বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম: পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আজ ভারতবর্ষের অধীনে। গুজরাটের আমেদাবাদ ক্রিকেট স্টেডিয়াম বা মোতেরা স্টেডিয়াম আজ সারা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ও ক্রিকেট ইতিহাসের দর্শক আসন বিশিষ্ট বৃহত্তম স্টেডিয়ামের তালিকায় ১ নম্বর। স্টেডিয়ামটির পুরো নাম দেওয়া হয়েছে “সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়াম“। পরবর্তীকালে নাম পরিবর্তন করে রাখা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের মোট আসন সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার।
১৯৮৩ সালে গুজরাটে প্রথম স্টেডিয়ামটি তৈরি হয়। তখন স্টেডিয়ামটির নাম ছিল ‘গুজরাট স্টেডিয়াম‘ ২০০৬ সালে প্রথমবার স্টেডিয়ামটি সংস্করনের পর দর্শন আসন সংখ্যা হয় ৫৪ হাজার। ২০১৫ সালে স্টেডিয়ামটির পূনঃনির্মাণের জন্য বন্ধ করে দেয়া হয় ও ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে স্টেডিয়ামটি পূনঃনির্মাণ সম্পন্ন হয়।
স্টেডিয়ামটি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন এর অধীনে রয়েছে। আমেদাবাদ ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে খরচ হয়েছে ৮০০ কোটি টাকা। স্টেডিয়ামটি তৈরি করতে সময় লেগেছে ৩ বছর। স্টেডিয়ামটির নির্মাণকারী সংস্থা হল ‘লারসেন ও টুব্রো’ (Larsen & Toubro)। স্টেডিয়ামটি মোট ৬৩ একর জমিতে নির্মাণ করা হয়েছে। স্টেডিয়ামটিতে প্রবেশ করার জন্য মোট ৩ টি প্রবেশদার আছে।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম: বিবরণ

নাম | নরেন্দ্র মোদি স্টেডিয়াম |
আগের নাম | মোতেরা ক্রিকেট স্টেডিয়াম |
শহর | আমেদাবাদ |
রাজ্য | গুজরাট |
দেশ | ভারত |
বোর্ড | গুজরাট ক্রিকেট এসোসিয়েশন |
Read More, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী
পৃথিবীর বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম

স্টেডিয়ামটির নকশা এমনভাবে করা হয়েছে যাতে দর্শকদের খেলা দেখার জন্য কোন অসুবিধা না হয়। সেই কারণে এর সামনের দিকে কোন পিলার নেই। এখানে মোট ৯ টা পিচ তৈরি করা হয়েছে খেলার জন্য। অস্ট্রেলিয়ান ঘাসের পদ্ধতিতে নতুন ঘাস লাগানো হয়েছে। বৃষ্টি বা স্টেডিয়ামে ব্যবহৃত জল যাতে অপচয় না হয় তার ব্যবস্থা করা হয়েছে এবং পুনরায় সেই জল স্টেডিয়াম এর কাজে ব্যবহার করার ব্যাবস্থাও আছে।
নরেন্দ্র মোদি স্টেডিয়াম এর প্রত্যেকটি স্ট্যান্ডে খাবার ও চিকিৎসার ব্যবস্থা আছে। খেলোয়াড়দের অনুশীলনের জন্য স্টেডিয়ামের ভেতরে ও বাইরে আলাদা ব্যবস্থা করা আছে। গোস্ট গৃহ(club house) ছাড়াও আরও ৪০ ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে। একটা বড় সুইমিং পুল, বড় যানবাহন পার্কিংয়ের জায়গা ও আমেদাবাদ থেকে স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবা উপলব্ধ রয়েছে।
ভারতের অন্যান্য স্টেডিয়ামের মতো কোনো বাতিস্তম্ভ নেই এই স্টেডিয়ামে। আমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামের বাতি স্টেডিয়ামের ছাদের সঙ্গে লাগানো হয়েছে। এই বাতি নেদারল্যান্ড থেকে আনা হয়েছে। এই বাতি রাতের বেলায় খেলার জন্য যথেষ্ট উপযোগী। মাঠের ভেতরে বাতির প্রভাবে কোন ছায়া পরবেনা। কোন খেলোয়ার যদি ক্রিকেট বল ক্যাচ ধরতে যায় তবে বাতির কোনো প্রভাব পড়বে না তার চোখের উপরে।
স্টেডিয়ামে মোট ৭৫ টি ভি-আই-পি ঘর আছে। যা সম্পূর্ণভাবে এসি এবং অন্যান্য সুবিধায় পরিপূর্ণ। আমেদাবাদ ক্রিকেট স্টেডিয়াম এর পূর্বে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। যার দর্শক আসন সংখ্যা ১ লক্ষ্য। বলা যেতেই পারে আমেদাবাদ ক্রিকেট স্টেডিয়াম শুধু একটি স্টেডিয়াম নয় এটি ভারতবর্ষের একটি গৌরবের প্রতীক।
Read More, আইপিএল দলের মালিকরা কিভাবে আয় করে 2023
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম: গুরুত্বপূর্ণ তথ্য

আসন সংখ্যা | ১৩২,০০০ |
মাঠের আয়তন | ১৬০×১২০ মিটার |
রেকর্ড দর্শক সংখ্যা | ১০১,৫৬৬ |
প্রথম নির্মাণ | ১৯৮৩ সাল |
পুনর্নির্মাণ | ২০২০ |
পুনর্নির্মাণ খরচ | ৮০০ কোটি টাকা |
নির্মাণ কোম্পানি | Larsen & Toubro |
ওয়েবসাইট | gujaratcricketassociation.com |
এই আমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলা হয়েছিল ১২ই নভেম্বর ১৯৮৩ সালে, প্রথম দিনের খেলাটি হয় ১৯৮৪ সালের ৫ই অক্টোবর এবং প্রথম একটি মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলাটি হয়েছে ২৮শে ডিসেম্বর ২০১২ সালে। স্টেডিয়ামটির উদ্বোধনের পর এখনো পর্যন্ত কোন ক্রিকেট খেলা আয়োজন করা হয়নি। এই মাঠে সুনীল গাভাস্কার টেস্ট ম্যাচে ১০ হাজার রান সমপূর্ণ করে, শচীন টেন্ডুলকার একদিনের ক্রিকেটে ১৮ হাজার রান সমপূর্ণ করে। এখনো পর্যন্ত সব মিলিয়ে বিশ্বকাপের মোট ৫টি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে অন্যতম ২০১১ তে ভারত অস্ট্রেলিয়া কোয়াটার ফাইনাল, যেখানে ভারত অস্ট্রেলিয়া কে পরাজিত করেছিল। আন্তর্জাতিক বিভিন্ন খবরের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।
FAQ: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি?
Rungrado 1st of May Stadium হলো বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম যার আসন সংখ্যা প্রায় ১ লক্ষ ৫০ হাজার।
বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় স্টেডিয়াম কোনটি?
নরেন্দ্র মোদি স্টেডিয়াম, গুজরাট, ভারতে অবস্থিত স্টেডিয়ামটি বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ স্টেডিয়াম যার আসন সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার।
[…] […]