ভারতীয় দলে বড় ধাক্কা, চোটের জন্য ব্যাটিং করতে পারলেন না এই ক্রিকেটার

ভারতীয় দলে বড় ধাক্কা, চোটের জন্য ব্যাটিং করতে পারলেন না এই ক্রিকেটার

Ind vs Aus 4th test: আমেদাবাদে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে বড় ধাক্কা আসলো। চোটের কারণে চতুর্থ দিনে ব্যাট করতে নামলেন না শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়ার ব্যাটিং করার সময় তিনি কোমরের পেশিতে টান অনুভব করেন। এরপরই ভারতীয় দলের মেডিকেল বিভাগ তাকে এক্সরে করার জন্য নিয়ে যায়। এই দিনের ব্যাটিং অর্ডারে তার জায়গায় রবীন্দ্র জাদেজা ব্যাটিং করতে আসে।

প্রসঙ্গত এই চোটের কারণে শ্রেয়াস আইয়ার কে প্রথম টেস্ট ম্যাচে খেলানো হয়নি। সম্পূর্ণ ফিট হয়ে যাওয়ার পরে তাকে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচে খেলানো হয়। কিন্তু চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে শ্রেয়াস আইয়ার তার পিঠে ব্যথা অনুভব করে এবং চতুর্থ দিনে সেই জল্পনা পরিষ্কার হয়ে যায়। ভারতের প্রথম ইনিংস ৫৭১ রানের সমাপ্ত হয়ে গেলেও তাকে ব্যাট করতে দেখা যায়নি।

আরো পড়ুন- আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল|icc world test championship points table in bengali (21-2023)

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস- ৪৮০/১০

ওসমান কুয়াজা- ১৮০(৪২২)
ক্যামেরুন গ্রীন- ১১৪(১৭০)

রবি অশ্বিন- ৬(৯১)

ভারতের প্রথম ইনিংস- ৫৭১/১০

শুভমান গিল- ১২৮(২৩৫)
বিরাট কোহলি- ১৮৬(৩৬৪)

টড মারফি- ৩(১১৩)
নেথেন লায়ন- ৩(১৫১)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস- ৩/০ চতুর্থ দিনের শেষে

Previous articleLava Smartphone: মাত্র ৫০০ টাকায় আজই নিয়ে আসুন এই স্মার্টফোন
Next articleখাদ্য সাথী প্রকল্প- Khadya Sathi Prakalpa
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply