একেবারে অমিতাভ বচ্চনের নকল, হ্যাঁ এরকমই একটি মানুষের ছবি ও ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একেবারে অমিতাভ বচ্চনের মতো দাড়ি, মাথার চুলের স্টাইল ও চশমার সাথে রয়েছে গায়ের চাদর। শশীকান্ত পেদওয়াল পেশায় একজন আইটিআই শিক্ষক, এর সাথে অমিতাভ বচ্চনের মিমিক্রি ও বহু স্টেজ শো করে আসছেন বিগত অনেক বছর ধরে।
শশীকান্ত পেদওয়াল এর ইনস্টাগ্রামে ভিডিও ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন একেবারে অমিতাভ বচ্চনের মত চেহারার গঠন, দাড়ির স্টাইল ইত্যাদি রয়েছে শুধুমাত্র লম্বায় তিনি অমিতাভ বচ্চনের থেকে খাটো। একটু মেকাপের ছোঁয়া দিতে পারলে পুরোপুরি অমিতাভ বচ্চনের নকল চরিত্র করা যাবে।
Instagram credit- Shashikant Pedwal
আরো পড়ুন- আইপিএলে খেলছে ছেলে কিন্তু বাবা এখনো ফল বিক্রেতা
শশীকান্ত পেদওয়াল এর ইনস্টাগ্রামে একটি ছবি রয়েছে যেখানে তিনি অমিতাভ বচ্চনের সাথে দেখা করেছেন। বলিউডের বিগ বি এর একটি বিজ্ঞাপন শুটের সময় এই ছবি তোলা হয়েছে। আইটিআই কলেজের শিক্ষকতার সঙ্গে তিনি অমিতাবাচনের হুবহু নকল গলার দাঁড়া বিভিন্ন স্টেজ শোতে মানুষজনদের মনোরঞ্জন করে আসছেন।