এয়ার ইন্ডিয়া নিয়োগ ২০২৩: মাধ্যমিক, গ্রাজুয়েশন, ডিপ্লোমা, বিটেক ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

এয়ার ইন্ডিয়া নিয়োগ ২০২৩: ভারতের এয়ার ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ৪৮০ জন এক্সিকিউটিভ, জুনিয়র অফিসার, ম্যানেজার নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন, ডিপ্লোমা, বিটেক ইত্যাদি ছেলেমেয়েরা এই নিয়োগে আবেদন করতে পারবে। আবেদন করার পূর্বে অবশ্যই শূন্য পদের বিবরণ, বয়স, বেতন, নির্বাচন প্রক্রিয়া ও কিভাবে আবেদন করতে হবে অবশ্যই একবার দেখে নেবেন। কোন লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও ইন্টারভিউ স্থান এই পোস্টের নিচে পেয়ে যাবেন।

নিয়োগএয়ার ইন্ডিয়া
বিভাগটাটা গ্রুপ
পোস্টএক্সিকিউটিভ, জুনিয়র অফিসার, ম্যানেজার
শূন্যপদ৪৮০
আবেদন পদ্ধতিইন্টারভিউ
স্থানমুম্বাই
শেষ তারিখ২৬,২৯ মে
ওয়েবসাইটaiasl.in

এয়ার ইন্ডিয়া নিয়োগ ২০২৩: তারিখ

BEML নিয়োগতারিখ
আবেদন শুরু১১-০৫-২০২৩
আবেদন শেষ৩০-০৫-২০২৩

এয়ার ইন্ডিয়া নিয়োগ ২০২৩: শূন্যপদের বিবরণ

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, প্যারামেডিকেল০৫
জুনিয়র কাস্টমার সার্ভিস১০০
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ১৬৫
সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ৫০
জুনিয়র অফিসার কার্গো০৯
ডিউটি অফিসার কার্গো১০
ডিউটি ম্যানেজার কার্গো০৭
ডেপুটি টার্মিনাল ম্যানেজার কার্গো০২
টার্মিনাল ম্যানেজার কার্গো০১
ডিউটি অফিসার প্যাসেঞ্জার০৫
প্যাসেঞ্জার ডেপুটি টার্মিনাল ম্যানেজার০৩
প্যাসেঞ্জার টার্মিনাল ম্যানেজার০১
রাম্প ড্রাইভার৩০
রাম্প সার্ভিস এক্সিকিউটিভ৩০
সিনিয়র র‍্যাম সার্ভিস এক্সিকিউটিভ১৫
মেনটেনেন্স, জুনিয়র সুপারভাইজার১২
মেনটেনেন্স, সিনিয়র সুপারভাইজার২৪
মেনটেনেন্স, ডেপুটি সুপারভাইজার০৮
মেনটেনেন্স, ম্যানেজার রাম্প ০৩

এয়ার ইন্ডিয়া নিয়োগ: শিক্ষাগত যোগ্যতা

রাম্প ড্রাইভার- দশম শ্রেণী পাস, HMV ড্রাইভিং লাইসেন্স।
কাস্টমার এক্সিকিউটিভ- গ্রেজুয়েশন পাস।
ম্যানেজার, সুপারভাইজার- গ্রাজুয়েট বা BE, B.tech, ডিপ্লোমা, এমবিএ সঙ্গে কাজের অভিজ্ঞতা।
রাম্প এক্সিকিউটিভ- আইটিআই পাস ও HMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
জুনিয়র কাস্টমার সার্ভিস- মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস।
প্যারামেডিকেল- বিএসসি নার্সিং অথবা গ্রাজুয়েট সম্পূর্ণ করে থাকতে হবে সঙ্গে নার্সিং ডিপ্লোমা করে থাকতে হবে।
জুনিয়র অফিসার- গ্রাজুয়েট সঙ্গে এমবিএ সম্পন্ন করে থাকতে হবে।
এই নিয়োগে বিভিন্ন রকমের পদ রয়েছে সেই কারণে আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন একবার অবশ্যই দেখুন।

এয়ার ইন্ডিয়া নিয়োগ ২০২৩: বয়স

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, প্যারামেডিকেল২৮
জুনিয়র কাস্টমার সার্ভিস২৮
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ২৮
সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ৩৫
জুনিয়র অফিসার কার্গো৩৫
ডিউটি অফিসার কার্গো৫০
ডিউটি ম্যানেজার কার্গো৫৫
ডেপুটি টার্মিনাল ম্যানেজার কার্গো৫৫
টার্মিনাল ম্যানেজার কার্গো৫৫
ডিউটি অফিসার প্যাসেঞ্জার৫০
প্যাসেঞ্জার ডেপুটি টার্মিনাল ম্যানেজার৫৫
প্যাসেঞ্জার টার্মিনাল ম্যানেজার৫৫
রাম্প ড্রাইভার৩০
রাম্প সার্ভিস এক্সিকিউটিভ২৮
সিনিয়র র‍্যাম সার্ভিস এক্সিকিউটিভ৩৫
মেনটেনেন্স, জুনিয়র সুপারভাইজার২৮
মেনটেনেন্স, সিনিয়র সুপারভাইজার৫৫
মেনটেনেন্স, ডেপুটি সুপারভাইজার৫৫
মেনটেনেন্স, ম্যানেজার রাম্প ৫৫

এয়ার ইন্ডিয়া নিয়োগ ২০২৩: বেতন

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, প্যারামেডিকেল২৫,৯৮০
জুনিয়র কাস্টমার সার্ভিস২৩,৬৪০
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ২৫,৯৮০
সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ২৬,৯৮০
জুনিয়র অফিসার কার্গো২৮,০০০
ডিউটি অফিসার কার্গো৩২,০০০
ডিউটি ম্যানেজার কার্গো৪৫,০০০
ডেপুটি টার্মিনাল ম্যানেজার কার্গো৬০,০০০
টার্মিনাল ম্যানেজার কার্গো৭৫,০০০
ডিউটি অফিসার প্যাসেঞ্জার৩২,০০০
প্যাসেঞ্জার ডেপুটি টার্মিনাল ম্যানেজার৬০,০০০
প্যাসেঞ্জার টার্মিনাল ম্যানেজার৭৫,০০০
রাম্প ড্রাইভার২৩,৬৪০
রাম্প সার্ভিস এক্সিকিউটিভ২৫,৯৮০
সিনিয়র র‍্যাম সার্ভিস এক্সিকিউটিভ২৬,৯৮০
মেনটেনেন্স, জুনিয়র সুপারভাইজার২৮,০০০
মেনটেনেন্স, সিনিয়র সুপারভাইজার৪৫,০০০
মেনটেনেন্স, ডেপুটি সুপারভাইজার৬০,০০০
মেনটেনেন্স, ম্যানেজার রাম্প ৭৫,০০০

এয়ার ইন্ডিয়া নিয়োগ: নিয়োগ প্রক্রিয়া

  • কোন লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
  • ইন্টারভিউ ঠিকানা কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইত্যাদি বিষয় জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

এয়ার ইন্ডিয়া নিয়োগ: আবেদন মূল্য

  • জেনারেল, ওবিসি- ৫০০ টাকা
  • SC, ST, PWD- কোন আবেদন মূল্য লাগবে না

কিভাবে আবেদন করতে হবে ?

  • আবেদনকারী অফিসিয়াল ওয়েবসাইটে aiasl.in গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে, এছাড়া এই পোস্টের নিচে পেয়ে যাবেন।
  • এরপর সঠিক তথ্য দ্বারা ফর্ম টি সম্পন্ন করবেন।
  • যে সমস্ত ডকুমেন্ট ফরমের সাথে দিতে হবে সেগুলি দেবেন ফটোকপি।
  • অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে।

ইন্টারভিউ তারিখ- ২৫ মে থেকে ৩০ মে ২০২৩।

ইন্টারভিউ সময়- সকাল ৯.৩০ থেকে দুপুর ১২.৩০।

ইন্টারভিউ ঠিকানা- GSD complex near, Sahar police station, CSMI airport, terminal 2, gate no 5, Sahar, Andheri East, Mumbai.

নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Leave a Reply