আইপিএলের সময় ঘোষণা করল বিসিসিআই

আই-পি-এল ২০২০ প্রতি বছরের মতো মার্চ, এপ্রিলে হওয়ার কথা থাকলেও বিশ্বজুড়ে করোনা মহামারীর কারনে ভারত সরকার তা বন্ধ করে দেয়।

কিন্তু টি২০ বিশ্বকাপ ২০২০ যা অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল আইসিসি তা বাতিল করার বিসিসিআই আইপিএল করতে বদ্ধপরিকর হয়। সব সমস্যার সমাধান করে ভারতের ক্রিকেট প্রেমীদের কাছে সুখবর নিয়ে এসেছে বিসিসিআই, এই বিষয়ে বলে রাখি ভারত সরকার আই-পি-এল করার জন্য বিসিসিআই কে অনুমতি দিয়েদিয়েছে।

তবে অবশ্যই ভারতের মাটিতে এ বছর আই-পি-এল অনুষ্ঠিত হচ্ছে না। বিসিসিআই থেকে পাওয়া খবর অনুযায়ী ১৯শে সেপ্টেম্বর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত এ বছরের আই-পি-এল হবে ইউ-এ-ই(UAE) তে। মোট ৩টি স্থান নির্বাচন করা হয়েছে এই প্রতিযোগিতার জন্য সার্জা, দুবাই ও আবুধাবি।

এ বছর আই-পি-এল এর সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে রাত ৭.৩০মি: প্রত্যেকটি খেলা শুরু হবে। প্রতিবছরের মতো এবারও বিদেশি খেলোয়াড়রা অংশ নেবে। তবে তারা স্বাভাবিক কোনো বিমানে নয় ব্যাক্তিগত চার্টার বিমানে দুবাই তে পৌছবে। ময়দানে গিয়ে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য এবারের আই-পি-এল নয়। শুরুর দিকে কোনো দর্শক ময়দানে গিয়ে খেলা দেখতে না পারলেও পরিস্থিতি যদি ভালো হয় প্রতিযোগিতার শেষের দিকে এ বিষয়ে বিবেচনার কথা বলেছে বিসিসিআই।

আই-পি-এল ২০২০ তে নতুন স্পনসর ?

সীমান্তে ভারত চীন সংঘর্ষের পর থেকেই ভারতের মধ্যে চীনা পণ্য বয়কট করার ডাক সর্বস্তরের মানুষের কাছে থেকে তোলা হয়েছে। ভারত সরকার তাই বিসিসিআই কে আই-পি-এল স্পন্সরের ব্যাপারে চিন্তা ভাবনা করতে বলেছে। ভিভো একটি পুরোপুরি চাইনিজ কোম্পানি হওয়ায় ভিভো কে বাদ দেওয়ার ব্যাপারে আইপিএল গভর্নিং কাউন্সিলের একটি মিটিং ডাকা হয়।

আরও পড়ুন – মহাভারতের অশ্বত্থামা কে নিজের চোখে দেখার দাবি করছেন অনেকে

এর পরই বিসিসিআই এর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে আই-পি-এল ২০২০ তে কোনো স্পন্সরের পরিবর্তন হচ্ছে না। কারণ হিসেবে জানানো হয়েছে যে ২০১৮ সালে ভিভোর সঙ্গে বিসিসিআই এর মোট ২,১৯৯ কোটি টাকার চুক্তি করা হয়েছে ৫ বছরের জন্য। এই চুক্তি অনুযায়ী বিসিসিআই কে প্রতি বছর ভিভো ৪৪০ কোটি টাকা দেয়। সেই কারণে বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে, ভারত সরকার যদি মনেকরে কোনো চীনা কোম্পানির সাথে বিসিসিআই চুক্তিবদ্ধ না হোক তবে ভিভোর পরে আর কোনো চীনা কোম্পানির সাথে বিসিসিআই চুক্তিবদ্ধ হবে না।

** আই-পি-এল স্পনসর থেকে সরে দাড়াল ভিভো

০৪-০৮-২০২০ পাওয়া খবর অনুযায়ী এবছর ভিভো আর আইপিএলের স্পন্সরশিপ থাকছে না। চাপের মুখে ভিভো নিজেই আইপিএল এর টাইটেল স্পন্সরশিপ থেকে সরে দাঁড়ালো বলে মনে করা হচ্ছে। তবে বিসিসিআইয়ের সঙ্গে ভিভোর যে চুক্তি ছিল তা ভাঙছে না। বিসিসিআইয়ের সঙ্গে ভিভোর এখনো ৩ বছরের চুক্তি আছে। যদি পরের বছর দু-দেশের রাজনৈতিক সম্পর্কে ভালো হয় তবে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত আবারও ভিভো স্পন্সর হিসেবে থাকবে।

এবার আই-পি-এল এ আপনার প্রিয় দল কে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।

Previous articleভগবান শ্রীকৃষ্ণের শহর দারকা বাস্তবে খুজে পাওয়া গেল
Next articleভারতের এমন একটি জায়গা যেখানকার বিছে, বিষাক্ত পোকামাকড় কাউকে কামড়ায় না। আমরোহা দারগার বিছা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply