ত্রিপুরার জনসংখ্যা 2024

ত্রিপুরার জনসংখ্যা 2024: ভারতের উত্তর-পূর্ব দিকে ত্রিপুরা রাজ্য অবস্থিত। ত্রিপুরা রাজ্যের তিন দিকে সীমান্ত রয়েছে বাংলাদেশের এছাড়া মিজোরাম এবং আসামের সীমান্তবর্তী এলাকা রয়েছে। ত্রিপুরা রাজ্যের মোট আয়তন ১০,৪৯১.৬৯ বর্গ কিলোমিটার। ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক দিয়ে ত্রিপুরার রাজধানী শহর আগরতলা। পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরার প্রধান ভাষা বাংলা।

2011 সালের ভারতের জনগণনা অনুযায়ী ত্রিপুরা রাজ্যের মোট জনসংখ্যা ছিল ৩,৬৭১,০৩২ (36 লক্ষ 71 হাজার 32 জন)। কিন্তু বর্তমানে 2024 সাল অনুযায়ী আনুমানিক ত্রিপুরার জনসংখ্যা ৪,১৮৪,৯৫৯ (৪১ লক্ষ 84 হাজার 959 জন)।

আরো পড়ুন- বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৪

ত্রিপুরার জনসংখ্যা 2024 | Population of Tripura 2024 in bengali

ত্রিপুরার জনসংখ্যার ইতিহাস

ত্রিপুরার জনসংখ্যা 2024, Population of Tripura 2024 in bengali, ত্রিপুরার জনসংখ্যা

বছরজনসংখ্যাপুরুষমহিলা
১৯৪১৫১৩,০১০২৭২,০২৫২৪০,৯৮৫
১৯৫১৬৩৯,০২৯৩৩৫,৫৮৯৩০৩,৪৪০
১৯৬১১,১৪২,০০৫৫৯১,২৩৭৫৫০,৭৬৮
১৯৭১১,৫৫৬,৩৪২৮০১,১২৬৭৫৫,২১৬
১৯৮১২,০৫৩,০৫৮১,০৫৪,৮৪৬৯৯৮,২১২
১৯৯১২,৭৫৭,২০৫১,৪১৭,৯৩০১,৩৩৯,২৭৫
২০০১৩,১৯৯,২০৩১,৬৪২,২২৫১,৫৫৬,৯৭৮
২০১১৩,৬৭৩,৯১৭১,৮৭৪,৩৭৬১,৭৯৯,৫৪১

ত্রিপুরার জনসংখ্যা ২০১১

ত্রিপুরাজনসংখ্যা ২০১১
মোট৩,৬৭৩,৯১৭
পুরুষ২,০৮৯,০০০
মহিলা২,০২০,০০০

ত্রিপুরার জনসংখ্যা 2024

ত্রিপুরার জনসংখ্যা 2024, Population of Tripura 2024 in bengali, ত্রিপুরার জনসংখ্যা

ত্রিপুরার জনসংখ্যা ২০২৪

ত্রিপুরাজনসংখ্যা ২০২৩
মোট৪,১৮৪,৯৫৯
পুরুষ২,০৮৯,০০০
মহিলা২,০২০,০০০
মোট আয়তন১০৪৯১ বর্গ.কিমি.
গড় সাক্ষরতা৮৭.৭৫%
রাজ্য গঠন২১-০১-১৯৭২
রাজধানী শহরআগরতলা

ত্রিপুরার জনসংখ্যা 2024 জেলা অনুযায়ী

ত্রিপুরার জেলাজনসংখ্যা
পশ্চিম ত্রিপুরা১,০৪৫,৯৮৯
সিপাহিজালা৫৫২,০২৬
গোমতী৪৯৮,০৩০
দক্ষিণ ত্রিপুরা ৪৯৪,৪৬০
উত্তর ত্রিপুরা৪৭৪,১৭৮
ঢালাই৪৩০,৯০৬
ক্ষওয়াই৩৭৩,২২৬
ঊনাকটি৩১৬,১৬২

ত্রিপুরার জনসংখ্যা 2024 ধর্ম অনুযায়ী

ভারতের ত্রিপুরা প্রধানত একটি হিন্দু প্রধান রাজ্য, শতকরা ৮৩ শতাংশ মানুষ এখানে হিন্দু ধর্মাবলম্বী। দ্বিতীয় স্থানে রয়েছে মুসলিম ৮ শতাংশ, এছাড়া খ্রিস্টধর্ম, শিখ, বুদ্ধিস্ট, জৈন ইত্যাদি ধর্মাবলম্বী মানুষ এই রাজ্যে রয়েছে। যা নিচের দেওয়া চার্টে আপনারা বিস্তারিত দেখতে পাবেন।

ধর্মজনসংখ্যাশতকরা
হিন্দু৩,০৬৩,৯০৩৮৩.৪০%
মুসলিম৩১৬,০৪২৮.৬০%
খ্রিস্টান১৫৯,৮৮২৪.৩৫%
বুদ্ধিষ্ট১২৫,৩৮৫৩.৪১%
শিখ১,০৭০০.০৩%
জৈন৮৬০০.০২%
অন্যানো১,৫১৪০.০৪%
ধর্ম অজানা৫,২৬১০.১৪%

ত্রিপুরার জনসংখ্যা 2024 ভাষা অনুযায়ী

ভাষাজনসংখ্যাশতকরা
বাংলা২,৪১৪,৭৭৪৬৫.৭২%
ত্রিপুরি৯৫০,৮৭৫২৫.৮৮%
হিন্দী৭৭,৭০১২.১১%
মঘ৩৫,৭২২০.৯৭%
ওড়িয়া২৫,৯৬৭০.৭০%
মণিপুরী২৩,৭৭৯০.৬৪%
হলাম২৩,০৮৯০.৬৪%
বিষ্ণুপুরিয়া২২,১১২০.৬০%
তেলুগু৩,৮৪৫০.১০%
নেপালি২,৭৮৭০.০৭%
অসমিস২,১২৯০.০৫%

আরো পড়ুন- ভারতের জনসংখ্যা কত ২০২৪

এই ধরনের শিক্ষামূলক, আন্তর্জাতিক খবরের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম, ইউটিউব ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

“ত্রিপুরার জনসংখ্যা 2024”-এ 1-টি মন্তব্য

Leave a Reply