২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী PDF

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) ভারতে আয়োজিত ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী ঘোষণা করেছে। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ পর্যন্ত আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। মোট ১০ টি আন্তর্জাতিক দল এ বছর ক্রিকেট বিশ্বকাপে খেলবে। ভারতের মোট ১০ টি স্টেডিয়ামে সম্পূর্ণ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আপনাদের মনে থাকবে ২০১১ সালে এশিয়ায় শেষবার ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, যেখানে ভারত বাংলাদেশ ও শ্রীলংকা একসঙ্গে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করে। কিন্তু ২০২৩ সালে ভারত এককভাবে এই ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে।

আজকের এই নিবন্ধে আমরা ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী, ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সময়সূচি, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের দল সংখ্যা, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কত তম, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কবে হবে, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল কবে, ফাইনাল কত তারিখে হবে ইত্যাদি বিষয় বিস্তারিত আলোচনা করব। এছাড়া ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সময়সূচি PDF আপনারা এই পোষ্টের নিচে পেয়ে যাবেন। ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে যেখানে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড ভারতে আয়োজিত ২০২৩ ওডিআই ক্রিকেট বিশ্বকাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। উল্লেখযোগ্য ভাবে এই প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ দল ছাড়া, কারণ বিশ্বকাপ কোয়ালিফাই রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জন করতে পারেনি। ক্রিকেট বিশ্বের কাছে ওয়েস্ট ইন্ডিজের এই ফলাফল অবশ্যই আসা জনক নয় অন্যদিকে নেদারল্যান্ড সবার নজর কেড়েছে। আশা করা যাচ্ছে শ্রীলংকা ও নেদারল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে আসা জনক ফল করবে।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ

খেলাক্রিকেট
বোর্ডআইসিসি
ফরম্যাটওডিআই
আয়োজকদেরভারত
মোট দল১০ টি
প্রতিযোগিতাবিশ্বকাপ
বিশ্বকাপ শুরু০৫-১০-২০২৩
বিশ্বকাপ শেষ১৯-১১-২০২৩
ম্যাচ সংখ্যা৪৮ টি
অফিসিয়াল ওয়েবসাইটcricketworldcup.com

৫ অক্টোবর ২০২৩ থেকে ভারতের শুরু হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩, ৫০ ওভারের এই ফরম্যাটে মোট ১০ টি আন্তর্জাতিক দেশ অংশগ্রহণ করবে। শেষবার ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হয়েছিল ২০১৯ সালে ইংল্যান্ডে, যে বিশ্বকাপ ঘরের মাঠে ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে এবং প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংল্যান্ড।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী
তারিখম্যাচস্থানসময়
০৫/১০/২৩ENG VS NZআমেদাবাদ১.৩০
০৬/১০/২৩PAK VS NEDহায়দ্রাবাদ১.৩০
০৭/১০/২৩BAN VS AFGহিমাচল১.৩০
০৭/১০/২৩SA VS SLদিল্লি১.৩০
০৮/১০/২৩IND VS AUSচেন্নাই১.৩০
০৯/১০/২৩NZ VS NEDহায়দ্রাবাদ১.৩০
১০/১০/২৩ENG VS BANহিমাচল১.৩০
১০/১০/২৩PAK VS SLহায়দ্রাবাদ১.৩০
১১/১০/২৩IND VS AFGদিল্লি১.৩০
১২/১০/২৩AUS VS SAলখনৌ১.৩০
১৩/১০/২৩NZ VS BANচেন্নাই১০.৩০
১৪/১০/২৩IND VS PAKআমেদাবাদ১.৩০

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী
তারিখম্যাচস্থানসময়
১৫/১০/২৩ENG VS AFGদিল্লি১.৩০
১৬/১০/২৩AUS VS SLলখনৌ১.৩০
১৭/১০/২৩SA VS NEDহিমাচল১.৩০
১৮/১০/২৩NZ VS AFGচেন্নাই১.৩০
১৯/১০/২৩IND VS BANপুনে১.৩০
২০/১০/২৩AUS VS PAKব্যাঙ্গালোর১.৩০
২১/১০/২৩NED VS SLলখনৌ১.৩০
২১/১০/২৩ENG VS SAমুম্বাই১.৩০
২২/১০/২৩IND VS NZহিমাচল১.৩০
২৩/১০/২৩PAK VS AFGচেন্নাই১.৩০
২৪/১০/২৩BAN VS SAমুম্বাই১.৩০
২৫/১০/২৩AUS VS NEDদিল্লি১.৩০
২৬/১০/২৩ENG VS AFGব্যাঙ্গালোর১.৩০

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী
তারিখম্যাচস্থানসময়
২৭/১০/২৩PAK VS SAলখনৌ১.৩০
২৮/১০/২৩AUS VS NZহিমাচল১.৩০
২৮/১০/২৩NED VS BANকলকাতা১.৩০
২৯/১০/২৩IND VS ENGলখনৌ১.৩০
৩০/১০/২৩AFG VS SLপুনে১.৩০
৩১/১০/২৩PAK VS BANকলকাতা১.৩০
০১/১১/২৩NZ VS SAপুনে১.৩০
০২/১১/২৩IND VS SLমুম্বাই১.৩০
০৩/১১/২৩NED VS AFGলখনৌ১.৩০
০৪/১১/২৩NZ VS PAKব্যাঙ্গালোর১.৩০
০৪/১১/২৩ENG VS AUSআমেদাবাদ১.৩০
০৫/১১/২৩IND VS SAকলকাতা১.৩০

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী
তারিখম্যাচস্থানসময়
০৬/১১/২৩BAN VS SLদিল্লি১.৩০
০৭/১১/২৩AUS VS AFGমুম্বাই১.৩০
০৮/১১/২৩ENG VS NEDপুনে১.৩০
০৯/১১/২৩NZ VS SLব্যাঙ্গালোর১.৩০
১০/১১/২৩SA VS AFGআমেদাবাদ১.৩০
১১/১১/২৩ENG VS PAKকলকাতা১.৩০
১১/১১/২৩AUS VS BANপুনে১.৩০
১২/১১/২৩IND VS NEDব্যাঙ্গালোর১.৩০
১৫/১১/২৩SEM – 1মুম্বাই১.৩০
১৬/১১/২৩SEM – 2কলকাতা১.৩০
১৯/১১/২৩FINALআমেদাবাদ১.৩০

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের দল সংখ্যা

  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. নিউজিল্যান্ড
  4. পাকিস্তান
  5. ইংল্যান্ড
  6. দক্ষিণ আফ্রিকা
  7. বাংলাদেশ
  8. আফগানিস্তান
  9. কোয়ালিফায়ার-১
  10. কোয়ালিফায়ার-২

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ

১০ টি দলকে নিয়ে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে, আগের বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপে কোন গ্রুপ বিভাগ নেই। প্রত্যেকটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। এরপর সেরা ৪ টি দল সেমিফাইনালে অংশগ্রহণ করবে। বর্তমানে যে ৮ টি দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে তাদের নাম গ্রুপ পর্বে দেওয়া আছে। বাকি দুটি স্থানে বিশ্বকাপের বাছাই পর্বের যে দুটি দল যোগ্যতা অর্জন করবে তারা জায়গা পাবে।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কত তম

ভারতের মাটিতে ২০২৩ সালে যে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে সেটি আইসিসির ১৩ তম ক্রিকেট বিশ্বকাপ হবে। আইসিসির অধীনে ২০১৯ সাল বিশ্বকাপ পর্যন্ত ১২ তম ক্রিকেট বিশ্বকাপ সম্পূর্ণ হয়েছে। যেখানে সবচেয়ে সফল দল রূপে অস্ট্রেলিয়া মোট ৫ বার ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেছে। এরপরে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ২ টি করে বিশ্বকাপ পেয়েছে। পাকিস্তান,শ্রীলঙ্কা ও ইংল্যান্ড একটি করে বিশ্বকাপ জয় লাভ করেছে।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কবে হবে

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ ভারতে আয়োজিত হবে। ৫ অক্টোবর ২০২৩ থেকে ওডিআই ক্রিকেট বিশ্বকাপের শুভ সূচনা হবে আমেদাবাদে। এ বছর ভারত এককভাবে সম্পূর্ণ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে। মোট ১০ টি স্টেডিয়ামে সম্পূর্ণ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি স্টেডিয়াম ও শহরের নাম আপনারা নিচের তালিকায় দেখতে পাবেন।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের স্টেডিয়াম, শহর

ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ আয়োজিত হবে ভারতে এবং ভারতের মোট ১০ টি শহরে সম্পূর্ণ বিশ্বকাপের 48 টি ম্যাচ আয়োজন করা হবে। নিচে ১০ টি শহরের নাম ও স্টেডিয়ামের নাম দেওয়া হল,

শহরস্টেডিয়াম
আমেদাবাদনরেন্দ্র মোদী স্টেডিয়াম
ব্যাঙ্গালোরএম চিন্নাস্বামী স্টেডিয়াম
চেন্নাইচিদামভারাম স্টেডিয়াম
দিল্লিঅরুণ জেটলি স্টেডিয়াম
কলকাতাইডেন গার্ডেন স্টেডিয়াম
হায়দ্রাবাদরাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
ধরমশালাHPCA স্টেডিয়াম
মুম্বাইওয়াংখেড়ে স্টেডিয়াম
পুনেমহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
লখনৌBRSABV একনা ক্রিকেট স্টেডিয়াম

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ফরম্যাট

  • ২০১৯ সালের মতো ২০২৩ সালের বিশ্বকাপে ১০ টি দল একে অপরের সঙ্গে খেলবে।
  • এরপর পয়েন্ট তালিকায় সেরা চারটি দল সেমিফাইনালে অংশগ্রহণ করবে।
  • সেমিফাইনালে জয়ী দুই দল ফাইনাল খেলবে।

Odi ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে

১৯৭৫ সাল থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়ে আসছে। ১৯৭৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ১২ টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। এই বিশ্বকাপ গুলিতে কোন দেশ জয় লাভ করেছে ও কতবার ট্রফি জয়লাভ করেছে তার সম্পূর্ণ তালিকায় নিচে দেওয়া হলো,

দেশবিশ্বকাপ জয়লাভ সংখ্যা
অস্ট্রেলিয়া৫ টি
ওয়েস্ট ইন্ডিজ২ টি
ভারত২ টি
পাকিস্তান১ টি
শ্রীলংকা১ টি
ইংল্যান্ড১ টি

ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে ১৯৭৫-২০১৯

বিশ্বকাপবিজেতা
১৯৭৫ওয়েস্ট ইন্ডিজ
১৯৭৯ওয়েস্ট ইন্ডিজ
১৯৮৩ভারত
১৯৮৭অস্ট্রেলিয়া
১৯৯২পাকিস্তান
১৯৯৬শ্রীলংকা
১৯৯৯অস্ট্রেলিয়া
২০০৩অস্ট্রেলিয়া
২০০৭অস্ট্রেলিয়া
২০১১ভারত
২০১৫অস্ট্রেলিয়া
২০১৯ইংল্যান্ড

এশিয়া তথা ভারত বাংলাদেশ ও শ্রীলংকার সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। আর এই ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব যার জন্য প্রত্যেক ক্রিকেটপ্রেমী ৪ বছর অপেক্ষা করে থাকে। তার ওপর এ বছরের ক্রিকেট বিশ্বকাপ সংঘটিত হচ্ছে ভারতে যার ফলে এশিয়ার ক্রিকেট দলগুলি অবশ্যই বাড়তি সুবিধা পাবে। ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি খবরের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম, ইউটিউব ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী PDF

>> Click Here

প্রশ্নোত্তর: ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী

২০২৩ ওডিআই ক্রিকেট বিশ্বকাপে কতগুলি দেশ খেলবে?

১০ দেশ নিয়ে ২০২৩ সালের ওডিআই ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা হবে।

২০২৩ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ কত তারিখে শুরু হবে?

৫ অক্টোবর ২০২৩ থেকে ১৯ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত ওডিআই ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।

২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে কয়টি গ্রুপ রয়েছে?

আইসিসির বর্তমান নিয়ম অনুসারে ১০ টি দল প্রত্যকে একে অপরের সঙ্গে খেলবে এবং পয়েন্ট তালিকার সেরা ৪ টি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।

মন্তব্য করুন