Colorado River: শুকিয়ে যাচ্ছে এই নদী, কপালে চিন্তার ভাঁজ আমেরিকার

Colorado River: আমেরিকার অন্যতম কলরাডো নদী শুকিয়ে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের জেরে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকার।

প্রায় ২৩৩৪ কিলোমিটার দীর্ঘ আমেরিকার অন্যতম নদী কলোরাডো। বহু যুগ ধরে আমেরিকার সাতটি রাজ্য এবং মেক্সিকোর দুটি রাজ্যে এই নদী থেকে জল সরবরাহ করা হয়। বর্তমানে নদী শুকিয়ে যাওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতটি রাজ্যের মধ্যে বর্তমানে শুরু হয়েছে রেষারেষি। যত দিন গড়াচ্ছে নদীর জল ততই শুকিয়ে যাচ্ছে, দেখা দিচ্ছে খরার। বিজ্ঞানীদের দাবি বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন এই নদীর শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ।

আমেরিকার অন্যতম এই কলরাডো নদী ১২০০ বছরে প্রথমবার এত বড় খরার সম্মুখীন হয়েছে। এই নদীর পার্শ্ববর্তী আমেরিকার সাতটি রাজ্য এবং মেক্সিকোর দুটি রাজ্য এই খরার কারণে বিশেষ ক্ষতির সন্মুখীন হয়েছে। যার মধ্যে রয়েছে কলোরাডো, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো নিভাদা, উঠাহ এবং ওয়াইমিংর মত শহরগুলো। আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে বর্তমানে এই কলরাডো নদীটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাতটি রাজ্যের মোট ৪কোটি মানুষের জন্য পানীয় জল সরবরাহ করে। তবে নদীতে খরার কারণে এই সাতটি রাজ্যের এত মানুষের মধ্যে জলের সংকট দেখা দিতে শুরু করেছে।

আরো পড়ুন -আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ২০ বছর ধরে মানুষ এখানে বসবাস করছে

যে সাতটি রাজ্য কলোরাডো নদীর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত তারমধ্যে ছয়টি রাজ্যই নদীর বদ্বীপ অঞ্চলের মধ্যে পড়ে। গত কুড়ি বছর ধরে এইসব রাজ্যগুলিতে খরা দেখা দিয়েছে এবং জলবায়ু পরিবর্তন ঘটেছে অনেকটাই। একটি তথ্য অনুযায়ী নদীর জল গড়ে ১.২৫ কোটি একর ফুট কমেছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই রাজ্যগুলিতে জলের সরবরাহ কমানো ছাড়া আর কোন উপায় দেখতে পাচ্ছে না সরকার। যদি বর্তমানে এমনটা না করা হয় তবে ভবিষ্যতের দিনগুলি আরো খারাপ হতে পারে বলে জানিয়েছেন তারা।

Leave a Reply