গরুর রচনা বাংলা (Cow essay in bengali 2023)

গরুর রচনা বাংলা (Cow essay in bengali 2022)

গরুর রচনা বাংলা: সূচনা- পৃথিবীর জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত মানুষের পাশাপাশি যে পশুটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার নাম হলো গরু। গরু প্রকৃতিতে খুব সহজভাবে বেঁচে থাকতে পারে, স্বভাবে শান্ত প্রকৃতির হয়। মানুষের প্রয়োজনে গরু ধীরে ধীরে গৃহপালিত পশু হয়ে ওঠ। কারণ গরু মানুষকে অর্থনৈতিকভাবে অত্যন্ত সাহায্য করে।

গরুর রচনা (গরুর প্রবন্ধ রচনা)

আকার আকৃতি: প্রাচীনকাল থেকে মানুষ বাড়িতে নানা রকম পশু পালন করছে। বাড়িতে পোষা এই সমস্ত পশুদের গৃহপালিত পশু বলা হয়। গৃহপালিত পশুদের মধ্যে আমাদের সবচেয়ে পরিচিত হল গরু। গরু চার পা বিশিষ্ট তৃণভোজী প্রাণী। গরু আকারে বেশ বড় হয়। গরুর একটি নাক, দুটি চোখ, দুটি কান এবং মাথার ওপর দুটি শিং থাকে। এছাড়া গরুর একটি লেজও আছে। সাদা, কালো, বাদামি নানা রঙের গরু দেখতে পাওয়া যায়। গরুর সারা শরীর ছোট ছোট লোমে ঢাকা থাকে। এছাড়া গরুর লেজের শেষের দিকে এক গুচ্ছ চুলও হয়। তৃণভোজী প্রাণী হাওয়ায় গরু ঘাস, লতাপাতা, বিচুলি, ভাতের ফ্যান ইত্যাদিকে খায়।

গৃহপালিত পশু গরু রচনা

Gorur Rrachana in bengali, গরুর রচনা বাংলা, Cow essay in bengali 2023, গরুর রচনা, গৃহ পালিত পশু গরুর রচনা, গরুর উপকারিতা রচনা, গরুর প্রবন্ধ রচনা, Gorur Rrachana, বাংলা গরুর রচনা

প্রকৃতি: গরু স্বভাবে একদম শান্ত প্রকৃতির তবে, পুরুষ গরু ও স্ত্রী গরুর মধ্যে স্বভাবে একটু পরিবর্তন হয়। শ্রী গুরু স্বভাবে শান্ত হলেও পুরুষ গরু বা ষাঁড় একটু অন্য ধরনের হয় মেজাজে। গরুর বাচ্চাকে বাছুর বলা হয় এবং পুরুষ গরুকে বলদ বা ষাঁড় বলা হয়।

গরুর উপকারিতা: গরু খুবই উপকারী প্রাণী। গরু আমাদের দুধ দেয়। গরুর দুধ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া গরুর দুধ থেকে নানা রকমের খাবার ও মিষ্টি তৈরি হয়, যেমন- দই, ঘি, ক্ষীর, মাখন ইত্যাদি। গরুর গোবরও বেশ উপকারী, কারণ গরুর গোবর দিয়ে ঘুঁটে তৈরি করা হয়। সেই ঘুঁটে উনুন জ্বালানোর কাজে লাগে। তাছাড়া হিন্দুদের ধার্মিক অনুষ্ঠানে গোবর জল ব্যবহার করা হয়। শুধু তাই না গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়ে থাকে। গোবর পচলে সার তৈরি হয়, যা চাষের জন্য খুব উপকারী।

আরো পড়ুন- তৃতীয় শ্রেণীর বাংলা প্রবন্ধ রচনা | Bengali essay for class 3 PDF

আরো পড়ুন- 100+ short stories in Bengali for kids with Moral

আরো পড়ুন- রবীন্দ্রনাথ প্রবন্ধ রচনা

গরুর উপকারিতা রচনা, Cow essay in bengali 2023

Gorur Rrachana in bengali, গরুর রচনা বাংলা, Cow essay in bengali 2023, গরুর রচনা, গৃহ পালিত পশু গরুর রচনা, গরুর উপকারিতা রচনা, গরুর প্রবন্ধ রচনা, Gorur Rrachana, বাংলা গরুর রচনা

গরু যেমন আমাদের দুধ ও গোবর দিয়ে সাহায্য করে তেমনি চাষবাসের ক্ষেত্রে বলদ লাঙ্গল টেনে থাকে। এছাড়া গরুর গাড়িতেও গরুকে ব্যবহার করা হয়। জীবিত অবস্থায় গরু যেমন মানুষকে নানাভাবে সাহায্য করে তেমনি মৃত্যুর পরেও সাহায্য করে। নানা দেশে মৃত্যুর পর গরুর হাড় ও চামড়া ব্যবহার করা হয়। গরুর চামড়া দিয়ে চামড়ার জিনিস তৈরি করা হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গরু মানুষের উপকার করে থাকে। তাই হিন্দু ধর্মে এই প্রাণীটিকে গোমাতা হিসাবে সম্মান করা হয়। এত উপকারী প্রাণী হওয়ার জন্য অন্যান্য গৃহপালিত পশুর মধ্যে গরুই শ্রেষ্ঠ।

গরুর রচনা বাংলা, গরুর প্রবন্ধ রচনা ২০২, Cow essay in bengali 2023

Gorur Rrachana in bengali, গরুর রচনা বাংলা, Cow essay in bengali 2023, গরুর রচনা, গৃহ পালিত পশু গরুর রচনা, গরুর উপকারিতা রচনা, গরুর প্রবন্ধ রচনা, Gorur Rrachana, বাংলা গরুর রচনা

দ্বিতীয়-তৃতীয় শ্রেণীর গরুর রচনা

১.গরু একটি গৃহপালিত পশু।

২.গরু চার পা বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী।

৩.গরুর দুটি শিং ও একটি লেজ থাকে।

৪.প্রাণীটির সারা শরীর লোম দিয়ে ঢাকা থাকে।

৫.তৃণভোজী প্রাণী হাওয়ায় গরু ঘাস, লতাপাতা ও বিচুলি খায়।

৬.গরু খুবই উপকারি পশু।

৭.গরু আমাদের দুধ দেয়, যা থেকে নানা রকম খাবার ও মিষ্টি তৈরি হয়।

৮.এছাড়া গরুর গোবর দিয়ে ঘুটে এবং গোবর গ্যাস তৈরি করা হয়।

৯.গরুর-গাড়ি টানা এবং চাষবাসের ক্ষেত্রেও গরু আমাদের সাহায্য করে থাকে।

১০.তাই আমাদের গরুর প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন।

আরো পড়ুন- স্বামী বিবেকানন্দের জীবনী রচনা

এই ধরনের শিক্ষামূলক রচনা প্রবন্ধ রচনা সহজ ভাষায় শেখার জন্য আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, টুইটার পেজ, ইন্সটাগ্রাম, ইউটিউব, শেয়ারচ্যাট ইত্যাদি প্লাটফর্মে ফলো করতে পারেন। ধন্যবাদ।

Previous articleভারতের বৃহত্তম রাজ্যের নাম কি
Next articleভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্যের নাম কি

2 COMMENTS

Leave a Reply