ধনী একাই খেলেছে এবং সব বিশ্বকাপ জিতেছে- হরভজন সিং, দেখুন বিস্তারিত

ধনী একাই খেলেছে এবং সব বিশ্বকাপ জিতেছে- হরভজন সিং, দেখুন বিস্তারিত

ক্রিকেটের খবর: সম্প্রতি আইপিএল ২০২৩ সম্পূর্ণ হয়েছে যেখানে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পঞ্চম বারের জন্য আইপিএল ট্রফি জয়লাভ করল। এ বছর ফাইনালে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত আইপিএলের পঞ্চম ট্রফি উঠল ধনীর হাতে। গত কয়েক বছর ধরেই ধোনির জনপ্রিয়তা ক্রিকেট মাঠে দেখার মত হয়। সোশ্যাল মিডিয়াতে তার অনুগামীরা তাকে নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন। সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া বিরুদ্ধে পরাজিত হয়েছে ভারত যার পরে একজন ফ্যান ধনীকে নিয়ে একটি কমেন্ট করে।

সোশ্যাল মিডিয়ায় ধোনির ওই ফ্যান লিখেছে যে, “কোনো কোচ ছিলনা, কোনো পরামর্শদাতা ছিলনা, তরুণ ছেলে, বেশিরভাগ সিনিয়র খেলোয়াড় যখন অংশ নিতে অস্বীকার করেছেন। এর আগে কখনো কোনো এক ম্যাচে অধিনায়কত্ব করেননি। এই লোকটি সেমিফাইনালে প্রাইম অস্ট্রেলিয়াকে পরাজিত করে এবং অধিনায়ক হওয়ার ৪৮ দিনের মধ্যে একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, অবশ্যই এখানে তিনি ধোনির অধিনায়কত্ব প্রসঙ্গে লিখেছেন।

এর একপ্রকার উত্তর দিতে গিয়ে হারভাজন সিং লেখেন যে, “হ্যাঁ যখন এই ম্যাচগুলো খেলা হয়েছিল তখন এই যুবকটি একাই ভারত থেকে খেলছিল অন্য ১০ টি খেলোয়াড় ছিল না.. তাই একাই সে বিশ্বকাপ ট্রফি জিতেছিল। যখন অস্ট্রেলিয়া বা অন্য কোন দেশ বিশ্বকাপের শিরোনাম বলে অস্ট্রেলিয়া বা ইত্যাদি দেশ জিতেছিল। কিন্তু ভারতীয় জিতলে বলা হয় ক্যাপ্টেন জিতেছে 😂 এটা টিম স্পোর্টস। একসাথে জিতুন একসাথে হারুন”।

আরো পড়ুন, ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে

এটি প্রথম ঘটনা নয় সম্প্রতি বিভিন্ন সময়ে এই ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে যেখানে 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, 2011 সালের ওডিআই বিশ্বকাপ জয় লাভ ও 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভের কৃতিত্ব অধিনায়ক অর্থাৎ ধনীকে দেওয়া হয়ে থাকে। হরভজন সিং এর বক্তব্য শুধুমাত্র ক্যাপ্টেনের জন্য কোন ট্রফি জয়লাভ করা যায় না। ক্যাপ্টেনের সঙ্গে আরও দশজন খেলোয়াড় থাকে যারা ম্যাচে সমানভাবে অংশগ্রহণ করে সুতরাং তাদেরও এই কৃতিত্ব দেয়া উচিত। এখন এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন

Previous article‘আদিপুরুষ’ সিনেমার জন্য ১০,০০০ টিকিট বুক করবে রণবীর কাপুর, কেন? দেখুন বিস্তারিত
Next articleপৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ। যে 65 বছর স্নান করেনি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply