ভারতীয় ডাক বিভাগে নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক পাস

নিয়োগ শুরু হয়েছে ভারতীয় ডাক বিভাগে। গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। নিচের চাকরির যোগ্যতা, নিয়মাবলী, বেতন, আবেদনের পদ্ধতি বিস্তারিত দেওয়া হলো।

ভারতীয় ডাক বিভাগে নিয়োগ
শূন্যপদ সংখ্যা- ১১৩৭
আবেদনকারীর বয়স:-

এই পোস্টে আবেদনের জন্য আবেদনকারীকে ০৮/০৩/২০২১ তারিখে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। নিয়মমাফিক ওবিসি-৩, তপশিলি জাতি-উপজাতি ৫ বছরের ছাড় পাবেন। এছাড়া pwd-১০, pwd+obc-১৩, pwd+sc/st- ১৫ বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:-

দশম শ্রেণী বা মাধ্যমিক পাস থাকা বাধ্যতামূলক। মাধ্যমিকে ইংরেজী, গণিত ও স্থানীয় ভাষায় পাস নম্বর পেয়ে থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে সাইকেল চালাতে জানতে হবে।

আরো পড়ুন- বিনামূল্যে চাঁদে ঘুরতে যেতে চান? এই সুযোগ হাতছাড়া করবেন না

বেতন:-

ব্রাঞ্চ পোস্টমাস্টার- ১২,০০০ থেকে ১৪,৫০০
অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক- ১০,০০০ থেকে ১২,০০০

আবেদনের তারিখ:-

আবেদন শুরু হবে- ০৮-০৩-২০২১
আবেদন শেষ হবে- ০৭-০৪-২০২১

অনলাইনে ৮ মার্চ থেকে ৭ এপ্রিল মধ্যে আবেদন করা যাবে। Original notification এই লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই চাকরির বিস্তারিত বিবরণ উপরের লিঙ্কে ক্লিক করে লাইভ নোটিফিকেশনে গিয়ে ছত্রিশগড় (১১৩৭) পোস্টে ক্লিক করুন। একটি পিডিএফ ডাউনলোড হবে সেখানে আপনি বিস্তারিত বিবরণ পেয়ে যাবেন।

“ভারতীয় ডাক বিভাগে নিয়োগ। যোগ্যতা মাধ্যমিক পাস”-এ 1-টি মন্তব্য

Leave a Reply