এবার RCB এর দায়িত্ব ছাড়লেন বিরাট কোহলি

কিছুদিন পূর্বে এই বিরাট কোহলি ভারতের জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে ছিলেন। এরইমধ্যে জল্পনা তৈরি হয় যে হয়তো আইপিএলে ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব থেকেও সরে আসবেন তিনি এবং এটাই সত্যি হলো। আইপিএলে প্রথম ম্যাচ এর মধ্যেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। এছাড়া ক্যাপশনে লেখা ছিল।

“IPL2021 এর পর RCB অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি।”
“আরসিবি -র অধিনায়ক হিসেবে এটিই হবে আমার শেষ আইপিএল। আমি আমার শেষ আইপিএল ম্যাচ খেলা পর্যন্ত আরসিবি খেলোয়াড় হিসেবে থাকব। আমি আরসিবি সমর্থকদের ধন্যবাদ জানাই আমাকে বিশ্বাস করার জন্য এবং আমাকে সমর্থন করার জন্য। –বিরাট কোহলি“।

এই বছরের আইপিএলের পরেই তিনি আরসিবির হয়ে অধিনায়কত্ব ছাড়বেন। কিন্তু তিনি খেলোয়াড় হিসেবে আইপিএল খেলা চালিয়ে যাবেন আরসিবির হয়ে। যা তিনি ভিডিও বার্তায় স্পষ্ট করেছেন। ২০১৩ সালে বিরাট কোহলি প্রথমবার আরসিবির অধিনায়ক হন। যদিও এখনও পর্যন্ত একবারও আরসিবি কে চ্যাম্পিয়ন করতে পারেননি তিনি। অধিনায়ক হিসেবে তার উপর অতিরিক্ত চাপ থাকত প্রতি বছর যার প্রভাব অবশ্যই তার খেলার উপর পড়ত।

আরো পড়ুন- ধোনিকে মেন্টর করার জন্য তীব্র আপত্তি জানিয়ে বিসিসিআইকে চিঠি

মন্তব্য করুন