বাংলা বর্ণমালা | স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি

বাংলা বর্ণমালা, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি: বাংলা বর্ণমালার সাহায্যেই বাংলা ভাষা লেখা হয়। বাংলা ভাষার উৎপত্তি খ্রিস্টপূর্ব ব্রাহ্মী লিপি থেকে। বাংলা বর্ণমালা আয়তনে কম জায়গা লাগে ও অতি সহজ ভাষা। বাংলা বর্ণমালা সাধারণত বাংলাদেশভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হল বাংলা সেই কারণে সেখানকার সরকারি ও বেসরকারি সমস্ত মাধ্যমেই বাংলা ভাষা ব্যবহৃত হয়। বাংলাদেশ ছাড়া ভারতের পূর্ব ভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মনিপুর রাজ্যে এই বাংলা ভাষা ব্যবহৃত হয়ে থাকে।

বাংলা বর্ণমালার উৎস কি: Bangla Bornomala

বাংলা ভাষার উৎপত্তি ব্রাহ্মী লিপি থেকে। খ্রিস্টপূর্ব প্রথম ও দ্বিতীয় শতকের ব্রাহ্মী লিপি থেকে জন্ম নেয় কুষাণ লিপি, এই লিপি থেকে জন্ম নেয় গুপ্ত লিপি, আবার এই লিপি থেকে জন্ম নেয় সিদ্ধ মাতৃকা লিপি। যে সিদ্ধ মাতৃকা লিপি থেকে পর্যায়ক্রমে বাংলা লিপির জন্ম নেয়। মধ্যযুগের অবিভক্ত ভারতের পূর্বভাগে বাংলা অঞ্চলে এই ভাষা ব্যবহৃত হতে থাকে। পরবর্তীকালে ব্রিটিশ শাসনকালে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর দ্বারা বাংলা ভাষার আধুনিকীকরণ করা হয়।

বাংলা বর্ণমালা, Bangla Bornomala

বাংলা বর্ণমালাকে মোট দুই ভাগে ভাগ করা হয়েছে যথা,

  1. স্বরবর্ণ
  2. ব্যঞ্জনবর্ণ

বাংলা বর্ণমালা, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি, bangla bornomala, ব্যঞ্জনবর্ণ

স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি

বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ বা অক্ষর রয়েছে। যার মধ্যে স্বরবর্ণ রয়েছে ১১ টি ও ব্যঞ্জনবর্ণ রয়েছে ৩৯ টি।

স্বরবর্ণ কয়টি:-

বাংলা বর্ণমালায় মোট ১১ টি স্বরবর্ণ রয়েছে। যথা- অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔস্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কয় প্রকার ও কী কী নিবন্ধ টি আপনি এখান থেকে পড়তে পারেন।

স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি, বাংলা বর্ণমালা, Bangla Bornomala

ব্যঞ্জনবর্ণ কয়টি:-

বাংলা বর্ণমালায় মোট ৩৯ টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। ব্যঞ্জনবর্ণ কাকে বলে নিবন্ধ টি আপনি এখান থেকে পড়তে পারেন। যথা- ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ ড় ঢ় য় ৎ ং ঃ ঁ

স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি, বাংলা বর্ণমালা, Bangla Bornomala

বাংলা বর্ণমালা, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ

বাংলা বর্ণমালায় কিছু পূর্ণমাত্রার বর্ণ, অর্ধমাত্রার বর্ণ, ও মাত্রাহীন বর্ণ রয়েছে সেগুলি হল।

পূর্ণমাত্রার বর্ণ- মোট ২৬ টি,
স্বরবর্ণ ৬ টি- অ আ ই ঈ উ ঊ।
ব্যঞ্জন বর্ণ ২৬ টি- ক ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত দ ন ফ ব ভ ম য র ল ষ স হ ড় ঢ় য়।

অর্ধমাত্রার বর্ণ- মোট ৮ টি,
স্বরবর্ণ ৬ টি- ঋ
ব্যঞ্জন বর্ণ ২৬ টি- খ গ ণ থ ধ প শ

মাত্রাহীন বর্ণ:- মোট ১০ টি,
স্বরবর্ণ ৪ টি- এ ঐ ও ঔ
ব্যঞ্জন বর্ণ ৬ টি- ঙ ঞ ৎ ং ঃ ঁ

বাংলা বর্ণমালা, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি

স্বরধ্বনি কাকে বলে?

সহজ সরল ভাবে বলতে গেলে, যে ধ্বনি কে উচ্চারণ করতে গেলে অন্য ধ্বনির সাহায্য নিতে হয় না তাকে স্বরধ্বনি বলে।
যেমন- অ আ ই ঈ ইত্যাদি।

ব্যঞ্জনধ্বনি কাকে বলে?

যে ধ্বনি উচ্চারণ করতে গেলে অন্য কোন স্বরধ্বনির সাহায্য নিতে হয় তাকে ব্যঞ্জনধ্বনি বলে।
যেমন- ক খ গ ঘ ঙ ইত্যাদি।

বাংলা বর্ণমালা দিয়ে শব্দ গঠন

Bangla Bornomala

Bangla Bornomala

স্বরধ্বনি দিয়ে শব্দ গঠন

অ- অজগর ঋ- ঋষি
আ- আম এ- একে চন্দ্র
ই- ইলিশ ঐ- ঐতিহ্য
ঈ- ঈগল ও- ওজন
উ- উদ্ভিদ
ঔ- ঔষধ
ঊ- ঊষা

ব্যঞ্জনধ্বনি দিয়ে শব্দ গঠন

ক- কমলালেবু
প- পতাকা
খ- খরগোশ
ফ- ফল
গ- গরু
ব- বই
ঘ- ঘর
ভ- ভাই
ঙ- ব্যাঙ
ম- মা
চ- চড়ুই
য- যত্ন
ছ- ছবি
র- রসুন
জ- জবা
ল- লবণ
ঝ- ঝড়
শ- শালিক পাখি
ঞ- পঞ্চাশ
ষ- ষাঁড়
ট- টগর
স- সাইকেল
ঠ- ঠান্ডা
হ- হলুদ
ড- ডিম
ড়- ঘড়ি
ঢ- ঢাক
ঢ়- আষাঢ়
ণ- হরিণ
য়- ভয়
ত- তবলা
ৎ- সৎ
থ- থানা
ং- মাংস
দ- দাঁত
ঃ- দুঃখ
ধ- ধর্ম
ঁ- কাঁঠাল
ন- নদী

বাংলা বর্ণমালা (Bangla Bornomala): ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান

যারা ইতিহাস ঘেটেছেন তারা অবশ্যই জানেন বাংলা ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কতটা। ১৯৪৭ সালে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে অধ্যাপনা করতেন। কিন্তু তিনি সেই জীবিকা ছেড়ে জীবিকা অর্জনের জন্য একটি ছাপাখানা তৈরি করেন। যে ছাপাখানায় তিনি বাংলা বর্ণমালা আধুনিকীকরণে জোর দেন। বাংলা বর্ণমালার উচ্চারনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৩০ দশকে বাংলায় বাংলা হরফে ছাপাখানা মেশিন চালু করার চিন্তাভাবনা শুরু হয় লাইনে মেশিনে। কিন্তু এই মেশিনে একটু অসুবিধা ছিল কারণ এই মেশিনে ২৫০ এর বেশি অক্ষর ছিল না। কিন্তু বিদ্যাসাগরীয় সংস্করণে বাংলা হরফের সংখ্যা ছিল ৬০০ এর বেশি। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সুরেশ চন্দ্র বসু ও রাজ শেখর বসুর পরামর্শে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ তে কিছু পরিবর্তন করে ছাপার ব্যবস্থা করেন।

এই ধরনের শিক্ষামূলক নিবন্ধ আমাদের ওয়েবসাইটে সব সময় লেখা হয়ে থাকে। আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

“বাংলা বর্ণমালা | স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি”-এ 6-টি মন্তব্য

মন্তব্য করুন