বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ ২০২৩

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ ২০২৩

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ: বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হলেন চন্ডিকা হাথুরুসিংহে। দ্বিতীয়বারের জন্য তিনি বাংলাদেশের প্রধান কোচ নিযুক্ত হন। পূর্বে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন। বর্তমানে তিনি ২০২৩ সাল থেকে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন। এবার আসুন জেনে নিন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ কে, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ ইত্যাদি। চন্ডিকা হাথুরুসিংহের ক্যারিয়ারের সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হল।

ক্রিকেটে প্রধান কোচের কাজ কি

ফুটবলে আমরা ম্যানেজার বা কোচ সম্পর্কে পরিচিত কিন্তু ফুটবল খেলায় একটি ক্লাব বা দেশের কোচের উপর সম্পূর্ণ খেলাটি নির্ভর করে কৌশলগত দিক দিয়ে। অন্যদিকে ক্রিকেটে প্রধান কোচের ভূমিকা অনেকটাই নগণ্য ক্রিকেট মাঠে অধিনায়ক ও তার সতীর্থ খেলোয়াড়দের প্রভাব মাঠের মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। যে কোন ক্রিকেট দলের একজন প্রধান কোচ দলকে নিয়ন্ত্রণ করতে পারে। গুরুত্বপূর্ণ পরামর্শ, স্ট্রাটেজি, ক্রিকেট খেলার পিচ কি রকম এই সমস্ত বিষয় প্রধান কোচ যাচাই করে থাকে। এছাড়া ক্রিকেট দলে সেরা ১১ তে কোন ক্রিকেটাররা খেলবে সেই নির্বাচনের দায়িত্ব প্রধান কোচের উপরে থাকে।

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ ২০২৩

চন্ডিকা হাথুরুসিংহে ২০২৩ সালের ৩১ জানুয়ারি থেকে পুনরায় দ্বিতীয়বারের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হন। এর পূর্বে ২০১৪-২০১৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধান কোচ ছিলেন। ২০১৭ সালে তিনি আচমকাই বাংলাদেশ ক্রিকেটের প্রধান কোচের পদ থেকে ইস্তফা দেন হাথুরুসিংহে। সংবাদমাধ্যমে গুজব রটে যে বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কের অবনতির জন্যই এই সিদ্ধান্ত নেন তিনি। অবসর নিয়ে তিনি ২০১৭ সালে ডিসেম্বর মাসে শ্রীলংকার প্রধান কোচ রুপে নিযুক্ত হন।

বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ ২০২৩
প্রধান কোচ- চন্ডিকা হাথুরুসিংহে
প্রধান কোচচন্ডিকা হাথুরুসিংহে
সহকারি কোচনিক পটাস
ফার্স্ট বোলিং কোচএলেন ডোনাল্ড
স্পিন বোলিং কোচরঙ্গনা হেরাথ
ফিল্ডিং কোচশেন ম্যাকডারমট
ফিজিওমুজাদ্দেন সানি

বাংলাদেশ ক্রিকেট দলের কোচের বেতন

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ২ কোটি টাকার কনট্রাকে চন্ডিকা হাথুরুসিংহ কে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন।

চন্ডিকা হাথুরুসিংহে (২০১৭-২০১৯)

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলংকার ক্রিকেটের প্রধান কোচের দায়িত্ব পালন করে। এরপর তাকে শ্রীলংকার প্রধান কোচের পথ থেকে অপসারিত করা হয় এবং তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচ নিযুক্ত হন।

চন্ডিকা হাথুরুসিংহে (২০২৩)

২০২৩ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের জন্য আবারো ডাক পান চন্ডিকা হাথুরুসিংহে। এরপরই তিনি নিউ সাউথ ওয়েলস এর সহকারী কোচের পথ থেকে ইস্তফা দেন এবং পুনরায় বাংলাদেশের কোচ নিযুক্ত হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিবৃতি দিয় জানানো হয় যে ২ বছরের কন্টাকে চন্ডিকা হাথুরুসিংহ কে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন যে, “চন্ডিকার জ্ঞান অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটের জন্য সহায়ক হবে। তিনি পূর্বে বাংলাদেশের কোচ ছিলেন এতে উপকার হবে খেলোয়াড়রা। একজন কৌশলী কোচ রূপে তিনি নিজেকে প্রমাণিত করেছেন পূর্বে, জাতীয় দলে আমরা তার প্রভাব দেখেছি।”

চন্ডিকা হাথুরুসিংহের বক্তব্য কোচ হওয়ার পর

সংবাদমাধ্যমের তিনি বলেন যে “বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার এই সুযোগটি আবারও দেওয়া হয়েছে এবং এটা অত্যন্ত সম্মানের বিষয়। আমি বাংলাদেশের মানুষের সংস্কৃতি ও ভালোবাসা পছন্দ করতাম। ক্রিকেটারদের সঙ্গে কাজ করা ও তাদের সাফল্য উপভোগ করা জন্য আমি উন্মুখ।”

চন্ডিকা হাথুরুসিংহ: খেলোয়াড় জীবন

চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলংকার একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন ১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি শ্রীলংকার ক্রিকেটের জাতীয় দলের খেলেছেন। ১৯৯২ ও ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে তিনি শ্রীলঙ্কার ক্রিকেট দলের সদস্য ছিলেন। শ্রীলংকার হয়ে ২৬ টি টেস্ট ম্যাচ ৩৫টি ওডিআই ম্যাচ খেলেছেন চন্ডিকা হাথুরুসিংহে। অবসর নেওয়ার পর তিনি কোচিং ক্যারিয়ারে প্রবেশ করেন।

ফরম্যাটটেস্ট ম্যাচওডিআই ম্যাচ
ম্যাচ২৬ টি৩৫ টি
রান১২৭৪৬৬৯
উইকেট১৭ টি১৪ টি

চন্ডিকা হাথুরুসিংহ: কোচিং ক্যারিয়ার

দলপ্রধান কোচ
UAE২০০৫-২০০৬
শ্রীলংকা A২০০৯-২০১০
নিউ সাউথ ওয়েলস২০১১-২০১৩
সিডনি ঠান্ডার২০১৩-২০১৪
বাংলাদেশ২০১৪-২০১৭
শ্রীলঙ্কা২০১৭-২০১৯
বাংলাদেশ২০২৩-বর্তমান

আজকের এই নিবন্ধে আমরা বাংলাদেশ ক্রিকেটের কোচিং স্টাফেদের সম্পর্কে বিস্তারিত জানলাম। এই ধরনের দেশ-বিদেশ আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

Q&A: বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচ

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ কে?

সাকলিন মুস্তাক বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ রয়েছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে তিনি পাকিস্তানের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন।

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ কে?

রাহুল দ্রাবির বর্তমান ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। ২০২১ সাল থেকে তিনি ভারতের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন।

শ্রীলংকার ক্রিকেট দলের প্রধান কোচ কে?

ক্রিস সিলভারউড ২০২২ সাল থেকে শ্রীলংকার ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় রয়েছেন।

Previous articleBangla Romantic Status For Facebook, Pic, Love Status
Next articleলেপাকসি মন্দির। মন্দিরে প্রধান স্তম্ভ টি রয়েছে ঝুলন্ত অবস্থায়
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply