ভারতের জনপ্রিয় ইউটিউব স্টার ভুবন বাম ইনস্টাগ্রামে খুবই আবেগপ্রবণ হয়ে পড়লেন। এমনকি ‘বেঁচে থাকার ইচ্ছা নেই’ বললেন তিনি। “BB ki Vines” নামে ইউটিউবে তার একটি চ্যানেল আছে যার সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে ২০.৫ মিলিয়ন। সোশ্যাল মিডিয়াতেও তার প্রচুর ফলোয়ার রয়েছে দেশ-বিদেশ জুড়ে। কিন্তু হঠাৎই একটি ঘটনা তাকে নাড়িয়ে দিয়ে যায়।
সম্প্রতি ভুবন বাম তার পিতা-মাতা কে হারিয়েছে করোনা অতিমারীতে। বাবা-মা একসঙ্গে চলে যাওয়ায় ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
ইনস্টাগ্রামে ভুবন বাম লিখেছেন
“কোভিডে আমার দুজন লাইফ লাইন কে হারিয়েছি। বাবা মাকে ছাড়া আর কোন কিছুই আগের মত হবে না। এই এক মাসে সবকিছু ওলট পালট হয়ে গেছে, ঘরবাড়ি, স্বপ্ন সবকিছু।”
“আমার মা আমার কাছে নেই, আমার বাবা আমার কাছে নেই, এখন আবার শুরু থেকে বেঁচে থাকা শিখতে হবে। আমি এটা করতে পারব না।”
“আমি কি ভালো ছেলে ছিলাম? আমি কি তাদের বাঁচানোর সবরকম চেষ্টা করেছি? আমাকে এই প্রশ্নগুলির সাথে সারা জীবন বাঁচতে হবে। তাদের দেখার জন্য আর অপেক্ষা করতে পারছিনা। আমি আশা করি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে।”
Instagram source- bhuvan.bam22
আরো পড়ুন- জন সিনা ইনস্টাগ্রামে শেয়ার করলো বিরাট কোহলির ছবি। কিন্তু কেন?
আশিশ চাঁচলানি, তন্ময় ভাট, ক্যারিমিনাটি, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, মর্টাল, হার্ষ বেনিওয়াল সহ ক্রিকেটার কুলদীপ যাদব ইত্যাদি আরো অনেকে ইউটিউবার, সেলিব্রেটি তার ইনস্টাগ্রাম পোস্টে কমেন্ট করেছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন।
[…] আরো পড়ুন- বাবা-মাকে হারিয়ে সোশ্যাল ম… […]