জাসপ্রিত বুমরার অপারেশনের জন্য নিউজিল্যান্ড নিয়ে যাচ্ছে বিসিসিআই

জাসপ্রিত বুমরার খবর: বেশ কয়েক মাস ধরে জাসপ্রিত বুমরা ভারতীয় দলের বাইরে রয়েছেন। গত ২০২২ এর সেপ্টেম্বর মাসে শেষবার তিনি ভারতীয় দলে ছিলেন। এরপর থেকে ব্যাক ইনজুরিজ কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। বর্তমানে তিনি ন্যাশনাল ক্রিকেট একাডেমির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু সম্প্রতি ভারতে চলা ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য তাকে ছাড়পত্র দেয়া হয়নি। বলা হয় বুমরা টেস্ট ম্যাচের জন্য ১০০ শতাংশ ফিট নয়। এরপরই বিসিসিআই সার্জারির চিন্তাভাবনা করে এবং বুমরাকে নিউজিল্যান্ড নিয়ে যাওয়ার পরিকল্পনা করে।

কিন্তু নিউজিল্যান্ডে কেন, সাধারণত ভারতীয় দলের কোন সদস্যের ইনজুরি হলে তাকে ইউরোপ মহাদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিশেষ করে জার্মানি এবং লন্ডন। পূর্বে KL রাহুল, হার্দিক পান্ডিয়ার ইনজুরি লন্ডনে চিকিৎসা করা হয়েছে। তবে এবার বুমরা কে নিউজিল্যান্ডে নিয়ে যাচ্ছে বিসিসিআই। যে ডাক্তারের কাছে পূর্বে ইংল্যান্ডের ফাস্ট বোলার জফার আচার, সেন বন্ড তাদের ব্যাক ইনজুরির চিকিৎসা করেছিলেন। শোনা যাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স এর বর্তমান বোলিং কোচ সেন বন্ড বুমরাকে এটাই পরামর্শ দিয়েছে।

আরো পড়ুন- ইংল্যান্ডের পিচ হবে ভারতে? হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে চতুর্থ টেস্ট ম্যাচে

দ্রুতগতিতে কাজ করছে সার্জারির জন্য, কারণ এই সার্জারির পরে জাসপৃত বুমরা কে ২০-২৪ সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। ফলে বুমরা আসন্ন আইপিএল ২০২৩ ও এশিয়া কাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল মিস করতে চলেছে। সম্ভবত বুমরা ভারতের অক্টোবর মাসের হতে চলা আইসিসি ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ টুর্নামেন্টে সরাসরি যোগদান করতে চলেছে।

নিউজিল্যান্ডে যে ডাক্তার অপারেশন করবে তার নাম রোয়ান শৌটেনই, তিনি বিখ্যাত স্পোর্টিং সার্জেন নামে পরিচিত। অতীতেও তিনি বহু নিউজিল্যান্ড ক্রিকেটার ও অন্যান্য ক্রিকেটারদের চিকিৎসা করেছেন।

Leave a Reply