Fast and furious 9: বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত। দেখুন বিশদে

গত একমাস আগেই প্রকাশ পেয়েছে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস 9‘। ১৯ মে ২০২১ দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই সিনেমাটি মুক্তি পায়, আর এখন সম্প্রতি ২৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেমাটি প্রকাশিত হয়েছে বিভিন্ন হয় সিনেমা হলে। আমেরিকায় প্রকাশিত হওয়ার একদিন পরেই প্রকাশ্যে আসলো F9 এর একদিনের আয়।

বর্তমানে প্রায় ৩১০০ টি সিনেমা হলে ফাস্ট এন্ড ফিউরিয়াস 9 মুক্তি পায়, যার একদিনের আয় $৭.১ মিলিয়ন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সিনেমাটি এক সপ্তাহে যথেষ্ট ভাল আয় করবে বলেই মনে করা হচ্ছে। উইকিপিডিয়া অনুসারে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে যে কটি দেশে সিনেমাটি মুক্তি করা হয়েছে তার হিসেব অনুযায়ী F9 এ আয় ৩৫২ মিলিয়ন ডলার। সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। যদিও ভারতে এখনো সিনেমাটি প্রকাশ করা যায়নি বর্তমান পরিস্থিতির জন্য।

আরো পড়ুন- এবার ডিম পাউরুটি বিক্রি করছেন সনু সুদ। দেখুন ভাইরাল ভিডিও

ফাস্ট এন্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজি প্রথমবার তাদের সিনেমাতে গাড়ির প্রতি গুরুত্ব কমিয়েছেন এবং অ্যাকশন, ফাইট এর পরিমাণ বাড়ানো হয়েছে। নতুন গল্পের মাধ্যমে এই সিনেমাতে WW খ্যাত জনপ্রিয় ‘জন সিনা’ কে কাস্ট করা হয়েছে ডমের ভাই রূপে। F9 সিনেমাটির পরিচালক হলেন ‘জাস্টিন লীন’।

Instagram source- @thefastsaga

“Fast and furious 9: বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত। দেখুন বিশদে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন