৩.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরের এক অত্যাশ্চর্য ছবি ধরা পড়ল হাবল টেলিস্কোপে, দেখুন সেই ছবি

আমেরিকার অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) গত শনিবার হাবল টেলিস্কোপ দ্বারা তোলা একটি অত্যাশ্চর্য ছবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। টেলিস্কোপ দ্বারা গৃহীত ছবিটি একগুচ্ছ গ্যালাক্সি বা গ্যালাক্সি ক্লাস্টারের। যেটি পৃথিবী থেকে ৩.৫ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থান করছে।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং ছবিটিতে দেখা গেছে গ্যালাক্সি ক্লাস্টার AOC S 295। যার চারপাশে রয়েছে অনেক উজ্জ্বল নক্ষত্র এবং অন্যান্য গ্যালাক্সি গুলি।

আরো পড়ুন-রহস্যজনক রেডিও সিগন্যাল এর উৎস আবিষ্কার করল নাসা, তবে কি এলিয়েন?

সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে সেখানে নাসা জানায় – @NASAHubble দ্বারা তোলা ছবিটিতে প্রচুর গ্যালাক্সি একসাথে নতুন এক জগতে সৃষ্টি করেছে। এছাড়াও দেখতে পাওয়া গেছে গ্যালাক্সি ক্লাস্টার AOC S 295 কে, যাকে ঘিরে রয়েছে অসংখ্য গ্যালাক্সি ও নক্ষত্র।

গ্যালাক্সি ক্লাস্টারটি ছবির কেন্দ্রে থাকা উজ্জ্বল অংশটি। এই গ্যালাক্সির বিশাল ভরের এই ফলে যে মহাকর্ষীয় বল সৃষ্টি হয়, সেই বলের কারণেই এটি ছায়াপথের সবচেয়ে উজ্জ্বলতম গ্যালাক্সি হিসেবে ধরা পড়েছে হাবল টেলিস্কোপ এর লেন্সে।

মন্তব্য করুন