টাটা ইন্ডিকা ভারতের প্রথম সুপার মিনি হ্যাজব্যাক ডিজেল ইঞ্জিনের সঙ্গে এসেছিল ভারতীয় বাজারে। এটি ছিল টাটা মোটরসের প্রথম প্যাসেঞ্জার হ্যাচব্যাক গাড়ি, যা লঞ্চ হয়েছিল ১৯৯৮ সালে। গাড়িটি পরবর্তীকালে প্রবল সফলতা লাভ করে এবং এটি বাইরের দেশ ইউরোপ ও আফ্রিকাতে রপ্তানি করা হয়েছে। গাড়িটির প্রোডাকশন ২০১৮ সালে বন্ধ করে দেয়া হয়। আজ টাটা ইন্ডিকার ২৫ বছর জন্মদিন উপলক্ষে রতন টাটা instagram-এ একটি ছবি পোস্ট করেন।
রতন টাটা, টাটা ইন্ডিকার সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেন এবং লেখেন যে, “২৫ বছর আগে লঞ্চ হয়েছিল টাটা ইন্ডিকার ভারতের যাত্রীবাহী গাড়ি শিল্পের জন্ম হয়। এটি প্রিয় স্মৃতি ফিরিয়ে আনে এবং এটি আমার হৃদয়ে বিশেষ স্থানে রয়েছে।”
১৯৯৮ সালের ডিসেম্বর মাসে গাড়িটি লঞ্চ করা হয়, এটি ভারতীয় কোম্পানী দ্বারা তৈরি প্রথম মডার্ন গাড়ি ছিল। লঞ্চ সবার দু বছরের মধ্যে গাড়িটি ভারতের এক নম্বর গাড়ি হয়ে দাঁড়ায় বিক্রির দিক দিয়ে। টাটা ইন্ডিকার দ্বিতীয় জেনারেশনের গাড়ি Tata Indica V3 লঞ্চ হয় ২০০৮ সালে। গাড়িটির প্রোডাকশন বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন ওয়েবসাইট অনুসারে গাড়িটির শেষ দাম ছিল ৪ লক্ষ টাকা।

আরো পড়ুন- Tork Kratos X Electric Bike: দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল এই ইলেকট্রিক বাইক
টাটা ইন্ডিকার বিবরণ
মূল্য | ৪.০৫ লক্ষ |
মাইলেজ | ২৩-২৫ কিমি/ঘন্টা |
ইঞ্জিন | ১৩৯৬cসিসি |
ট্রান্সমিশন | ম্যানুয়াল |
তেল | ডিজেল/CNG |
বসার সিট | ৫ |
[…] আরো পড়ুন- ২৫ তম জন্মদিন টাটা ইন্ডিকার… […]