মেট্রো রেল পিলার ভেঙে পড়লো: ‘আমি তোমাকে ১ কোটি দেব তুমি কি আমার মেয়ে ও নাতিকে ফিরিয়ে দেবে?’

মেট্রো রেল পিলার ভেঙে পড়লো: 'আমি তোমাকে ১ কোটি দেব তুমি কি আমার মেয়ে ও নাতিকে ফিরিয়ে দেবে?'

ব্যাঙ্গালোর মেট্রো রেল প্রজেক্ট: ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে মেট্রো রেল প্রজেক্ট এর কাজ চলছে। এই মেট্রোরেল প্রজেক্ট এর কাজ চলাকালিন ঘটে গেল এক দুর্ঘটনা। মঙ্গলবার ব্যাঙ্গালোরে মেট্রো রেল প্রজেক্ট এর একটি পিলার ভেঙে মৃত্যু হলো দুজনের। একজন মা যার বয়স ২৮ ও তার ছেলে যার বয়স ৩ স্কুটিতে করে প্রজেক্ট সাইটের কাছ দিয়ে যাচ্ছিল। সেই সময় একটি পিলার ভেঙে তাদের গায়ের উপর পড়ে।

এরপরই ব্যাঙ্গালোর মেট্রো রেল কর্পোরেশন দূর্ঘটনাগ্রস্তদের পরিবারকে ২০ লক্ষ টাকা ও কর্ণাটক সরকার ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত মেয়ের বাবা ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছেন তিনি সংবাদ মাধ্যমে বলেছেন,
“আমার তাদের ক্ষতিপূরণের প্রয়োজন নেই। আমি তাদের ১ কোটি টাকা দেব। সরকার কি আমার মেয়ে ও নাতির জীবন ফিরিয়ে আনতে পারবেন? এটা টাকার সম্পর্কে না BMRCL এবং ঠিকাদার সংস্থার একটি স্পষ্ট ত্রুটি ছিল।”

আরো পড়ুন- গুগল কে ১৩৩৮ কোটি টাকার জরিমান ভারত সরকারের, কিন্তু কেন?

“ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করে জীবন বাঁচাতে সরকারের কাছে অনুরোধ করতে চাই। সরকারকে ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করতে হবে এবং কর্মকর্তাদেরও গ্রেপ্তার করতে হবে। সরকার কোনো কঠোর পদক্ষেপ না নিলে শতশত জনজীবন ঝুঁকির মুখে পড়বে। উচ্চ সময়, তার এটা করা উচিত।”- দুর্ঘটনাগ্রস্থ মেয়ের বাবা বলেছেন

কর্ণাটক সরকার জানিয়েছে, সংশ্লিষ্ট ঘটনায় কর্মরত প্রজেক্ট ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে থানায় এফআইআর নতিভুক্ত করা হয়েছে।

Previous articleYouTube Shorts: ইউটিউব শর্টস থেকেও করা যাবে ইনকাম, ইউটিউবের নয়া আপডেট
Next articleHero Xtreme 160R, ফিচারস, স্পেসিফিকেশন, মাইলেজ, বাজার মূল্য
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply