দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে মুক্তি পেল Fau-g গেম। গেমটির প্রথম পর্বের ভিডিও শেয়ার করলেন অক্ষয় কুমার

ভারত চীন আন্তর্জাতিক সমস্যার কারণে কিছুদিন আগেই নিষিদ্ধ করা হয়েছিল পাবজি মোবাইল গেম টি। গেমটি চলে যাওয়ার পরপরই Fau-g নামের একটি ভারতীয় মোবাইল গেম আসতে চলেছে এমনই প্রচার শুরু হয়। পাবজির পরিবর্তে এই নতুন গেম আসবে জেনে অনেকটাই আশার আলো দেখে গেম প্রিয় ব্যক্তিরা।

নতুন এই Fau-g গেমটি আসার খবর সেপ্টেম্বর মাস নাগাদ দিয়েছিলেন অক্ষয় কুমার। তিনি জানিয়েছিলেন খুব শীঘ্রই বাজারে আসবে গেমটি। সকলেই বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষায় ছিল পাবজির বিকল্প এই গেমটি খেলার জন্য। আর এবার 26 শে জানুয়ারি দেশের 72 তম প্রজাতন্ত্র দিবসে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে এল Fau-g গেম।

আরও পড়ুন – ফ্রী ফায়ার ক্ল্যাশ স্কোয়াডের জন্য সেরা পাঁচটি পুরুষ চরিত্র

পাবজি ভারত থেকে বিদায় নেওয়ার সময় থেকে এর বিকল্প হিসেবে Fau-g এর যাত্রা শুরু হয়। একটি যুদ্ধ ক্ষেত্রের উপর নির্মিত গেম এটি। লাদাখে ভারত-চীন সংঘর্ষ শুরু হয়েছিল যেখানে ভারতের কুড়ি জন শহীদ হয়, এতে পাল্টা জবাব দেয় ভারত। সেখান থেকে দু’দেশের সম্পর্কের অবনতি হয়। ভারতে নিষিদ্ধ হয় একাধিক চিনা অ্যাপ। একাধিক চিনা অ্যাপ এর সঙ্গে নিষিদ্ধ হয় পাবজি মোবাইল গেম। আর সেই পরিস্থিতিতে ভারতের ব্যাঙ্গালুরুর গেমিং কোম্পানি n core  নিয়ে আসে Fau-g নামের এই গেমটি। 

এবছর 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন গেমটির প্রথম পর্বের ভিডিও শেয়ার করেন অক্ষয় কুমার। তিনি দেশাত্মবোধমূলক কথা লিখে গেমটি ডাউনলোড করে খেলার জন্য সকলকে উৎসাহিত করেন এবং সঙ্গে তিনি গেমটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দেন ট্যুইটের মধ্যে। গেমটির বর্তমান সাইজ 460 এমবি। গত 24 ঘণ্টার মধ্যে 5 মিলিয়নের বেশি গেমটি ডাউনলোড হয়েছে। গেমটি সহজেই প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে খেলা যাচ্ছে। 

source: twitter @akshaykumar (Akshay Kumar)

“দীর্ঘ প্রতীক্ষার পর ভারতে মুক্তি পেল Fau-g গেম। গেমটির প্রথম পর্বের ভিডিও শেয়ার করলেন অক্ষয় কুমার”-এ 1-টি মন্তব্য

Leave a Reply