BGMI: পুনরায় ৭১০০০ অ্যাকাউন্ট ব্যান করলো ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া

পুনরায় ৭১০০০ অ্যাকাউন্ট ব্যান করলো ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া

এক সপ্তাহের ব্যবধানে পুনরায় ৭১,০০০ অ্যাকাউন্ট ব্যান করল ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। এতগুলি অ্যাকাউন্ট মাত্র এক সপ্তাহে ব্যান হওয়ার কারণ ‘প্রতারণা’। ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের আন্টি-চিট দল এমনই তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি তারা জানিয়েছেন মাত্র এক সপ্তাহের মধ্যে প্রায় ৭১ হাজার একাউন্ট চিহ্নিত করেছেন তারা, যে অ্যাকাউন্টগুলির সাহায্যে অনেকেই প্রতারিত ভাবে গেমটি খেলেছিলেন। পূর্বের অ্যাকাউন্ট এবং বর্তমানে ব্যান হওয়া অ্যাকাউন্ট গুলির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২৫ লাখ এর কাছাকাছি।

ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমে প্রতারণার হার কমানোর জন্য বেশ অনেকদিন ধরেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল বিজিএমআই এর প্রধান কোরিয়ান গেমিং সংস্থা ক্রাফটন। তারা জানিয়েছেন বিভিন্ন থার্ড পার্টি প্রোগ্রামের সাহায্যে অনেক প্লেয়াররা অসৎ ভাবে গেমটি খেলবার চেষ্টা করছিলেন। যে কারণে গেমটির উপর অনেক প্রভাব পড়েছিল। এরপর ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের আন্টি চিট দল সম্পূর্ণ ব্যাপারটিকে নিজ দায়িত্ব নেয় এবং এমন ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে কড়া নজর রেখেছিলেন তারা।

ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের প্রধান সংস্থার ক্রাফটন এর পক্ষ থেকে একটি অফিশিয়াল পোষ্টের মাধ্যমে জানানো হয়েছে- গত ২৭শে ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ৭১ হাজার ১১৬ টি ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেম অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ব্যান করা হয়েছে এবং আগামী দিনে কোন প্লেয়ার যাতে প্রতারণার সাথে খেলতে না পারে সেদিকে কড়া নজর রাখা হবে আগামী দিনে।

বিজিএমআই গেমে চিটার বা প্রতারকদের সংখ্যা কমানোর জন্য একটি অফিশিয়াল স্টেটমেন্ট এর মাধ্যমে তারা জানিয়েছেন এর পরবর্তীতে যে সমস্ত প্রতারকদের চিহ্নিত করা হবে তাদেরকে হার্ডওয়ার ব্যান করা হবে। অর্থাৎ প্রতারকের ডিভাইস শনাক্ত করে হার্ডওয়ার মারফত চিটার ব্যান করা হবে। যার ফলে প্রতারক সেই ডিভাইস থেকে পুনরায় এই গেমটি আর খেলতে পারবেন না। এর পূর্বে যে সমস্ত অ্যাকাউন্টগুলির করা হয়েছিল সেগুলি কেবলমাত্র অ্যাকাউন্ট ব্যান পর্যন্তই সীমাবদ্ধ ছিল অর্থাৎ একটি ডিভাইস থেকে নতুন অ্যাকাউন্ট খুলে পুনরায় প্রতারণামূলক কাজ চালিয়ে যাওয়া সম্ভব হতো। সেই দিকটাও নিশ্চিত করেছেন ক্রফটন। তাঁরা জানিয়েছেন প্রতারকদের নতুন অ্যাকাউন্ট বানাতে গেলে পরবর্তীতে নতুন ডিভাইস এর প্রয়োজন হবে।

আরো পড়ুন-Whatsapp Web: আসতে চলেছে নতুন ফিচার, নির্দিষ্ট ব্যক্তির জন্য বন্ধ করা যাবে লাস্ট সিন এবং প্রোফাইল পিকচার

ক্রফটনের এমন পদক্ষেপে প্রায় প্রত্যেকেই খুশি, তবে কোনো গেমিং প্লাটফর্মে এটি প্রথমবার করা হচ্ছে তা নয়, এর পূর্বেও ভেলোরেন্ট এর মত জনপ্রিয় গেম ভ্যানগার্ড আন্টি চিট সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। অনেকেই আশা করছেন আগামী দিনে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া সম্পূর্ণ প্রতারক বিহীন একটি স্বচ্ছ গেম হতে চলেছে।

Previous articleভারত বনাম দক্ষিণ আফ্রিকা ২০২১-২২: ওয়ানডে সিরিজের দল ঘোষিত হল, দেখুন বিস্তারিত
Next articleআশ্চর্য ছবি প্রকাশ করলো চিনের মঙ্গলযান তিয়ানওয়েন-১, দেখুন সেই ছবি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply