T10 লিগ ২০২১
বর্তমানে আবুধাবিতে চলছে T10 লিগ, আর এই ছোট ফরমেটের লীগে ঝড় তুললেন ‘ইউনিভার্স বস’ নামে পরিচিত ক্রিস গেইল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে এখনো খেলে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। আবুধাবিতে শুরু হওয়া T10 লিগে সম্পূর্ণ ফ্লপ যাচ্ছিল গেইল কিন্তু মারাঠা আরাবিয়ান ও টিম আবুধাবি ম্যাচে নিজের সেরা ফর্মে জ্বলে ওঠেন ‘গেল’।
প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৯৭ রান করেন মারাঠা আরাবিয়ান। সেই রান তাড়া করতে নেমে গেলে টিম আবুদাবি মাত্র ৫ ওভার ৩ বলে ১০০ রান করে জয় নিশ্চিত করে নেয়। ক্রিস গেইল নিজেই ৮৪ রান করে ২২ বলে, যার মধ্যে ৯টি ছয় ও ৬টি চার রয়েছে। মাত্র ১২ বলে ৫০ রান করেন গেল যা T10 লিগের সবচেয়ে দ্রুততম অর্ধশতরান। গেলের পূর্বে এই রেকর্ড ছিল আফগানিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদের, তিনিও ১২ বলে ৫০ রান করেন ২০১৮ সালে।
আরো পড়ুন- ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালে কোন দুই দল যেতে চলেছে
T10 লিগ ২০২১ ক্রিস গেইল ব্যাটিং
নিচে গেইল ও শাহজাদের দ্রুততম অর্ধশত রানের ভিডিও দেওয়া হলো। @T10League এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
Two 5️⃣0️⃣s
— T10 League (@T10League) February 4, 2021
Both from 1️⃣2️⃣ balls
Which innings was your favourite to watch – Gayle or Waseem? 🤔💥#AbuDhabiT10 pic.twitter.com/tUsIQRfOgh
Twitter source @T10League
[…] […]