বিসলেরি জলের কোম্পানি চলে যাচ্ছে টাটা গ্রুপের হাতে, কিভাবে? দেখুন বিশদে

আমরা রাস্তাঘাটে বেরোলে জলের প্রয়োজন অবশ্যই হয় এবং চেনা জল বলতে এক নামে সবাই বিসলেরি কোম্পানিকেই পছন্দ করে। দোকানে গিয়ে আগে সবাই এই কোম্পানির নামই উল্লেখ করে। তবে বর্তমানে বিসলেরি ছাড়া আরো অনেক জলের কোম্পানি বাজারে উপলব্ধ। সম্প্রতি ‘বিসলেরি ইন্টারন্যাশনাল’ জলের কোম্পানির কর্ণধার রমেশ চৌহান এই কোম্পানি কে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যা সাধারণ মানুষ হিসেবে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিসলেরি ইন্টারন্যাশনাল জলের কোম্পানি চলে যাচ্ছে টাটা গ্রুপের হাতে। বিসলেরি আপনি গণধর রমেশ চৌহান তার এই কোম্পানিকে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড এর কাছে বিক্রি করতে চলেছে। এই বিষয়ে রমেশ চৌহান বলেছেন যে, আমি এমন একটা সংস্থাকে খুজছিলাম যে আমার কোম্পানিকে আমার মত করে দেখাশোনা করবে। যে আবেগের সাথে আমি কোম্পানিটিকে গড়ে তুলেছিলাম, আমার কর্মীরাও সেই একই রকম ভাবে কোম্পানিটিকে পরিচালনা করছে বর্তমানে। টাটা গ্রুপের উপর আমার ভরসা আছে তার অবশ্যই কোম্পানিটিকে আরো বড় করে তুলবে।

আরো পড়ুন- বিশ্বের সবচেয়ে বড় মন্দির 2022

আসলে বিসলেরি কোম্পানির কর্ণধার রমেশ চৌহানের বয়স বেড়েছে, সেই কারণে তিনি কোম্পানিটিকে বিক্রির সিদ্ধান্ত নেয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর অনুযায়ী টাটা কনজিউমার লিমিটেড বিসলেরি কোম্পানিকে ৭ হাজার কোটি টাকায় কিনতে চলেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী বিসলেরি কোম্পানির বর্তমানে মোট বাজার মূল্য প্রায় ১৯ হাজার কোটি টাকা।

বিসলেরি এবং টাটা গ্রুপ দুটি কোম্পানিকেই ভারতের মানুষ যথেষ্ট নির্ভরযোগ্য একটি কোম্পানি রূপে মনে করেন। ফলে দুটি কোম্পানির মেল বন্ধন পরবর্তীকালে যথেষ্ট লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। এই কোম্পানির পূর্বেও রমেশ চৌহান তার আরো কিছু ব্র্যান্ডকে বিক্রি করেছে যেমন থামস আপ, লিমকা ইত্যাদি ব্র্যান্ডকে কোকোকোলা কাছে বিক্রি করেছেন।

“বিসলেরি জলের কোম্পানি চলে যাচ্ছে টাটা গ্রুপের হাতে, কিভাবে? দেখুন বিশদে”-এ 1-টি মন্তব্য

Leave a Reply