ঐতিহাসিক মুহূর্তে পার্কার সোলার প্রোব, সূর্যের কাছে পৌঁছাবে মহাকাশযান

এ বছর অর্থাৎ ২০২২ সালে আবার ইতিহাস গড়তে চলেছে নাসার সৌর যান। গত ২০১৮ সালে সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল নাসার সৌর যান পার্কার সোলার প্রোব। সফলতার সঙ্গে পার্কার তার কাজ করে চলেছে। সূর্যের নানা ছবি তুলেছে পার্কার। যার দ্বারা সূর্য সম্পর্কে আরও অনেক তথ্য জানতে পেরেছে বিজ্ঞানীরা। গতবছর এপ্রিল মাসে সূর্যের বলয়ে প্রবেশ করেছিল পার্কার। সেটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ প্রথমবার সূর্যের বলয়ে কোনো মহাকাশ যান প্রবেশ করেছিল।

আরও পড়ুন – বিজ্ঞানীদের নতুন গবেষণা, এই ৬০ টি গ্রহে থাকতে পারে প্রাণের অস্তিত

এবছর আবার ইতিহাস গড়তে চলেছে পার্কার। শুক্রবার অর্থাৎ ২৫ শে ফেব্রুয়ারি সূর্যের আরো কাছে পৌঁছাবে যান টি। শুক্রবার সূর্য থেকে পার্কারের দূরত্ব থাকবে ৮৫ লক্ষ ২৯ হাজার ৫২৩ কিলোমিটার। এই দুরুত্ত্বে থেকে সূর্যকে প্রদক্ষিণ করবে পার্কার। সেখান থেকেই সূর্য সম্পর্কে আরও তথ্য পৃথিবীতে পাঠাবে যান টি। নাসার তরফ থেকে জানানো হয়েছে সূর্যের সবচেয়ে কাছে যাত্রার সময় মহাকাশ যানটির গতিবেগ থাকবে ৩৫৯২ কিমি/ঘণ্টা। জানা যাচ্ছে এদিন অন্যান্য উপগ্রহ থেকে দেখা যাবে মহাকাশযান পার্কার সোলার প্রোবকে। পার্কার সোলার প্রবের মোট ২৪ বার সূর্যকে প্রদক্ষিণ করার কথা। যার মধ্যে ১১ তম বার প্রদক্ষিণ টি হবে ২৫ শে ফেব্রুয়ারি।

“ঐতিহাসিক মুহূর্তে পার্কার সোলার প্রোব, সূর্যের কাছে পৌঁছাবে মহাকাশযান”-এ 1-টি মন্তব্য

Leave a Reply