টাটার হাতে হস্তান্তরিত হলো এয়ার ইন্ডিয়া- ঐতিহাসিক মুহূর্ত

টাটার হাতে হস্তান্তরিত হলো এয়ার ইন্ডিয়া- ঐতিহাসিক মুহূর্ত

আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছিল পূর্বেই এবার সরাসরি টাটার হাতে হস্তান্তর হলো এয়ার ইন্ডিয়া। টাটা গ্রুপের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরই এয়ার ইন্ডিয়ার হস্তান্তর হয় টাটা গ্রুপের হাতে। টুইটারে টাটা গ্রুপের চেয়ারপারসন লিখেছেন,

“এয়ার ইন্ডিয়াকে টাটা গ্রুপে ফিরে পেয়ে আমরা উচ্ছ্বসিত এবং এটিকে একটি বিশ্বমানের এয়ারলাইন হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
আমি আমাদের গ্রুপে এয়ার ইন্ডিয়ার সকল কর্মীদের আন্তরিকভাবে স্বাগত জানাই, এবং একসাথে কাজ করার জন্য উন্মুখ।” – এন. চন্দ্রশেকরন, চেয়ারম্যান টাটা সন্স।

এয়ার ইন্ডিয়া তরফ থেকে টুইটারে লেখা হয়েছে, “টাটা গ্রুপের অংশ হিসাবে এয়ার ইন্ডিয়ার জন্য একটি একেবারে নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে৷
দুটি আইকনিক নাম শ্রেষ্ঠত্বের যাত্রা শুরু করতে একত্রিত হয়েছে।
আমাদের সমৃদ্ধ উত্তরাধিকার এবং আমাদের জাতিকে পরিবেশন করার জন্য একটি ভাগ করা মিশন দ্বারা উচ্চ চালিত হওয়ার জন্য উন্মুখ।”

Twitter Credit- Air India

আরো পড়ুন- পদ্ম সম্মান তালিকা ২০২২: ১২৮ জনের নাম ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার

এয়ার ইন্ডিয়া অফিশিয়ালি টাটা গ্রুপের হাতে হস্তান্তর হবার পরই এয়ার ইন্ডিয়া প্লেনের ককপিটে বার্তায় পরিবর্তন আনা হয়েছে সেখানে বলা হয়েছে, “প্রিয় অতিথিবৃন্দ, এই ঐতিহাসিক উড়ানে স্বাগত জানাই, যা একটি বিশেষ অনুষ্ঠানকে চিহ্নিত করে। আজ, এয়ার ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে সাত দশক পর আবার টাটা গ্রুপের অংশ হয়ে উঠেছে। এয়ার ইন্ডিয়ার ভবিষ্যতে স্বাগতম।”

Previous articleবিশ্বের সবচেয়ে বড় কালো হিরে: দ্য এনিগমা
Next articleপৃথিবীর সবচেয়ে বয়স্ক কচ্ছপ -১৯০ বছর, সবচেয়ে প্রাচীনতম কচ্ছপ
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply