Cigarette er bangla mane ki – সিগারেট এর বাংলা মানে কি

Cigarette er bangla mane ki, সিগারেট এর বাংলা মানে কি: বাংলায় কিছু কিছু শব্দ আছে যেগুলি কে আমরা ইংরেজি ভাষায় বলেই অভ্যস্ত কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। ক্রমাগত চলে আসা এই ভাষা গুলি ইংরেজি শব্দ হলেও আমাদের কাছে বর্তমানে এগুলি বাংলা রূপেই প্রতিস্থাপিত হয়। কিন্তু এই ভাষাগুলোর বাংলা অর্থ রয়েছে যেগুলি আমাদের জানা দরকার। কারণ পড়াশোনার ক্ষেত্রে বা চাকরি-বাকরির পরীক্ষায়, আবার ইন্টারভিউতে এই ধরনের চতুর প্রশ্ন করা হয়। ফলে এই শব্দগুলি সম্বন্ধে জ্ঞান থাকলে আমরা অন্যদের তুলনায় একটু হলেও এগিয়ে থাকতে পারবো। আজকে এই নিবন্ধে আমরা “Cigarette er bangla mane ki, সিগারেট এর বাংলা মানে কি” এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব।

ইংরেজি থেকে বাংলা শব্দ – শিক্ষনীয় এই ধরনের ইংরেজি শব্দের বাংলা মানে জানতে এই নিবন্ধটি পড়ুন

Cigarette er bangla mane ki, সিগারেট এর বাংলা মানে কি?

– সিগারেটকে বাংলায় সিগারেট, চুরুটিকা, ক্ষুদ্র চুরুট, ধূমপান দন্ড বলা হয়ে থাকে।

সিগারেটের সংজ্ঞা/Definition-

সিগারেট একটি তামাকজাত যা ধূমপানের জন্য ব্যবহার করা হয়। তামাক পাতা ছোট ছোট করে কেটে, তারপর সেটাকে শুদ্ধিকরণ করে ও আরো কয়েকটি উপাদান মিশ্রিত করে একটি পাতলা কাগজে মোড়ানো হয়। পাতলা কাগজে মোড়ানো তামাক দ্রব্যের শেষ প্রান্তে থাকে একটি ফিল্টার যাকে আমরা সিগারেট নামে চিনি।

সিগারেট এর সমার্থক শব্দ/Synonyms-

butt, cigaret, fag, coffin nail, smoke, role of tobacco, কাগজে মোড়ানো তামাক, ধূমপান।

সিগারেট কোন ভাষার শব্দ?

সিগারেট একটি ফরাসি শব্দ যার ফ্রেঞ্চ অর্থ little cigar

আরো পড়ুন- short stories in Bengali for kids – Bangla Golpo

পৃথিবীর বিভিন্ন দেশ সিগারেটকে কি নামে ডাকে?

  • অস্ট্রেলিয়া- Durry (দুরি), ciggies, darts
  • ইংল্যান্ড- fag (ফেগ)
  • আমেরিকা- Cigarette (সিগারেট)
  • ফ্রান্স- une cigarette
  • ব্রাজিল- cigarro
  • স্পেন- cigarrillo
  • মেক্সিকো- cigarro
  • রাশিয়া- sigareta
  • চীন- Chunghwa
  • কাতার- Dokha
  • UAE- Dokha
  • জাপান- Shigaretto
  • কোরিয়া- dambae
  • দক্ষিণ আফ্রিকা- ent, entjie

সিগারেট প্রধানত একটি প্যাকেটে থাকে, যেহেতু এটি একটি খারাপ আসক্ত করা দ্রব্য সেই কারণে এর উপর যথেষ্ট ট্যাক্স লাগানো হয়ে থাকে।

(Disclaimer- সিগারেটের প্রধান যে কেমিক্যাল টি ব্যবহার করা হয় তার নাম নিকোটিন, যা অত্যন্ত আসক্ত করে তোলে সিগারেটের উপর। সিগারেট ক্যান্সারের কারণ এ ছাড়া এর প্রভাবে হৃদ রোগ হতে পারে। সেই কারণে সিগারেট সেবন করা অত্যন্ত ক্ষতিকর, অনুগ্রহ করে এই ধরনের তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকবেন।)

“Cigarette er bangla mane ki – সিগারেট এর বাংলা মানে কি”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন