আসাম রাইফেল নিয়োগ 2023 পোষ্ট 616

আসাম রাইফেল নিয়োগ 2023 পোষ্ট 616

আসাম রাইফেল নিয়োগ 2023, Assam rifle recruitment 2023 post 616 in bengali: সম্প্রতি আসাম রাইফেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ট্রেডসম্যান ও টেকনিক্যাল পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ের জন্য নিবন্ধটি সম্পন্ন করুন।

আসাম রাইফেল নিয়োগ 2023 পোষ্ট 616

নিয়োগআসাম রাইফেল
পোস্টটেকনিক্যাল ও ট্রেডসম্যান
শূন্যপদ616
আবেদন পদ্ধতিঅনলাইন
যোগ্যতা10/12 শ্রেণী
স্থাননর্থ-ইস্ট
আবেদনের তারিখ17-02-2023
শেষ তারিখ19-03-2023
ওয়েবসাইটassamrifles.gov.in

আসাম রাইফেল নিয়োগ 2023: তারিখ

আবেদন শুরুর তারিখ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
আবেদন শেষের তারিখ১৯ মার্চ, ২০২৩

আরো পড়ুন- কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ পোষ্ট – দেখুন বিশদে

আরো পড়ুন- IDBI ব্যাংকে চাকরি ১১৪, শূন্যপদ, যোগ্যতা, শেষ তারিখ দেখে নিন

আসাম রাইফেল নিয়োগ 2023: শূন্যপদ

616 গ্রুপ বি ও গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে স্টেটসম্যান ও টেকনিক্যাল পদে।

আসাম রাইফেল নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতার বিষয় বিশদে জানার জন্য অফিসার বিজ্ঞপ্তিটি বিশদে পড়বেন।

আসাম রাইফেল নিয়োগ 2023: বয়স

18 থেকে 23 বছর, তবে এই নিয়োগে বিভিন্ন পোস্টের জন্য ভিন্ন বয়সের উল্লেখ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা সেটা বিশদে দেখতে পারবেন।

আসাম রাইফেল নিয়োগ 2023: আবেদন মূল্য

  • গ্রুপ বি- 200
  • গ্রুপ সি- 100

SBI- 37088046712 এই অ্যাকাউন্ট নম্বরে HQ DGAR Recruitment Branch, Shillong-10 at SBI Laitkor Branch, IFSC Code- SBIN0013883 আবেদন মূল্য জমা দিতে হবে।

তপশিলি জাতি / উপজাতি, মহিলা ও অবসরপ্রাপ্ত কর্মীদের কোন আবেদন মূল্য লাগবে না।

আসাম রাইফেল নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • Physical standard test
  • Physical efficiency Test
  • লিখিত পরীক্ষা
  • ট্রেড স্কিল টেস্ট
  • মেডিকেল পরীক্ষা

Physical efficiency Test

সারা ভারত

পুরুষ- 5 কিমি
মহিলা- 1.6 কিমি

লাদাখের বাসিন্দা

পুরুষ- 1.6 কিমি
মহিলা- 800 মিটার

কিভাবে আবেদন করবেন?

  1. প্রথমে এই নিবন্ধটি সম্পূর্ণ পড়ে নেবেন।
  2. এরপর অফিশিয়াল ওয়েবসাইটে assamrifles.gov.in যাবেন।
  3. এরপর কেরিয়ার অপশনে ক্লিক করবেন।
  4. এরপর ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2023 অপশনে যাবেন।
  5. এরপর রেজিষ্টেশন করবেন এবং পরবর্তী ধাপ গুলি সম্পূর্ণ করবেন।

নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Previous articleভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাংক নিয়োগ 2023 পোস্ট 41
Next articleহিন্দুস্তান কপার লিমিটেড নিয়োগ 2023 – পোস্ট 24 আবেদন করুন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply