ভারতের জনসংখ্যা কত ২০২৪

ভারতের জনসংখ্যা কত ২০২৪: বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ হলো ভারত। জনসংখ্যার বিচারে প্রথম স্থান দখল করে রয়েছে ভারত। আয়তনে ভারত বিশ্বের সপ্তম স্থানে রয়েছে, দক্ষিণ এশিয়া মহাদেশে অবস্থিত এই দেশ বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের সম্পূর্ণ নাম ‘প্রজাতান্ত্রিক ভারত’ (‘Republic of India’)। ভারতের পূর্ব ভাগে রয়েছে বাংলাদেশ-মায়ানমার, পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর। উত্তর প্রান্তে রয়েছে নেপাল, ভুটান, চীন ও দক্ষিণ দিক রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা।

ভারতের জনসংখ্যা কত ২০২৪

স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয়েছিল ১৯৫১ সালে এরপর প্রতি ১০ বছর অন্তর ভারতের জনগণনা হয়ে আসছে। তবে এই জনগণনা প্রক্রিয়া শুরু হয়েছিল ব্রিটিশ রাজের সময় থেকে ১৯৮১ সাল। সেই সময় বিচ্ছিন্নভাবে জনগণনা হলেও স্বাধীনতার পর থেকে নিয়মিত জনগণনা (Census) হয়ে আসছে। শেষবার ভারতের জনগণনা হয়েছিল ২০১১ সালে।

ভারতের জনসংখ্যার ইতিহাস

ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট সূত্র অনুসারে ভারতের জনগণনার ইতিহাসের কিছু তথ্য নিচে দেওয়া হল সাল অনুযায়ী।

ভারতের জনসংখ্যা কত ২০২৪, ভারতের জনসংখ্যার ইতিহাস
ভারতের জনসংখ্যার ইতিহাস
সালভারতের জনসংখ্যা
১৮৮১২৫৩,৪৯৬,৩৩০
১৮৯১২৮৭,২২৩,৪৩১
১৯০১২৯৩,৫৫০,৩১০
১৯১১৩১৫,১৫৬,৩৯৬
১৯২১৩১৮,৯৪২,৪৮০
১৯৩১৩৫২,৮৩৭,৭৭৮
১৯৪১৩৮৮,৯৯৭,৯৫৫
১৯৫১৩৭৯,৩৭৫,৯৪৩
১৯৬১৪৫৫,১৩২,২৯৫
১৯৭১৫৬১,৫৮১,০১১
১৯৮১৭০৭,২৩৬,৪৪৬
১৯৯১৮৮২,৩৪৯,৪৫৪
২০০১১০৬৫,৮৬৩,৫৩৮
ভারতের জনসংখ্যার ইতিহাস

উপরের সালে গুলিতে দেওয়া ১৯৫১ সালের পূর্বে দেওয়া সমস্ত তথ্য তৎকালীন ব্রিটিশ শাসনকালে অর্থাৎ অবিভক্ত ভারতের। পাকিস্তান, ভারত ও বাংলাদেশে মিলিয়ে এই জনসংখ্যার তথ্য দেওয়া আছে এরপর ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের পর ১৯৫১ সাল থেকে ভারত সরকার ভারতের জনগণনা করে আসছে।

ভারতের জনগণনা করার জন্য ভারত সরকার অধীনস্থ একটি সংস্থা রয়েছে যার নাম ‘Register general and census commissioner of India‘। ১৯৬১ সাল থেকে যে কমিশন ভারতের জনগণনা করে আসছে যেহেতু ২০১১ সালে ভারতের শেষ বারের মত জনগণনা হয়েছে সেই কারণে নিচে ২০১১ সালের জনগণনার তথ্য দেওয়া হলো।

ভারতের জনসংখ্যা ২০১১

২০১১ সালের জনগণনা ছিল ভারতের ১৫ তম জনগণনা যা আয়োজিত হয়েছিল ‘সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া‘ এর দ্বারা। এই সেন্সাস প্রধানত দুই ভাগ করা হয়েছিল একটি হলো প্রত্যেক বাড়ির তালিকা তৈরি করা ও জনগণনা। ২০১১ সালে প্রথম বার বায়োমেট্রিক পদ্ধতিতে জনগণের তথ্য সংগ্রহ করা হয়েছিল যার জন্য সাহায্য নেওয়া হয় ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার’ (UIDAI/ আধার কার্ড)

২০১১ সালের সেনসাস ইন্ডিয়ার মূল মন্ত্র ছিল ‘আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ‘। ২০১১ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল ১২১ কোটি ৮ লক্ষ্য ৫৪ হাজার ৯৭৭ (১২১,০৮৫৪,৯৭৭)

ভারতের জনসংখ্যা ২০১১, Indian Population 2023 in Bengali

ভারতের জনসংখ্যা কত ২০১১, ভারতের জনসংখ্যা কত ২০২৪, Indian population 2024 in bengali

ভারতেরজনসংখ্যা
মোট১২১,০৮৫৪,৯৭৭
পুরুষ৬২৩,৭২৪,৫৬৮
মহিলা৫৮৬,৪৬৯,২৯৪
ভারতের জনসংখ্যা ২০১১

ভারতের রাজ্যের জনসংখ্যা ২০১১

No.রাজ্যজনসংখ্যা
১.সিকিম৬১০,৫৭৭
২.মিজোরাম১,০৯৭,২০৬
৩.অরুণাচল প্রদেশ১,৩৮৩,৭২৭
৪.গোয়া১,৪৫৮,৫৪৫
৫.নাগাল্যান্ড১,৯৭৮,৫০২
৬.মনিপুর২,৭২১,৫৫৬
৭.মেঘালয়২,৯৬৬,৮৮৯
৮.ত্রিপুরা৩,৬৭৩,৯১৭
৯.হিমাচল প্রদেশ৬৮,৬৪,৬০২
১০.উত্তরাখণ্ড১০,০৮৬,২৯২
১১.জম্মু ও কাশ্মীর১২,৫৪১,৩০২
১২.হরিয়ানা২৫,৩৫১,৪৬২
১৩.ছত্রিশগড়২৫,৫৪৫,১৯৮
১৪.পাঞ্জাব২৭,৭৪৩,৩৩৮
১৫.আসাম৩১,২০৫,৫৭৬
১৬.ঝাড়খন্ড৩২,৯৮৮,১৩৪
১৭কেরালা৩৩,৪০৬,০৬১
১৮.উড়িষ্যা৪১,৯৭৪,২১৮
১৯.গুজরাট৬০,৪৩৯,৬৯২
২০.কর্ণাটক৬১,০৯৫,২৯৭
২১.রাজস্থান৬৮,৫৪৮,৪৩৭
২২.তামিলনাড়ু৭২,১৪৭,০৩০
২৩.মধ্যপ্রদেশ৭২,৬২৬,৮০৯
২৪.অন্ধ্রপ্রদেশ৮৪,৫৮০,৭৭৭
২৫.পশ্চিমবঙ্গ৯১,২৭৬,১১৫
২৬.বিহার১০৪,০৯৯,৪৫২
২৭.মহারাষ্ট্র১১২,৩৭৪,৩৩৩
২৮.উত্তর প্রদেশ১৯৯,৮১২,৩৪১

ভারতের কেন্দ্রশাসিত প্রদেশের জনসংখ্যা ২০১১

No.কেন্দ্রশাসিত অঞ্চলজনসংখ্যা
১.লাক্ষাদ্বীপ৬৪,৪৭৪
২.দমন ও দিউ২৪৩,২৪৭
৩.দাদরা ও নগর হাভেলি৩৪৩,৭০৯
৪.আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৩৮০,৫৮১
৫.চন্ডিগড়১,০৫৫,৪৫০
৬.পুদুচেরি১,২৪৭,৯৫৩
৭.দিল্লি১৬,৭৮৭,৯৪১

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য ২০১১

  • উত্তর প্রদেশ, জনসংখ্যা- ১৯৯,৮১২,৩৪১

ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য ২০১১

  • সিকিম, জনসংখ্যা- ৬১০,৫৭৭

ভারতের সবচেয়ে জনবহুল শহর ২০১১

  • মুম্বাই, জনসংখ্যা- ১২,৪৪২,৩৭৩

ভারতের জনসংখ্যা কত ২০২৪, Indian Population 2024 in Bengali

২০২১ সালে ভারতের জনগণনা সংঘটিত হওয়ার কথা ছিল যা ভারতের ১৬ তম প্রথম জনগণনা হত। ২০২১ সালের জনগণনায় নতুন সংযোজন NPR (National population register) ‘ন্যাশনাল পপুলেশন রেজিস্টার‘। যেটি সেন্সাসের প্রথম পর্বে যুক্ত করা হবে। নিচে ২০২৪ সাল অনুযায়ী ভারতের আনুমানিক জনসংখ্যা তথ্যাবলী দেওয়া হল।

ভারতের জনসংখ্যা কত ২০২৪

ভারতের জনসংখ্যা কত ২০২৪

UPDATED 2023

ভারতেরজনসংখ্যা (আনুমানিক)
মোট১৪৩ কোটি
পুরুষ৭৩ কোটি
মহিলা৭০ কোটি
ভারতের জনসংখ্যা ২০২৪

ভারতের জনসংখ্যা কত ২০২৪ (রাজ্য)

LISTরাজ্যজনসংখ্যা (আনুমানিক)
১.সিকিম৬৫৮,০২১
২.মিজোরাম১,৩০৮,৯৭০
৩.অরুণাচল প্রদেশ১,৭১১,৯৫০
৪.গোয়া১,৫২১,৯৯০
৫.নাগাল্যান্ড২,০৭৩,০৮০
৬.মনিপুর৩,৪৩৬,৯৫০
৭.মেঘালয়৩,৭৭২,১১১
৮.ত্রিপুরা৪,১৮৪,৯৬০
৯.হিমাচল প্রদেশ৭,৫০৩,০২০
১০.উত্তরাখণ্ড১১,৭০০,১০০
১১.জম্মু ও কাশ্মীর১৪,৯৯৯,৪০১
১২.হরিয়ানা২৮,৯০০,৬৬০
১৩.ছত্রিশগড়৩২,১৯৯,৭২০
১৪.পাঞ্জাব৩০,৫০১,১০০
১৫.আসাম৩৫,৯৯৮,৭৮০
১৬.ঝাড়খন্ড৪০,১০০,৩৯০
১৭কেরালা৩৪,৬৯৮,৮৭০
১৮.উড়িষ্যা৪৭,০৯৯,২৮৫
১৯.গুজরাট৭০,৪০০,১৫০
২০.কর্ণাটক৬৯,৫৯৯,৭৬০
২১.রাজস্থান৭৯,৫০২,৪৮০
২২.তামিলনাড়ু৮৩,৬৯৭,৭৭৫
২৩.মধ্যপ্রদেশ৮৫,০২২,৪১৫
২৪.অন্ধ্রপ্রদেশ৯১,৭০২,৪৮০
২৫.পশ্চিমবঙ্গ১০০৮৯৬৬২০
২৬.বিহার১২৮,৫০০,৩৭০
২৭.মহারাষ্ট্র১২৪,৯০৪,১০০
২৮.উত্তর প্রদেশ২৩১,৫০২,৫৮০

ভারতের জনসংখ্যা কত ২০২৪ (কেন্দ্রশাসিত প্রদেশ)

No.কেন্দ্রশাসিত অঞ্চলজনসংখ্যা
১.লাক্ষাদ্বীপ৬৬,১০০
২.দমন ও দিউ৩২০,৯৯০
৩.দাদরা ও নগর হাভেলি৪৫৩,০১০
৪.আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৩৯৯,০১০
৫.চন্ডিগড়১,১৫৮,০৪০
৬.পুদুচেরি১,৬৪৬,০৬০
৭.দিল্লি১৯,৩০১,১০০

ভারতের জনসংখ্যা কত ২০২৪, Indian population 2024 in Bengali

ভারতের জনসংখ্যা ২০২৪ শহর অনুযায়ী (আনুমানিক)

LISTশহরজনসংখ্যা ২০১১জনসংখ্যা ২০২৪ (EST)
মুম্বাই১৮,৪৬৪,৩৪০২০,৬৬৮,০০০
দিল্লী১৬,৭৮৭,৯৫০২০,৫৯১,৮৮০
ব্যাঙ্গালোর৮,৪৩৬,৬৭৫১৪,২৫৪,৭৯০
হায়দ্রাবাদ৬,৮০৯,৯৭০১৩,৭৭১,৫৯০
আহমেদাবাদ৫,৫৭০,৫৮৫১১,৪৫০,০০০
চেন্নাই৪,৬৮১,০৮৭৯,৭২২,৯৭৪
কলকাতা৪,৪৯৬,৭৯০৪,৮৯৭,৪০০
সুরাট৪,৪৬৭,৭৯৭৭,৫৬৭,৫৩৮
১০পুনে৩,১১৫,৪৩১৬,৮৫৩,১৪০
১১জয়পুর৩,০৪৬,১৬৩৪,০৬৭,৮২৬
১২লখনউ২,৮১৫,৬০১৩,৭৯০,২৭৪
১৩কানপুর২,৭৬৭,০৩১৩,২০৩,৯৩২
১৪নাগপুর২,৪০৫,৬৬৫২,৯৪০,০০০
১৫ইন্দোর১,৯৬০,৬৩১২,৪৬৩,৫৯০
১৬ভোপাল১,৭৯৫,৬৪৮২,৪৪৬,৮৮৮
১৭বিশাখাপত্তনম১,৭৩০,৩২০২,৩৫৮,৪১২
১৮গাজিয়াবাদ১,৬৪৮,৬৪৩১,৯১০,১২০
১৯লুধিয়ানা১,৬১৮,৮৭৯১,৭৭৯,৮০০
২০ফরিদাবাদ১,৪১৪,০৫০১,৯৫৭,৮৭০
২১অমৃতসর১,১৩২,৩৮৩১,৩২৯,৬৯০
২২কোটা১,০০১,৬৯৪১,৬৫০,২৯০
২৩চণ্ডীগড়৯৬০,৭৮৭১,৫৯২,৩৩০
২৪নাভি মুম্বাই১,১২০,৫৪৭৭,০৪,০০০
২৫পাটনা১,৬৮৪,২২২২,৪৮২,০০০
২৬নাসিক১,৪৮৬,০৫৩২,১২৩,০০০
২৭রাঁচি১,৪৫৬,৫২৮১,৪৭৫,০০০
২৮রাজকোট১,২৮৬,৬৭৮১,৯৩৩,৫২২
২৯শ্রীনগর১,১৮০,৫৭০১,৬২২,০০০
৩০ধানবাদ১,১৬২,৪৭২১,৩৪৮,০০০
৩১হাওড়া৪,৮৫০,০২৯৫,১৬৫,১৩৫
৩২রায়পুর১,০১০,০৮৭১,৭০২,০০০
৩৩গুয়াহাটি৯৫৭,৩৫২১,১৩৫,০০০
৩৪মিরাট১,৩০৫,৪২৯১,৭২৮,০০০
৩৫ঔরঙ্গাবাদ১,১৫৭,১১৬১,৬০০,০০০

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য ২০২৪

  • উত্তর প্রদেশ, জনসংখ্যা- ২৪ কোটি

ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য ২০২৪

  • সিকিম, জনসংখ্যা- ৬ লক্ষ ৫৮ হাজার

ভারতের সবচেয়ে জনবহুল শহর ২০২৪

  • মুম্বাই, জনসংখ্যা- ২ কোটি ৬৯ লক্ষ্য

ভারতের জনসংখ্যা ২০২৪ ধর্ম অনুসারে, Indian Population 2024 by Religion Wise

স্বাধীনতার পরবর্তী কাল থেকেই ভারত হিন্দু (৭৯.৮%) প্রধান একটি রাষ্ট্র। ভারত হিন্দু প্রধান রাষ্ট্র হল ভারতের সংবিধান অনুসারে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। হিন্দু ছাড়াও ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো মুসলিম (১৪.২%), এছাড়া খ্রিস্ট ধর্ম (২.৩%), শিখ ধর্ম ১.৭২% বুদ্ধ ধর্ম (০.৭%), জৈন ধর্ম (০.৪%), অন্যান্য ধর্মাবলম্বী মানুষ (০.৬৫%) ও কোন ধর্মের সঙ্গে যুক্ত নয় (০.২৩%) মানুষ বসবাস করে।
(তথ্যসূত্র- জনগণনা ২০১১)

ভারতের জনসংখ্যা ২০২৪ ধর্ম অনুসারে, Indian population 2024 by religion wise, ভারতের জনসংখ্যা কত ২০২৪, Indian population 2024 in bengali
ভারতের জনসংখ্যা ২০২৪ ধর্ম অনুসারে
ধর্মজনসংখ্যাশতাংশ
হিন্দু ১,১২২,২০৩,১২৮৭৯.৮%
মুসলিম১৯৯,৬৯০,২৮১১৪.২%
খ্রিস্ট ধর্ম৩২,৩৪৪,২০০২.৩%
শিখ ধর্ম২০,৮১৫,৭৩০১.৭২%
বুদ্ধ ধর্ম৯,৮৪৩,৮৮৭০.৭%
জৈন ধর্ম৪,৪৫১,৭৫৩০.৪%
অন্যান্৭,৯৩৭,৭৩৪০.৬৫%
কোন ধর্ম নেই২,৮৬৭,৩০৩০.২৩%

ভারতের জনসংখ্যার ইতিহাস ধর্ম অনুসারে

ধর্ম১৯৫১১৯৬১১৯৭১১৯৮১১৯৯১২০০১২০২১
হিন্দু ৮৪.১%৮৩.৪৫%৮২.৭৩%৮২.৩০%৮১.৫৩%৮০.৪৬%৭৯.৮%
মুসলিম৯.৮০%১০.৬৯%১১.২১%১১.৭৫%১২.৬১%১৩.৪৩%১৪.২%
খ্রিস্ট ধর্ম২.০০%২.৪৪%২.৬০%২.৪৪%২.৩২%২.৩৪%২.৩%
শিখ ধর্ম১.৮৯%১.৭৯%১.৮৯%১.৯২%১.৯৪%১.৮৭%১.৭২%
বুদ্ধ ধর্ম০.৭৪%০.৭৪%০.৭০%০.৭০%০.৭৭%০.৭৭%০.৭%
জৈন ধর্ম০.৪৬%০.৪৬%০.৪৮%০.৪৭%০.৪০%০.৪১%০.৪%
অন্যান্০.১৩%০.০৯%০.০৯%০.০৯%০.০৮%০.০৬%০.৬৫%
কোন ধর্ম নেই০.৪৩%০.৪৩%০.৪১%০.৪২%০.৪৪%০.৭২%০.২৩%

ভারতের জনসংখ্যা ২০২৪ বয়স অনুসারে, Indian Population 2024 by Age Wise

ভারতের এই সুবিশাল জনসংখ্যার গড় বয়স হলো ২৮ বছর ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট অনুসারে ভারতে ০-১৪ বছরের জনসংখ্যা রয়েছে ২৮.৬%, ১৫-৬৪ বছর বয়সের জনসংখ্যা ৬৩.৬% ও ৬৫ বছরের ঊর্ধ্বে জনসংখ্যা রয়েছে ৫.৩%।

বয়স অনুসারে ভারতের জনসংখ্যা

ভারতের জনসংখ্যা ২০২৪ বয়স অনুসারে, Indian population 2024 by age wise, বয়স অনুসারে ভারতের জনসংখ্যা, ভারতের জনসংখ্যা কত ২০২৪
ভারতের জনসংখ্যা ২০২৪ বয়স অনুসারে

তথ্যসূত্র – উইকিপিডিয়া

বয়সপুরুষমহিলামোট জনসংখাশতকরা
০-৪৫৮,৬৩২,০৭৪৫৪,১৭৪,৭০৪১১২,৮০৬,৭৭৮৯.৩২
৫-৯৬৬,৩০০,৪৬৬৬০,৬২৭,৬৬০১২৬,৯২৮,১২৬১০.৪৮
১০-১৪৬৯,৪১৮,৮৩৫৬৩,২৯০,৩৭৭১৩২,৭০৯,২১২১০.৯৬
১৫-১৯৬৩,৯৮২,৩৯৬৫৬,৫৪৪,০৫৩১২০,৫২৬,৪৪৯৯.৯৫
২০-২৪৫৭,৫৮৪,৬৯৩৫৩,৮৩৯,৫২৯১১১,৪২৪,২২২৯.২০
২৫-২৯৫১,৩৪৪,২০৮৫০,০৬৯,৭৫৭১০১,৪১৩,৯৬৫৮.৩৮
৩০-৩৪৪৪,৬৬০,৬৭৪৪৩,৯৩৪,২৭৭৮৮,৫৯৪,৯৫১৭.৩২
৩৫-৩৯৪২,৯১৯,৩৮১৪২,২২১,৩০৩৮৫,১৪০,৬৮৪৭.০৩
৪০-৪৪৩৭,৫৮৫,৩৮৬৩৪,৪৯২,৭২৬৭২,৪৩৮,১১২৫.৯৮
৪৫-৪৯৩২,১৩৮,১১৪৩০,১৮০,২১৩৬২,৩১৮,৩২৭৫.১৫
৫০-৫৪২৫,৮৪৩,২৬৬২৩,২২৫,৯৮৮৪৯,০৬৯,২৫৪৪.০৫
৫৫-৫৯১৯,৪৫৬,০১২১৯,৬৯০,০৪৩৩৯,১৪৬,০৫৫৩.২৩
৬০-৬৪১৮,৭০১,৭৪৯১৮,৯৬১,৯৫৮৩৭,৬৬৩,৭০৭৩.১১
৬৫-৬৯১২,৯৪৪,৩২৬১৩,৫১০,৬৫৭২৬,৪৫৪,৯৮৩২.১৮
৭০-৭৪৯,৬৫১,৪৯৯৯,৫৫৭,৩৪৩১৯,২০৮,৮৪২১.৫৯
৭৫-৭৯৪,৪৯০,৬০৩৪,৭৪১,৯০০৯,২৩২,৫০৩০.৭৬
৮০-৮৪২,৯২৭,০৪০৩,২৯৩,১৮৯৬,২২০,২২৯০.৫১
৮৫-৮৯১,১২০,১০৬১,২৬৩,০৬১২,৩৮৩,১৬৭০.২০
৯০-৯৪৬৫২,৪৬৫৭৯৪,০৬৯১,৪৪৬,৫৩৪০.১২
৯৫-৯৯২৯৪,৭৫৯৩৩৮,৫৩৮৬৩৩,২৯৭০.০৫
১০০+২৮৯,৩২৫৩১৬,৪৫৩৬০৫,৭৭৮০.০৫
অজানা২,৩৭২,৮৮১২,১১৬,৯২১৪,৪৮৯,৮০২০.৩৭
মোট৬২৩,২৭০,২৫৮৫৮৭,৫৮৪,৭১৯১,২১০,৮৫৪,৯৭৭১০০%
বয়স অনুসারে ভারতের জনসংখ্যা ২০১১

ভারতে একজন পুরুষের গড় আয়ু কত?

– ৬৮ বছর।

ভারতে একজন মহিলার গড় আয়ু কত?

-৭১ বছর।

ভারতের জনসংখ্যার গড় আয়ু কত?

-৭০ বছর।

ভারতের জনসংখ্যা কত ২০২৪, Indian Population 2024 in Bengali

ভারতের জনসংখ্যা ২০২৪ ভাষা অনুসারে, Indian Population 2024 by Language Wise

ভাষাগত দিক দিয়ে ভারতের মোট জনসংখ্যার অধিকাংশ মানুষ হিন্দি ভাষায় কথা বলে। এছাড়া ভারতে মোট ১৩ টি ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সংবিধান অনুসারে ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই কিন্তু প্রশাসনিক কাজে হিন্দি ও ইংরেজি ভাষায় ভারতে ব্যবহৃত হয়ে থাকে। ভারত বিশ্বের চতুর্থ দেশ যেখানে সবচেয়ে বেশি ভাষা ব্যবহৃত হয় ৪৪৭ টি।

ভাষা অনুসারে ভারতের জনসংখ্যা

ভারতের জনসংখ্যা কত ২০২৪, ভারতের জনসংখ্যা ২০২৪ ভাষা অনুসারে, Indian population 2024 by language wise
ভাষা অনুসারে ভারতের জনসংখ্যা
ভাষাশতকরা
হিন্দী৪৩.৬%
বাংলা৮%
মারাঠি৬.৯%
তেলেগু৬.৮%
তামিল৬.৭%
গুজরাটি৪.৬%
উর্দু৪.২%
কন্নড়৩.৬%
ওডিয়া৩.১%
মালায়লাম২.৯%
পাঞ্জাবি২.৭%
অসমীয়া১.৩%
মৈথিলী১.১%
অন্যান্য৫.৬%
তথ্য় সুত্র- জনগণনা ২০১১

ভারতের জনসংখ্যা ২০২৪ শিক্ষা অনুসারে, Indian Population 2024 by Literacy Rate

শিক্ষা অনুসারে ভারতের জনসংখ্যা

ভারতের জনসংখ্যা ২০২৪ শিক্ষা অনুসারে, Indian population 2024 by literacy rate, শিক্ষা অনুসারে ভারতের জনসংখ্যা
RANKরাজ্যশতকরা
কেরালা৯৪%
লাক্ষাদ্বীপ৯২%
মিজোরাম৯১%
ত্রিপুরা৮৭.৭%
গোয়া৮৭.৫%
দমন ও দিউ৮৭.১%
পাঞ্জাব৮৬.৬%
পুদুচেরি৮৬.৫%
চণ্ডীগড়৮৬.৪%
১০আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৮৬.৩%
১১ দিল্লী৮৬.৩%
১২হিমাচল প্রদেশ৮৩.৭%
১৩মহারাষ্ট্র৮৩.২%
১৪সিকিম৮২.২%
১৫তামিলনাড়ু৮০.৩%
১৬নাগাল্যান্ড৮০.১%
১৭মণিপুর৭৯.৮%
১৮উত্তরাখণ্ড৭৯.৬%
১৯গুজরাট৭৯.৩%
২০দাদরা ও নগর হাভেলি৭৭.৬%
২১পশ্চিমবঙ্গ৭৭%
২২হরিয়ানা৭৬.৬%
২৩কর্ণাটক৭৫.৬%
২৪মেঘালয়৭৫.৪%
২৫আসাম৭৩.২%
২৬ওড়িশা৭২%
২৭ছত্তিশগড়৭১%
২৮মধ্য প্রদেশ৭০.৬%
২৯উত্তর প্রদেশ৬৯.৭%
৩০জম্মু ও কাশ্মীর৬৮.৭%
৩১ঝাড়খণ্ড৬৭.৬%
৩২অন্ধ্র প্রদেশ৬৭.৩%
৩৩রাজস্থান৬৭%
৩৪অরুণাচল প্রদেশ৬৬.৯%
৩৫বিহার৬৩.৮%

আজকের এই নিবন্ধে আমরা ভারতের বর্তমান জনসংখ্যা সম্বন্ধে বিস্তারিত জানলাম। এই ধরনের জনসংখ্যা সমন্ধিত সমস্ত নিবন্ধ আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আশা করি আজকের নিবন্ধে দেওয়া তথ্য পেয়ে আপনারা উপকৃত হয়েছেন, এই ধরনের দেশ-বিদেশ সংক্রান্ত তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

Q&A: ভারতের জনসংখ্যা ২০২৪

ভারতের শহরে বসবাসকারী জনসংখ্যা কত?

৩৫%

পৃথিবীতে ভারতের জনসংখ্যা কত নম্বরে?

পৃথিবীতে ভারতের জনসংখ্যা ১ নম্বরে

ভারতের জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার কত শতাংশ?

৭.৭%

ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার কত?

১.০২%

প্রতিদিন ভারতে জন্ম নিচ্ছে কত?

৬৫৮৮১

প্রতিদিন ভারতে মারা যাচ্ছে কত?

২৭৮৭৩

(Disclaimer- এই নিবন্ধটিতে দেওয়া সমস্ত তথ্য় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত আমাদের ওয়েবসাইট কখনোই ১০০% নির্ভুলতা দেয়না। / All the information given in this article is collected from various websites. Our website never gives 100% accuracy.)

“ভারতের জনসংখ্যা কত ২০২৪”-এ 8-টি মন্তব্য

Leave a Reply