শেষ পর্যন্ত ১০০% লোকাল ট্রেন চালু করার পথে পূর্ব রেল

Eastern railway news, পূর্ব রেলওয়ে খবর

অবশেষে স্বস্তির মুখ দেখতে চলেছে পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল, এরপর নভেম্বরে চালু হয় লোকাল ট্রেন। কিন্তু মাত্র ৫০ শতাংশ প্যাসেঞ্জার ট্রেন চলত এতদিন। শিয়ালদহ, আসানসোল, মালদা ও হাওড়া ডিভিশনে প্রতিদিন প্রায় ৩০০টি ট্রেন চলত লকডাউনের পূর্বে। বর্তমানে সেখানে ১৫০টি ট্রেন চালানো হয় প্রতিদিন। বিশেষ করে অফিসগামী যাত্রীদের জন্য সকাল ও সন্ধ্যা বেলায় বেশি করে ট্রেন চালানো হতো, দুপুর ও রাতের দিকে ট্রেনের পরিমান কম ছিল।

পশ্চিমবঙ্গের নিত্যযাত্রীদের কাছে লোকাল ট্রেন খুবই গুরুত্বপূর্ণ। এতদিন ট্রেনের পরিমাণ কম থাকায় সাধারণ মানুষদের বিকল্প পথে যাতায়াত করতে হতো বেশি টাকা দিয়ে। ১০০% লোকাল ট্রেন চালু হওয়ার ফলে অফিস যাত্রী ও সাধারণ মানুষদের যথেষ্ট স্বস্তি দেবে। ট্রেন কম থাকার ফলে প্রতিনিয়ত ভিড়ের সম্মুখীন করতে হতো তাদের।

আরো পড়ুন- নতুন ভারত: ছবিটা দেখে বলুন তো এটা কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন

কবে থেকে চালু হবে লোকাল ট্রেন?

ইতিমধ্যে লোকাল ট্রেন চালু করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে পূর্ব রেলওয়ে। শিয়ালদহ, হাওড়া, আসানসোল ও মালদহ ডিভিশনে প্রস্তুতিও শুরু করে দেয়া হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সব কটি ট্রেন চালানো হবে। লকডাউনের পূর্বে যতগুলি ট্রেন চলত, সবকটি ট্রেন চলবে আগামী কিছুদিনের মধ্যে।

৬ মার্চ ‘ইস্টার্ন রেলওয়ে’ দ্বারা টুইটারে প্রকাশ করা হয় যে, আসানসোল, দুর্গাপুর ও বর্ধমান শাখায় ৬টি মেমু ট্রেন পরিষেবা পুনরায় চালু হচ্ছে ৭ মার্চ ২০২১ থেকে।

মন্তব্য করুন