কোচ-অধিনায়ক বিতর্ক: রাসেল আর্নল্ডকে সোজাসুজি জবাব শ্রীলংকার কোচের

SL VS IND ODI 2021: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরাজিত হওয়ার পরই শ্রীলঙ্কা ক্রিকেটে কোচ-অধিনায়ক বিতর্ক প্রকাশ্যে ধরা পড়ে, যা চর্চিত হচ্ছে ক্রিকেটমহলে। অনেকেই এই ঘটনাটি প্রকাশ্যে না হওয়া বাঞ্ছনীয় ছিল বলেই মনে করেন। প্রসঙ্গত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারত ৩ উইকেটে জয় লাভ করে। যে ম্যাচের হিরো ছিলেন দীপক চাহার, ম্যাচের সেরা তিনি নির্বাচিত হন। বলতে গেলে জেতা ম্যাচ শ্রীলংকার মুখের থেকে ছিনিয়ে নিয়ে এসেছে সেদিনের দীপক চাহারের ব্যাটিং।

ম্যাচ শেষ হবার পর মাঠের মধ্যে দেখা যায় শ্রীলংকার কোচ মিকি আর্থার ও শ্রীলংকার অধিনায়ক এর মধ্যে কিছু কথা কাটাকাটি হতে। যা একেবারে ভাল চোখে দেখেনি শ্রীলংকার ক্রিকেটমহল। মুতাইয়া মুরালিধরন, রাসেল আর্নল্ড ঘটনাটি দৃষ্টিকটু বলেই আখ্যা দিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে রাসেল আর্নল্ড টুইটারে লেখেন যে, “কোচ এবং অধিনায়কের মধ্যকার সেই কথোপকথনটি মাঠে না হয়ে ড্রেসিংরুমে হওয়া উচিত ছিল।”

তার এই বক্তব্যের উত্তর টুইটারেই শ্রীলংকা কোচ মিকি আর্থার দিয়েছেন। “রাশ আমরা এক সাথে জিতেছি এবং এক সাথে হেরেছি তবে আমরা সব সময় শিখি! দাসুন (শ্রীলঙ্কার অধিনায়ক) এবং আমি নতুন একটি দল বানিয়েছি এবং আমরা দুজনেই খুব হতাশ হয়ে পড়েছিলাম যে আমরা ম্যাচটি জিততে পারিনি! এটি আসলে খুব ভাল বিতর্ক ছিল, এটা নিয়ে বেশি জলঘোলা করার দরকার নেই।”- টুইটারে লিখেছেন মিকি আর্থার

আরো পড়ুন- দীপক চাহারের পারফরম্যান্স রাহুল দ্রাবিড়ের মাস্টার স্ট্রোক?- কি বললেন ভুবনেশ্বর কুমার

২৩ জুলাই সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ আয়োজিত হবে। পরপর দুটি ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে ভারত। শেষ ওয়ানডে ম্যাচটি যদি ভারত জিতে যায় তবে ভারত শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারাবে। যা কোনমতেই চাইবে না শ্রীলঙ্কা, শেষ ম্যাচটি জিতে টি-টোয়েন্টি সিরিজে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানো এখন শ্রীলংকার দলের প্রধান লক্ষ্য।

Leave a Reply