আর খেলবে না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিংস, দেশে ফিরে যাচ্ছেন তিনি

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০২৩: মার্চের ১ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলতে পারবেনা। এদের মধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিংস কে দেশে ফিরে যেতে হচ্ছে। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে। প্যাট কামিন্সের পরিবারের অসুস্থতার কারণে তাকে দেশে ফিরে যেতে হচ্ছে। তবে তৃতীয় টেস্ট ম্যাচের পূর্বে তার ফিরে আসার সম্ভাবনা ছিল কিন্তু বর্তমান রিপোর্টে বলা হচ্ছে তিনি সম্ভবত শেষ দুটির টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচেও খেলতে পারবে না।

প্যাট কামিংসের তরফ থেকে বলা হয়েছে, তার মায়ের অসুস্থতার কারণে তিনি সিরিজের বাদবাকি ম্যাচগুলি খেলতে পারবেনা। প্রসঙ্গত অস্ট্রেলিয়া প্রথম দুটি টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে। এছাড়া দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডেভিড ওয়ার্নার চোটের কারণে দেশে ফিরে গেছেন।

যে খেলোয়াড় গুলি খেলতে পারবে না তৃতীয় টেস্ট ম্যাচ

  • প্যাট কামিন্স (মায়ের অসুস্থতা)
  • ডেভিড ওয়ার্নার (কনুইয়ের চোট)
  • ম্যাট রেনশো
  • অ্যাশটন আগর
  • জোশ হ্যাজেলউড (ইনজুরি)
  • টড মারফি (সাইড স্ট্রেন)

আরো পড়ুন- আইপিএল ২০২৩ নিলাম | Tata ipl 2023 auction in bengali

তৃতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার দল

স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, ল্যান্স মরিস, টড মারফি, মিচেল স্টার্ক, ম্যাট কুহনিম্যান।

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ও ওডিআই সিরিজ বাদবাকি ম্যাচের সময়সূচি

  1. 1-5মার্চ- ইন্দোরে তৃতীয় টেস্ট
  2. 9-13 মার্চ: আহমেদাবাদে চতুর্থ টেস্ট
  3. 17 মার্চ: মুম্বাইতে প্রথম ওডিআই
  4. 19 মার্চ: ভাইজাগে দ্বিতীয় ওডিআই
  5. 22 মার্চ: চেন্নাইয়ে তৃতীয় ওডিআই

Leave a Reply