দূর্গা পূজা রচনা class 3 | Durga Puja Rachana Class 3

Durga Puja Rachana Class 3: আজকে আমরা এই নিবন্ধে দুর্গা পূজা রচনা নিয়ে আলোচনা করব অবশ্যই মনে রাখবেন আজকের এই রচনা ক্লাস 2 ও 3 ছাত্রছাত্রীদের জন্য। এটি খুবই একটি সংক্ষিপ্ত রচনা যা প্রাথমিক শিক্ষার ছাত্র-ছাত্রীদের জন্য, ‘দূর্গা পূজা রচনা‘ নিয়ে যদি কোন প্রশ্ন আসে তবে আজকের এই আর্টিকেলটি তার নিখুঁত উত্তর হতে পারে। এই রচনাতে কোন পয়েন্ট উল্লেখ করা হয়নি, লিস্ট আকারে রচনার প্রত্যেকটি বক্তব্য তুলে ধরা হয়েছে যা বাচ্চাদের মনে রাখতে অত্যন্ত সুবিধা হবে। এই রচনাটিকে আপনারা উৎসব, বা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তোমার প্রিয় উৎসব ইত্যাদি রচনা আকারেও বাচ্চাদের পড়াতে পারেন।

Durga Puja Rachana Class 3

লেখা শুরু করার প্রথমে হেডিং দেবেন “দূর্গা পূজা রচনা” লিখে, নিচে যেরকম লেখা আছে।

দূর্গা পূজা রচনা

  1. দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব ও এটি আমার সবচেয়ে প্রিয় উৎসব।
  2. দুর্গাপূজা প্রত্যেক বছর শরৎকালে আয়োজিত হয়ে থাকে।
  3. এই পূজার সময় আমরা অনেক মজা করি ও আমাদের বিদ্যালয় ছুটি থাকে।
  4. দুর্গাপূজার সময় আমরা নতুন জামা কাপড় কেনাকাটা করি এবং সেই জামা কাপড় পরে আমরা পুজোয় ঘুরতে বেরোই।
  5. দুর্গাপূজা প্রধানত চার দিন ধরে আয়োজিত হয়ে থাকে, এই চারটি দিনের আলাদা নাম রয়েছে যথা, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী।
  6. এই দুর্গাপূজায় দুর্গা প্রতিমাকে এনে পূজা করা হয় বিভিন্ন প্যান্ডেলে বা বাড়িতে।
  7. আমাদের দুর্গা ঠাকুরের মূর্তি কিছুটা এরকম দেখতে, মোট দশটি হাত রয়েছে এবং তিনি অশুর কে বধ করছেন।
  8. দুর্গা প্রতিমার সঙ্গে আরো চারটি ঠাকুরের প্রতিমা থাকে কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং সমস্ত ঠাকুরের সঙ্গে তাদের বাহন সঙ্গে থাকে।
  9. পূজার এই চার দিন বাংলার মানুষ জন অনেক আনন্দ করে, খাওয়া দাওয়া করে, অনুষ্ঠান উদযাপন করে।
  10. দুর্গাপূজায় এই চার দিন পূজো করা হয়, প্রধানত অষ্টমীর দিন আমরা সবাই পুজো দিয়ে থাকি।
  11. দশমীর দিন দুর্গা ঠাকুর কে বিসর্জন দেওয়া হয় এবং সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
  12. দুর্গা প্রতিমা বিসর্জনের পরে ছোটরা বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে, যা আমাদের হিন্দু ধর্মের আচার আচরণের মধ্যে পড়ে।

উপরে উল্লেখিত দূর্গা পূজা রচনা (Durga Puja Rachana) সম্পূর্ণ দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য। অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে উপরে উল্লেখিত রচনা আপনারা চাইলে নিজের ভাষাতে লিখে বাচ্চাদের পড়াতে পারেন। এছাড়া দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর অন্যান্য রচনার জন্য আপনারা এই নিবন্ধটি পড়তে পারেন। এই নিবন্ধে আরো বিভিন্ন ধরনের রচনা আপনারা পেয়ে যাবেন।

আরো পড়ুন, দ্বিতীয় অর তৃতীয় শ্রেণীর রচনা পড়তে আপনারা এখানে ক্লিক করুন

মন্তব্য করুন