এয়ার ইন্ডিয়া কিনতে চলেছে TATA group। চলছে শেষ প্রস্তুতি

এয়ার ইন্ডিয়া ভারতের একটি রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা যা বহুদিন ধরেই লসে রান করছিল। 2017 সালে কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণ কে অনুমোদন দেয় এবং এয়ারলাইন টির বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু হয়। 2018 সালের মার্চ মাসে এয়ার ইন্ডিয়ার 76% শেয়ার বিক্রির বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু সেই সময় কোন সংস্থা এই বিমান সংস্থা কে কেনার ব্যাপারে আগ্রহ দেখায়নি। এরপর 2019 সালের শেষের দিকে ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে এয়ার ইন্ডিয়ার 100% বিক্রি করে দেওয়া হবে। 2021 সালের অক্টোবর মাস পর্যন্ত এয়ার ইন্ডিয়ার জন্য বিড(Bid) করার শেষ সময় রয়েছে।

আরো পড়ুন- সাইরাস মিস্ত্রি কে সরানো সঠিক। সর্বোচ্চ আদালতে জয় টাটা গোষ্ঠীর

ভারতের বিভিন্ন নিউজ ওয়েবসাইট অনুসারে টাটা গ্রুপের সঙ্গে সরকারের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। বিশেষ কিছু সমস্যার সমাধান হলেই এয়ার ইন্ডিয়া কিনে নেবে টাটা গ্রুপ। TATA বিমান পরিসেবার জগতে নতুন নয়, তারা ইতিমধ্যে দুটি বিমান সংস্থা পরিচালনা করে 1.এয়ার এশিয়া 2.ভিস্তারা। ফলে এয়ার ইন্ডিয়া যদি টাটার অধীনে আসে তবে ভারতের বিমান পরিষেবায় ব্যবসায় টাটা আরো অগ্রসর করবে। তবে এখনও এই বিষয়টি স্পষ্ট নয় যে টাটা এয়ার ইন্ডিয়া কে আলাদা ভাবে পরিচালনা করবে না তাদের বাকি দুটি বিমান সংস্থার সঙ্গে মার্জ করবে।

আরো পড়ুন- বন্ধ হয়ে গেল কোরিয়ান স্মার্টফোন সংস্থা LG

2007 সালে এয়ার ইন্ডিয়া ইন্ডিয়ান এয়ারলাইন্স এর সঙ্গে সমঝোতা করার পর সেরকম লাভ করতে পারেনি। সেই থেকেই মন্দা শুরু হয় এয়ার ইন্ডিয়ার ব্যবসায়, ধীরে ধীরে ঋণের বোঝা বাড়াতে থাকে সংস্থার উপর। এরপরই 100% বিক্রি করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

“এয়ার ইন্ডিয়া কিনতে চলেছে TATA group। চলছে শেষ প্রস্তুতি”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন