বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, সময়সূচী? সব তথ্য

বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি: চালু হল ভারতের সপ্তম বন্দে ভারত সুপার ফাস্ট এক্সপ্রেস। পূর্ব ভারতে এই প্রথম কোন বন্দে ভারত এক্সপ্রেস চালু হলো, এই ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রা করবে। ৩০ শে ডিসেম্বর প্রথমবার এই ট্রেনটির উদ্বোধন হয়েছে হাওড়া স্টেশন থেকে। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধন করেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্ধে ভারত এক্সপ্রেসে কত সময় লাগবে?

এখনো পর্যন্ত তথ্য অনুযায়ী হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত যেতে বন্ধ ভারতের সময় লাগবে ৭.৫ ঘন্টা। যা অন্যান্য ট্রেনের তুলনায় চার ঘন্টা কম এবং এই ট্রেন সবদিক দিয়ে আধুনিক সুবিধা দ্বারা পরিপূর্ণ থাকবে।

কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?

হাওড়া থেকে যাত্রা শুরু হবার পর মোট তিনটি স্টেশনে থামবে এই বন্ধে ভারত এক্সপ্রেস বারসোই, মালদা ও বোলপুর। ট্রেনটি পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন থেকে উত্তর দিকে যাত্রা করবে যা পাহাড় ভ্রমনকারীদের জন্য আকর্ষণের বিষয় হবে।

আরো পড়ুন- ২০২৬ ফিফা বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে? দেখে নিন

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে টিকিটের কত ভাড়া লাগবে?

বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে টিকিট মূল্যের তালিকা নিচে দেওয়া হল,

AC Chair Car (CC)

  • হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি- ১৫৬৫ টাকা
  • হাওড়া থেকে বোলপুর- ৬৫০
  • হাওড়া থেকে মালদা টাউন- ৯৫০
  • হাওড়া থেকে বারসোই- ১০৯০

Executive Chair Car (EC)

  • হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি- ২৮২৫ টাকা
  • হাওড়া থেকে বোলপুর- ১১৭০
  • হাওড়া থেকে মালদা টাউন- ১৭৭৫
  • হাওড়া থেকে বারসোই- ২০৬০

“বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, সময়সূচী? সব তথ্য”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন