। নেদারল্যান্ডের লেগস্পিনার ভ্যান ভেন বুঞ্জের প্রতিটি বলকে গিবস মাঠের বাইরে পাঠিয়েছিলেন।

ম্যাচটি ছিল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, ৫০ ওভারের বদলে ৪০ ওভারে খেলা হয়। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩৫৩/৩ রান করে ৪০ ওভারে, রান তুলতে গিয়ে নেদারল্যান্ড মাত্র ১৩২/৯ রান করে নির্ধারিত ৪০ ওভারে। ২২১ রানে ম্যাচটি জিতে যায় দক্ষিণ আফ্রিকা।

হার্সেল গিবসের ৬ বলে ৬টি ছয়

সেই দিনের স্মৃতি পুনরুজ্জীবিত করে ICC টুইটারে ভিডিওটি প্রকাশ করে।

Twitter source- @ICC

আরো পড়ুন- টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০০ রান ভারতের এই খেলোয়ারের, বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে হার্সেল গিবস প্রথম ব্যাটসম্যান যিনি ৬ বলে ৬টি ছয় মারেন। এরপর ওই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের যুবরাজ সিং এর কৃতিত্ব অর্জন করেছিলেন। ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে যুবরাজ ৬ বলে ৬টি ছয় মারেন। সম্প্রতি ২০২১ সালে চলতি ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলংকা সিরিজের একদিনের ম্যাচে কাইরন পোলার্ড শ্রীলংকার বোলার আকিলা ধনঞ্জয়ার বিপক্ষে এই রেকর্ড করে। এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে এই তিনজন খেলোয়াড়ই এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন।
“কায়রন পোলার্ড এর ৬ বলে ৬টি ছয়ের ভিডিও দেখতে এই লিঙ্কে ক্লিক করুন”

হার্সেল গিবস সেই ম্যাচে ৪০ বলে ৭২ রান করেছিলেন। ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল পর্যন্ত যায়, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে তারা ৭ উইকেটে পরাজিত হয়।

Leave a Reply