এয়ার ইন্ডিয়া নিয়োগ 2023, বেতন 60000, শূন্যপদ, যোগ্যতা, দেখুন বিশদে

এয়ার ইন্ডিয়া নিয়োগ 2023: ভারতের এয়ার ইন্ডিয়া তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ২৩ টি শূন্য পদে ট্রেনিং ইন্সট্রাক্টর নিয়োগ হবে। মোটা অংকের বেতন দেওয়া হচ্ছে এই পদে, নিচে দেওয়া শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি দেখে আপনি এই পদে আবেদন করতে পারেন। অফলাইনে আবেদন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ডাউনলোড করে সঠিক ঠিকানায় পাঠাতে হবে 26-04-2023 তারিখের পূর্বে। এটি একটি ইঞ্জিনিয়ারিং চাকরি যারা বিটেক পাশ করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন অবশ্যই এর সঙ্গে অভিজ্ঞতা বাধ্যতামূলক। নিচে অফিসিয়াল ওয়েবসাইট, কিভাবে আবেদন করতে হবে ও নোটিফিকেশন দেওয়া আছে।

এয়ার ইন্ডিয়া নিয়োগ 2023

নিয়োগAIESL
পোস্টট্রেনিং ইন্সট্রাক্টর
শূন্যপদ23
আবেদন পদ্ধতিঅফলাইন
স্থানকলকাতা, মুম্বাই, দিল্লি
শেষ তারিখ26/04/2023
ওয়েবসাইটaiesl.in

এয়ার ইন্ডিয়া নিয়োগ 2023: তারিখ

KMC নিয়োগতারিখ
আবেদন শুরু05-04-2023
আবেদন শেষ26-04-2023

এয়ার ইন্ডিয়া নিয়োগ: শূন্যপদের বিবরণ

ট্রেনিং ইন্সট্রাক্টর– 23 ২৩ টি শূন্যপদ

এয়ার ইন্ডিয়া নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা

  • BE, B.Tech পাস করে থাকতে হবে অথবা এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার লাইসেন্স থাকতে হবে।
  • 3 বছরের অভিজ্ঞতা বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

এয়ার ইন্ডিয়া নিয়োগ 2023: বয়স

35 বছরের নিচে বয়স হতে হবে।

এয়ার ইন্ডিয়া নিয়োগ: বেতন

ট্রেনিং ইন্সট্রাক্টর- 45,000 থেকে 60,000

এয়ার ইন্ডিয়া নিয়োগ নিয়োগ প্রক্রিয়া

কোন অনলাইন বা লিখিত পরীক্ষা হবে না।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

এয়ার ইন্ডিয়া নিয়োগ 2023: আবেদন মূল্য

আবেদনের জন্য কোন আবেদন মূল্য লাগবে না।

কিভাবে আবেদন করতে হবে

  • আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবেন।
  • প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে aiesl.in
  • এরপর আপনাকে Career অপশনে যেতে হবে।
  • এরপর এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে।
  • অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে এই ফর্মটি দেওয়া আছে যা আপনারা আমাদের এই পোষ্টের নিচে পেয়ে যাবেন।
  • ফর্মটিতে সঠিক তথ্য দ্বারা সম্পন্ন করবেন, আপনার নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন ও সিগনেচার করবেন।
  • প্রয়োজনীয় নথিপত্র ফর্মের সাথে লাগিয়ে দেবেন যেমন বায়োডাটা, সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট।
  • এরপর আবেদন পত্রটি নিচের দেওয়া ঠিকানায় স্পীড পোস্টে পাঠিয়ে দিতে হবে, 26 এপ্রিলের পূর্বে।
  • ঠিকানা- AI Engineering Services Limited, Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport, Complex, Aurobindo Marg, New Delhi – 110003.

নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Leave a Reply