৪৩ লক্ষ গ্রাহক হারালো এয়ারটেল

৪৩ লক্ষ গ্রাহক হারালো এয়ারটেল

একটি বড় তথ্য সামনে আনলো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। ২০২১ সালের মে মাসে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নেটওয়ার্ক সংস্থা এয়ারটেল প্রায় ৪৩ লক্ষের বেশি গ্রাহক হারিয়েছে। এয়ারটেল ছাড়াও ভোডাফোন-আইডিয়া প্রায় ৪২ লক্ষ গ্রাহক হারিয়েছে। কিন্তু অন্যদিকে রিলায়েন্স জিও কোম্পানিতে ৩৫ লক্ষ নতুন গ্রাহক জুড়েছেন এই মে মাসে।

কিন্তু হঠাৎ এই গ্রাহকসংখ্যা পরিবর্তনের কারণ কি। প্রসঙ্গত ২০২০ সালের জুন মাসের পর থেকে এয়ারটেলের গ্রাহক সংখ্যা কখনো কমেনি। সম্প্রতি এয়ারটেল তাদের প্রিপেইড প্ল্যানে কিছু বদল করেছে, তাদের সর্বনিম্ন প্রিপেইড প্লান ছিল পূর্বে ৪৮ টাকা। কিন্তু ৩১ জুলাই এর পর থেকে এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের জন্য সর্বনিম্ন রিচার্জ মূল্য হতে চলেছে ৭৯ টাকা। অবশ্য সুবিধা এই প্লানে যথেষ্ট বেশি থাকবে।

গ্রাহক সংখ্যার বিচারে বর্তমান ভারতের নেটওয়ার্ক সংস্থা, অ্যাক্টিভ গ্রাহকদের বিচারে (Wireless operators)

  • রিলায়েন্স জিও- ৩৩৭ মিলিয়ন
  • ভারতীয় এয়ারটেল- ৩৪১ মিলিয়ন
  • ভোডাফোন আইডিয়া- ২৪৬ মিলিয়ন
  • বিএসএনএল- ৬০ মিলিয়ন

আরো পড়ুন- মাইক্রোম্যাক্সের নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, কিন্তু কবে?

গ্রাহক সংখ্যার বিচারে বর্তমান ভারতের নেটওয়ার্ক সংস্থা, অ্যাক্টিভ গ্রাহকদের বিচারে (Wired operators)

  • বিএসএনএল- ১০.৫৫
  • ভারতীয় এয়ারটেল- ৪.৮৪
  • রিলায়েন্স জিও- ৩.৭০
  • টাটা টেলিসার্ভিস- ১.৬১
  • ভোডাফোন আইডিয়া- ০.৫৩

২০২১ মে মাসের বিচারের ভারতীয় এয়ারটেল সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা হারিয়েছে যেখানে রিলায়েন্স জিও ঠিক সেই তুলনায় গ্রাহকসংখ্যা নিজেদের সাথে জুড়েছে এবং ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা ক্রমাগত কমছে। উপরে উল্লেখিত সমস্ত তথ্য TRAI দ্বারা সংগৃহীত।

Previous articleধোনি ও শ্রেয়াস আইয়ার কে ফুটবল খেলতে দেখে আফসোস করছেন বিরাট কোহলি
Next articleটেস্ট সিরিজের পূর্বে কোহলি, শাস্ত্রী কে টোটকা VVS লক্ষণের, কি বললেন তিনি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply