ইংল্যান্ড নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ ২০২৩: ১ রানে ঐতিহাসিক ম্যাচ জয়লাভ করলো নিউজিল্যান্ড, Wagner ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

ইংল্যান্ড নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ ২০২৩: নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। ১ রানে তারা ইংল্যান্ডকে পরাজিত করল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ড ব্যাটে নেমে ৪৩৫ রান করে ৮ উইকেট হারিয়ে এরপর তারা ইনিংস ডিক্লেয়ার দেয়। কিন্তু নিউজিল্যান্ড ব্যাটে নেমে প্রথমে ইনিংসে ২০৯/১০ রান করতে সক্ষম হয় এবং ইংল্যান্ড নিউজিল্যান্ডকে ফলোঅন করায়। নিউজিল্যান্ড আবারো ব্যাটে নেমে ৪৮৩/১০ রান করে। জয়ের জন্য ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে করতে হতো ২৫৭ রান। কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু থেকেই ইংল্যান্ড ক্রমাগত উইকেট হাতে থাকে। ৮০ রানে তারা ৫ উইকেট হারিয়ে ফেলে। এরপর বেন স্টোকস ও জো রুট মিলে পার্টনারশিপ তৈরি করে এবং ইংল্যান্ডকে ২০০ রানের গুন্ডি পার করা। কিন্তু শেষ পর্যন্ত জয়ের সীমানা অতিক্রম করতে ব্যর্থ হয় ইংল্যান্ড তার প্রধান কারণ হলো নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার নীল ওয়েগনার।

নীল ওয়েগনার দ্বিতীয় ইনিংসে জো রুট, অলি পপ, বেন স্টোকস ও শেষ মুহূর্তে জেমস অ্যান্ডারসনের উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ১ রানে জয়লাভ করাতে সাহায্য করে।

আরো পড়ুন- ফ্রী ফায়ার রিডিম কোড আজকে 2023 – free fire redeem code today in bengali

ইংল্যান্ড নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ ২০২৩

টস- নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়

স্টেডিয়াম- বেসিন রিজার্ভ, ওয়েলিংটন

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

ইংল্যান্ড প্রথমে ইনিংস- ৪৩৫/৮
ইংল্যান্ড ব্যাটনিউজিল্যান্ড বোলিং
হ্যারি বুক- ১৮৬(১৭৬)ম্যাট হেনরি- ৪(১০০)
জো রুট- ১৫৩(২২৪)ব্র্যাসঅয়েল- ২(৫৪)

নিউজিল্যান্ড প্রথমে ইনিংস- ২০৯/১০
নিউজিল্যান্ড ব্যাটইংল্যান্ড বোলিং
টিম সাউদি- ৭৩(৪৯)স্টুয়ার্ড ব্রড- ৪(৬১)
টম ব্লুন্দেল- ৩৮(৭৯)অ্যান্ডারসন- ৩(৩৭)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস (FO)- ৪৮৩/১০
নিউজিল্যান্ড ব্যাটইংল্যান্ড বোলিং
উইলিয়ামসন- ১৩২(২৮২)জ্যাক লিচ- ৫(১৫৭)
টম ব্লুন্দেল- ৯০(১৬৬)রবিনসন- ১(৮৪)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস- ২৫৬/১০
ইংল্যান্ড ব্যাটনিউজিল্যান্ড বোলিং
জো রুট- ৯৫(১১৩)ওয়েগনার- ৪(৬২)
বেন ফর্কস- ৩৫(৫৭)টিম সাউদি- ৩(৪৫)

মন্তব্য করুন