বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম উড়িষ্যা, সবচেয়ে বড় হকি স্টেডিয়াম

বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম উড়িষ্যা, সবচেয়ে বড় হকি স্টেডিয়াম

বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম উড়িষ্যা, সবচেয়ে বড় হকি স্টেডিয়াম: ২০২৩ সালের হকিং বিশ্বকাপের জন্য মূলত এই স্টেডিয়ামটাকে তৈরি করা হয়েছে। ২০২০ সালে স্টেডিয়াম তৈরি করার কাজ শুরু হয়েছিল এবং এ বছর হকি বিশ্বকাপের এক সপ্তাহ আগে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক স্টেডিয়ামটির উদ্বোধন করেন। ২০২৩ সালের হকি বিশ্বকাপের ম্যাচ এই স্টেডিয়ামে আয়োজন করা হবে।

স্টেডিয়াম টি তৈরিতে খরচা হয়েছে ২৬১ কোটি টাকা, মোট ২০ হাজার লোক একসঙ্গে হকি খেলা উপভোগ করতে পারবে। স্টেডিয়ামে খেলা ছাড়াও প্র্যাকটিসের জন্য আলাদা স্থান, সুইমিং পুল, জিম ইত্যাদি উপলব্ধ রয়েছে। রাউলকেল্লার এই বিরসা মুন্ডা স্টেডিয়াম ভারতের দ্বিতীয় বৃহত্তম হকি স্টেডিয়াম ও বিশ্বের চতুর্থ বৃহত্তম হকি স্টেডিয়াম।

সবচেয়ে বড় হকি স্টেডিয়াম

  • ১. ন্যাশনাল হকি স্টেডিয়াম (৪৫০০০), পাকিস্তান
  • ২. চন্ডিগড় হকি স্টেডিয়াম (৩০০০০), ভারত
  • ৩. উইনগার্ট স্টেডিয়াম (২২৩৫৫), আমেরিকা
  • ৪. বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম (২০০০০), ভারত

হকি বিশ্বকাপ ২০২৩ জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত চলবে। নিচে নতুন তৈরি হওয়া এই স্টেডিয়াম কে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে যা হকি ইন্ডিয়া তাদের অফিসিয়াল টুইটার এখন থেকে প্রকাশ করেছে।

Twitter credit-Hockey India
Previous articleলালচে পিঙ্ক শাড়িতে জাহ্নবী কাপুর, দেখুন তার অসাধারণ ছবিগুলি
Next article“ধোনির থেকে ব্যাটিং ও অধিনায়কত্ব শিখেছি”- মঈন আলী
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply