আসাম রাইফেল নিয়োগ 2023, Assam rifle recruitment 2023 post 616 in bengali: সম্প্রতি আসাম রাইফেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ট্রেডসম্যান ও টেকনিক্যাল পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ের জন্য নিবন্ধটি সম্পন্ন করুন।
আসাম রাইফেল নিয়োগ 2023 পোষ্ট 616
নিয়োগ | আসাম রাইফেল |
পোস্ট | টেকনিক্যাল ও ট্রেডসম্যান |
শূন্যপদ | 616 |
আবেদন পদ্ধতি | অনলাইন |
যোগ্যতা | 10/12 শ্রেণী |
স্থান | নর্থ-ইস্ট |
আবেদনের তারিখ | 17-02-2023 |
শেষ তারিখ | 19-03-2023 |
ওয়েবসাইট | assamrifles.gov.in |
আসাম রাইফেল নিয়োগ 2023: তারিখ
আবেদন শুরুর তারিখ | ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ |
আবেদন শেষের তারিখ | ১৯ মার্চ, ২০২৩ |
আরো পড়ুন- কলকাতা মেট্রো রেল নিয়োগ ১২৫ পোষ্ট – দেখুন বিশদে
আরো পড়ুন- IDBI ব্যাংকে চাকরি ১১৪, শূন্যপদ, যোগ্যতা, শেষ তারিখ দেখে নিন
আসাম রাইফেল নিয়োগ 2023: শূন্যপদ
616 গ্রুপ বি ও গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে স্টেটসম্যান ও টেকনিক্যাল পদে।
আসাম রাইফেল নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতার বিষয় বিশদে জানার জন্য অফিসার বিজ্ঞপ্তিটি বিশদে পড়বেন।
আসাম রাইফেল নিয়োগ 2023: বয়স
18 থেকে 23 বছর, তবে এই নিয়োগে বিভিন্ন পোস্টের জন্য ভিন্ন বয়সের উল্লেখ করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা সেটা বিশদে দেখতে পারবেন।
আসাম রাইফেল নিয়োগ 2023: আবেদন মূল্য
- গ্রুপ বি- 200
- গ্রুপ সি- 100
SBI- 37088046712 এই অ্যাকাউন্ট নম্বরে HQ DGAR Recruitment Branch, Shillong-10 at SBI Laitkor Branch, IFSC Code- SBIN0013883 আবেদন মূল্য জমা দিতে হবে।
তপশিলি জাতি / উপজাতি, মহিলা ও অবসরপ্রাপ্ত কর্মীদের কোন আবেদন মূল্য লাগবে না।
আসাম রাইফেল নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া
- Physical standard test
- Physical efficiency Test
- লিখিত পরীক্ষা
- ট্রেড স্কিল টেস্ট
- মেডিকেল পরীক্ষা
Physical efficiency Test
সারা ভারত
পুরুষ- 5 কিমি
মহিলা- 1.6 কিমি
লাদাখের বাসিন্দা
পুরুষ- 1.6 কিমি
মহিলা- 800 মিটার
কিভাবে আবেদন করবেন?
- প্রথমে এই নিবন্ধটি সম্পূর্ণ পড়ে নেবেন।
- এরপর অফিশিয়াল ওয়েবসাইটে assamrifles.gov.in যাবেন।
- এরপর কেরিয়ার অপশনে ক্লিক করবেন।
- এরপর ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2023 অপশনে যাবেন।
- এরপর রেজিষ্টেশন করবেন এবং পরবর্তী ধাপ গুলি সম্পূর্ণ করবেন।
নোটিফিকেশন | CLICK HERE |
আবেদন করুন | CLICK HERE |
অফিসিয়াল ওয়েবসাইট | CLICK HERE |