বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩, বাংলাদেশের জনসংখ্যা কত

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩: বাংলাদেশ, ভারতের প্রতিবেশী রাজ্য এবং বহু ইতিহাসের সাক্ষী এই ভূমি। এশিয়া মহাদেশের ভারতের একদম পূর্বপ্রান্তে অবস্থিত বাংলাদেশ। বাংলাদেশকে সরকারিভাবে পিপীলস রিপাবলিক অফ বাংলাদেশ (Peoples republic of Bangladesh) বলা হয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ অংশ ভারতীয় সীমানার সঙ্গে যুক্ত রয়েছে এছাড়া দক্ষিণ-পূর্ব দিকে মায়ানমারের সীমানা দ্বারা বেষ্টিত। ভারতের মত বাংলাদেশের পূর্ব প্রান্তে রয়েছে বঙ্গোপসাগর।

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩

প্রতি ১০ বছর অন্তর বাংলাদেশে জনগণনা সংগঠিত হয়ে থাকে, ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীন হওয়ার পর প্রথমবার সেন্সাস বা জনগণনা সংগঠিত হয় ১৯৭৪ সালে। এরপর থেকে দশ বছর অন্তর অন্তর এই জনগণনা হয়ে থাকে। ২০১১ সালের পর ২০২২ সালে শেষবার জনগণনা হয়েছিল। বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে অষ্টম সর্ববৃহৎ জনবহুল দেশ। ২০২২ সালের বাংলাদেশের জনগণনা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লক্ষ্য। এবার আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশের জনসংখ্যা বিস্তারিত বিবরণ।

বাংলাদেশের জনসংখ্যার ইতিহাস

ইন্টারনেটে দেওয়া বিভিন্ন ওয়েবসাইট ও বাংলাদেশের জনগণনার তথ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ইতিহাস বর্ণনা করা হলো।

বাংলাদেশের জনসংখ্যার ইতিহাস, বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩, বাংলাদেশের জনসংখ্যা কত

সালবাংলাদেশের জনসংখ্যা
১৯৬০৪৮,০১৩,৫০৪
১৯৭০৬৪,২৩২,৪৮২
১৯৮০৭৯,৬৩৯,৪৯১
১৯৯০১০৩,১৭১,৯৫৬
২০০০১২৭,৬৫৭,৮৫৪
২০১০১৪৭,৫৭৫,৪৩০
২০২০১৬৪,৬৮৯,৩৮৩

বাংলাদেশের জনসংখ্যার ইতিহাস

১৯৭৪ সালের পূর্বে উপরে দেওয়া সমস্ত তথ্য অবিভক্ত পাকিস্তান থাকাকালীন জনগণনার তথ্য দেওয়া হয়েছে। সেই সময় আজকের বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এরপর নতুন রাষ্ট্র রূপে বাংলাদেশ গঠিত হয়। ১৯৭৪ সালে প্রথম জনগণনা সংঘটিত হয় বাংলাদেশে। এরপর ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও সর্বশেষ ২০২২ সালের জুন মাসে জনগণনা হয় যদিও এই জনগণনাটি ২০২১ সালের সংঘটিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বজোড়া অতিমারির কারণে এটি সেই সময় স্থগিত হয়ে যায়। বাংলাদেশের জনগণনা সংঘটিত হয় “Bangladesh Bureau of Statistics” দ্বারা।

আরো পড়ুন– বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৩

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩

২০২২ সালে বাংলাদেশের ষষ্ঠতম জনগণনা সংগঠিত হয়। ২০১৮ সালে এর মাস্টারপ্ল্যান তৈরি করা হয়, এই জনগণনার জন্য বাংলাদেশ সরকার ১৭৬১ কোটি টাকা বরাদ্দ করে। যদিও অতি মারির কারণে এক বছর বিলম্বিত হয় এই সেন্সাস। পরবর্তীকালে জনগণনার মাস্টারপ্ল্যানকে একটু পরিবর্তন করে ডিজিটালে রূপায়িত করা হয়। ফলে খরচ কমে দাঁড়ায় ১৫৭৫ কোটি টাকা। এরপর ২০২২ সালের মার্চ মাসে সরকারের থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এই জনগণনা হয়। এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল প্রক্রিয়ায় জনগণনার তথ্য সংগ্রহ করা হয়।

২০২৩ সাল অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৯১ লক্ষ (আনুমানিক) জাতি সংঘের তথ্য় অনুযায়ী।

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩, বাংলাদেশের জনসংখ্যা কত, বাংলাদেশের জনসংখ্যা

বাংলাদেশেরজনসংখ্যা
মোট১৬৫,১৫৮,৬২০
পুরুষ৮১,৭১২,৮২৪
মহিলা৮৩,৩৪৭,২০৬
তথ্য় সুত্র- ওয়ার্ল্ড ব্যাংক

২০২২ সাল অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লক্ষ, যেখানে পুরুষদের সংখ্যা ৮ কোটি ১৭ লক্ষ ও মহিলাদের সংখ্যা ৮ কোটি ৩৩ লক্ষ

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩ বিভাগ অনুযায়ী

নংবিভাগজনসংখ্যা
১.ঢাকা৪৪,২১৫,১০০
২.সিলেট১১,০৩৪,৮০০
৩.চট্টগ্রাম৩৩,২০২,৩০০
৪.রাজশাহী২০,৩৫৩,১০০
৫.খুলনা১৭,৪১৬,৬৪০
৬.বরিশাল৯,১০০,১০০
৭.রংপুর১৭,৬১০,৯৫০
৮.ময়মনসিংহ৫,৮৯৯,০৫০

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩ জেলা অনুযায়ী

নংজেলাজনসংখ্যা
১.ঝালকাঠি জেলা৬৬১,১৬১
২.পটুয়াখালী জেলা১৭২৭২৫৪
৩.পিরোজপুর জেলা১১৯৮১৯৩
৪.বরগুনা জেলা১০১০৫৩০
৫.বরিশাল জেলা২৫৭০৪৫০
৬.ভোলা জেলা১৯৩২৫১৪
৭.কক্সবাজার জেলা২৮২৩২৬৫
৮.কুমিল্লা জেলা৬২১২২১৬
৯.চট্টগ্রাম জেলা৯১৬৯৪৬৪
১০.চাঁদপুর জেলা২৬৩৫৭৪৮
১১.নোয়াখালী জেলা৩৬২৫২৫২
১২.সিলেট জেলা৩৮৫৭০৩৭
১৩.ফেনী জেলা১৬৪৮৮৯৬
১৪.খাগড়াছড়ি জেলা৭১৪১১৬
১৫.বান্দরবান জেলা৪৮১,১০৯
১৬.ব্রাহ্মণবাড়ীয়া জেলা৩৩০৬৫৫৯
১৭.রাঙ্গামাটি জেলা৬৪৭,৫৮৭
১৮.লক্ষ্মীপুর জেলা১৯৩৮১১১
১৯.কিশোরগঞ্জ জেলা৩২৬৭৬৩০
২০.গাজীপুর জেলা৫২৬৩৪৭৪
২১.গোপালগঞ্জ জেলা১২৯৫০৫৩
২২.টাঙ্গাইল জেলা৪০৩৭৬০৮
২৩.ঢাকা জেলা১৪৭৩৪০২৫
২৪.নরসিংদী জেলা২৫৮৪৪৫২
২৫.নারায়ণগঞ্জ জেলা৩৯০৯১৩৮
২৬.ফরিদপুর জেলা২১৬২৮৭৬
২৭.মাদারীপুর জেলা১২৯৩০২৭
২৮.মানিকগঞ্জ জেলা১৫৫৮২৪
২৯.মুন্সিগঞ্জ জেলা১৬২৫৪১৮
৩০.রাজবাড়ী জেলা১১৮৯৮২১
৩১.শরিয়তপুর জেলা১২৯৪৫৬১
৩২.সুনামগঞ্জ জেলা২৬৯৫৪৯৭
৩৩.জামালপুর জেলা২৪৯৯৭৩৭
৩৪.নেত্রকোনা জেলা২৩২৪৮৫৬
৩৫.ময়মনসিংহ জেলা৫৮৯৯০৫২
৩৬.শেরপুর জেলা১৫০১৮৫৩
৩৭.হবিগঞ্জ জেলা২৩৫৮৮৮৫
৩৮.কুষ্টিয়া জেলা২১৪৯৬৯২
৩৯.খুলনা জেলা২৬১৩৩৮৫
৪০.চুয়াডাঙ্গা জেলা১২৩৪০৬৬
৪১.ঝিনাইদহ জেলা২০০৫৮৪৯
৪২.নড়াইল জেলা৭৮৮৬৭৩
৪৩.বাগেরহাট জেলা১৬১৩০৭৯
৪৪.মাগুরা জেলা১০৩৩১১৫
৪৫.মেহেরপুর জেলা৭০৫৩৫৬
৪৬.যশোর জেলা৩০৭৬৮৫৯
৪৭.সাতক্ষীরা জেলা২১৯৬৫৮১
৪৮.মৌলভীবাজার জেলা২১২৩৪৪৬
৪৯.চাঁপাইনবাবগঞ্জ জেলা১৮৩৫৫২৭
৫০.জয়পুরহাট জেলা৯৫৬৪৩০
৫১.নওগাঁ জেলা২৭৮৪৫৯৮
৫২.নাটোর জেলা১৮৫৯৯২১
৫৩.পাবনা জেলা২৯০৯৬২২
৫৪.বগুড়া জেলা৩৭৩৪৩০১
৫৫.রাজশাহী জেলা২৯১৫০১০
৫৬.সিরাজগঞ্জ জেলা৩৩৫৭৭০০
৫৭.লালমনিরহাট জেলা১৪২৮৪০৭
৫৮.কুড়িগ্রাম জেলা২৩২৯১৬১
৫৯.গাইবান্ধা জেলা২৫৬২২৩২
৬০.ঠাকুরগাঁও জেলা১৫৩৩৮৯৪
৬১.দিনাজপুর জেলা৩৩১৫৩৩৮
৬২.নীলফামারী জেলা২০৯২৫৫৭
৬৩.পঞ্চগড় জেলা১১৮৯৮৪৩
৬৪.রংপুর জেলা৩১৬৯৬১৫

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩ শহর অনুযায়ী

RANKশহরজনসংখ্যা
১.ঢাকা১০,৩৫৬,৫০০
২.চট্টগ্রাম৩,৯২০,২২০
৩.খুলনা১,৩৪২,৩৩৫
৪.রাজশাহী৭০০,১৩০
৫.কমিলা৩৮৯,৪১০
৬.শিবগঞ্জ৩৭৮,৭০০
৭.নাটোর৩৬৯,১৩০
৮.রংপুর৩৪৩,১২০
৯.টুঙ্গি৩৩৭,৫৮০
১০.নরসিংডি২৮১,০৮৫
১১.ব্যাগারহাট২৬৬,৩৯০
১২.কক্সের বাজার২৫৩,৭৯০
১৩.জেসোর২৪৩,৯৮৫
১৪.নাগরপুর২৩৮,৪২০
১৫.সিলেট২৩৭,০০৫
১৬.মাইমেনসিংহ২২৫,১২৫
১৭.নারায়ঙ্গঞ্জ২২৩,৬২০
১৮.বোগ্রা২১০,০০৬
১৯.দিনজপুর২০৬,২৩৫
২০.বারিসাল২০২,২৪০

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩ ধর্ম অনুসারে

স্বাধীনতা লাভের পূর্ব থেকেই পশ্চিম পাকিস্তান যা আজকের বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র ছিল। স্বাধীনতার পরবর্তীকালেও বর্তমানে এটি একটি মুসলিম প্রধান রাষ্ট্র নামেই পরিচিত। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র রূপেই প্রতিষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীকালে ১৯৮৮ সালে বাংলাদেশকে ইসলামিক দেশ রূপে ঘোষণা করা হয়। ২০১৩ সালে তাদের সংবিধানে কিছু পরিবর্তন করে ইসলামকে State Religion করা হয়। মুসলিম প্রধান এই দেশে মুসলিম ধর্ম অবলম্বনকারী মানুষ ৯১.০৪%, হিন্দু ধর্মাবলম্বী ৭.৯৫%, বৌদ্ধ ধর্মাবলম্বী ০.৬১%, খ্রিস্টান ধর্মাবলম্বী ০.৩০% ও অন্যান্য ধর্মের লোক ০.১২% বসবাস করে।

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩ ধর্ম অনুসারে, বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩, বাংলাদেশের জনসংখ্যা কত

ধর্মজনসংখ্যাশতাংশ
মুসলিম১৫০,৩৬০,৪০৫৯১.০৪%
হিন্দু১৩,১৩০,১১০৭.৯৫%
বৌদ্ধ১,১০৭,৪৬৬০.৬১%
খ্রিস্টান৪৯৫,৪৭৫০.৩০%
অন্যান্য১৯৮,১৯০০.১২%
মোট১৬৫,১৫৮,৬২০১০০%

বাংলাদেশের জনসংখ্যার ইতিহাস ধর্ম অনুসারে

ধর্ম১৯৫১১৯৬১১৯৭১১৯৮১১৯৯১২০০১২০১১২০২২
মুসলিম৭৮.৯%৮০.৪%৮৫.৪%৮৬.৬%৮৮.৩%৮৯.৭%৯০.৩৯%৯১.০৪%
হিন্দু২২%১৮.৫%১৩.৫%১২.১%১০.৫%৯.২%৮.৩%৭.৯৫%
বৌদ্ধ০.৭%০.৭%০.৬%০.৬%০.৬%০.৭%০.৬%০.৬১%
খ্রিস্টান০.৩%০.৩%০.২%০.৩%০.৩%০.৩%০.৪%০.৩০%
অন্যান্য০.১%০.১%০.২%০.৩%০.৩%০.১%০.১%০.১২%

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩ বয়স অনুসারে

বয়সপুরুষমহিলাশতাংশ
০-৪৭৩ লক্ষ ৪৬ হাজার৬৯ লক্ষ ৯৬ হাজার৮.৫%
৫-৯৮০ লক্ষ ২২ হাজার৭৮ লক্ষ ৪২ হাজার৯.৫%
১০-১৪৯১ লক্ষ ৬৬ হাজার৯০ লক্ষ ৯০ হাজার১০.৮%
১৫-১৯৯২ লক্ষ ৭ হাজার৭৪ লক্ষ ৯২ হাজার৯.৯%
২০-২৪৭১ লক্ষ ২০ হাজার৭৬ লক্ষ ৪১ হাজার৮.৭%
২৫-২৯৬২ লক্ষ ৫৭ হাজার৭৫ লক্ষ ২৯ হাজার৮.২%
৩০-৩৪৬২ লক্ষ ৮২ হাজার৭২ লক্ষ ৯৮ হাজার৮.০%
৪০-৪৪৫৩ লক্ষ ৩১ হাজার৫৩ লক্ষ ৭৪ হাজার৬.৩%
৫০-৫৪৪০ লক্ষ ৭৫ হাজার৪০ লক্ষ ৯২ হাজার৪.৮%
৬০-৬৪২৬ লক্ষ ৭২ হাজার২৩ লক্ষ ৬ হাজার২.৯%

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩ ভাষা অনুসারে

ভাষাগত দিক দিয়ে বাংলাদেশের প্রধান ভাষা বাংলা। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯৮% মানুষ এই বাংলা ভাষায় কথা বলে। বাকি ২% লোক অন্যান্য ভাষায় কথা বলে, তবে বাংলায় বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা। বাংলাদেশ ছাড়াও ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ইত্যাদি এই সমস্ত রাজ্যগুলির প্রধান ভাষা বাংলা।

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩ ভাষা অনুসারে, বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩, বাংলাদেশের জনসংখ্যা কত

ভাষাশতাংশ
বাংলা৯৮%
অন্যান্য২%

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩ শিক্ষা অনুসারে

শিক্ষাগত যোগ্যতার বিচারে বাংলাদেশের মোট জনসংখ্যা গড়ে ৬১% শিক্ষিত, এদের মধ্যে পুলিশ জনসংখ্যা ৬৪% ও মহিলা জনসংখ্যা ৫৮% শিক্ষিত।

বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩ শিক্ষা অনুসারে, বাংলাদেশের জনসংখ্যা কত ২০২৩, বাংলাদেশের জনসংখ্যা কত

জনসংখ্যাশিক্ষা
পুরুষ৬৪%
মহিলা৫৮%
গড়ে৬১%
নংবিভাগশিক্ষা(%)
১.ঢাকা৭৪.৬%
২.সিলেট৭১.৯%
৩.চট্টগ্রাম৭৩.২%
৪.রাজশাহী৭২.২%
৫.খুলনা৭১.৫%
৬.বরিশাল৭৫.৩%
৭.রংপুর৭৪.৪%
৮.ময়মনসিংহ৬৫.৪%

Q&A: বাংলাদেশের জনসংখ্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

বাংলাদেশের সবচেয়ে জনবহুল জেলা ২০২৩

– ঢাকা

বাংলাদেশের সবচেয়ে জনবিরল জেলা ২০২৩

– বান্দরবান জেলা

বাংলাদেশের সবচেয়ে জনবহুল শহর ২০২৩

– ঢাকা

বাংলাদেশের একজন পুরুষের গড় আয়ু কত?

– ৭১.৮

বাংলাদেশের একজন মহিলার গড় আয়ু কত?

– ৭৫.৬

বাংলাদেশের জনসংখ্যার গড় আয়ু কত?

– ৭৩.৬

বাংলাদেশে শহরে বসবাসকারী জনসংখ্যা কত?

– ৩৯.৪%

পৃথিবীতে বাংলাদেশের জনসংখ্যা কত নম্বরে?

– ৮ নম্বর

বাংলাদেশের জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার কত শতাংশ?

– ২.১১%

বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত?

– ১.০১%

প্রতিদিন বাংলাদেশে জন্ম নিচ্ছে কত?

– ৯৪৬৯ জন

প্রতিদিন বাংলাদেশে মারা যাচ্ছে কত?

– ২৫৫৯ জন

Disclaimer- এই পোস্টে দেওয়া সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত আমাদের ওয়েবসাইট কখনোই ১০০% নির্ভুলতা দেয় না। কোন তথ্যের যদি ত্রুটি থাকে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের জানাতে পারেন (gyaanextra@gmail.com)।

Previous articleভারতের জনসংখ্যা কত ২০২৩
Next article১ থেকে ১০০ পর্যন্ত বানান বাংলা|1 to 100 spelling in Bengali
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

5 COMMENTS

Leave a Reply