বিরাট কোহলি কে কোলে তোলার চেষ্টা করলেন অনুষ্কা শর্মা। দেখুন সেই ভিডিও

বিরাট কোহলি কে কোলে তোলার চেষ্টা করলেন অনুষ্কা শর্মা

সম্প্রতি অনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে, যেখানে দেখা যাচ্ছে তিনি বিরাট কোহলি কে পেছন থেকে ধরে উপরে তোলার চেষ্টা করছে। ভিডিওটি শেয়ার হতেই মুহূর্তে সেটি ভাইরাল হয়, নিচে ভিডিওটি দেওয়া হলো।

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা একটি বিজ্ঞাপনের ফটোশুটে এই ভিডিও করা হয়। ইনস্টাগ্রামে শেয়ার করার পর ভিডিওর ক্যাপশনে অনুষ্কা শর্মা লেখেন, “আমি কি এটা করতে পারব”। এখানে অনুষ্কা বোঝাতে চেয়েছেন আমি কি বিরাটকে তুলতে পারব। প্রথমবারে না হলেও দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি বিরাট কোহলিকে ওপরে তুলতে পেরেছেন।

Instagram source- Anushka Sharma

আরো পড়ুন- বলিউডে অভিষেক হচ্ছে শানায়া কাপুর। ঘোষণা করল করণ জোহর

এই দুই জন স্টার সেলিব্রেটির বিবাহ হয় 2017 সালে এবং কিছুদিন আগেই কন্যা সন্তান হয় তাদের। যার নাম তারা দিয়েছেন ভামিকা। বিরুষ্কার খুনসুটি নতুন নয় বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে টিভি শো বা বিজ্ঞাপনের ভিডিও গুলিতে সেগুলি ধরা পড়েছে।

বর্তমানে আইপিএল খেলার জন্য বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে রয়েছেন চেন্নাইতে। চেন্নাই এবার RCB এর ঘরের মাঠ সমগ্র আইপিএলে। আগামী 9 এপ্রিল আইপিএলের প্রথম ম্যাচেই RCB পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে মাঠে নামবে।

Previous articleনৌসেনার উপর আক্রমণ রুখতে DRDO এর নয়া প্রযুক্তি
Next articleKKR ও CSK এর সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply