গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩: অ্যাসোসিয়েট, জুনিয়র অ্যাসোসিয়েট আবেদন করুন

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩: GAIL সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। টেকনিক্যাল পোষ্টের জন্য এই নিয়োগ হতে চলেছে, ১২০ টি পদের জন্য। শিক্ষাগত যোগ্যতা বিশদে দেখে যারা আবেদনে আগ্রহী তারা ১০/০৪/২৩ এই তারিখের পূর্বে অনলাইনে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয় বিশদে জানার জন্য আমাদের নিবন্ধটি সম্পূর্ন পরুন। অফিসিয়াল নোটিফিকেশন ও আবেদনের লিংক পোস্টের নিচে পেয়ে যাবেন। এছাড়া বিভিন্ন সরকারি চাকরির খবর আপনারা এখান থেকে পেতে পারেন।

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩

নিয়োগGAIL
পোস্টঅ্যাসোসিয়েট
শূন্যপদ120
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
আবেদনের তারিখ10-03-2023
শেষ তারিখ10-04-2023
ওয়েবসাইটgailgas.com

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩: আবেদনের তারিখ

আবেদন শুরুর তারিখ১০-০৩-২০২৩
আবেদন শেষের তারিখ১০-০৪-২০২৩

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩: শূন্যপদের বিবরণ

পদশূন্যপদ
সিনিয়র অ্যাসোসিয়েট১০৪
জুনিয়র অ্যাসোসিয়েট১৬
মোট১২০

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

পদশিক্ষাগত যোগ্যতা
সিনিয়র অ্যাসোসিয়েটপাস করে থাকতে হবে, কমকরে ২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূল।
জুনিয়র অ্যাসোসিয়েটপাস করে থাকতে হবে, কমকরে ২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূল।

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩: বয়স / AGE

পদবয়স
সিনিয়র অ্যাসোসিয়েট৩২ বছর
জুনিয়র অ্যাসোসিয়েট৩২ বছর

বয়সের ছাড়পত্র

  • ওবিসি- ৩ বছর
  • তপসিলি জাতি- ৫ বছর
  • তপসিলি উপজাতি- ৫ বছর
  • PWD- ১০ বছর

আরো পড়ুন,

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩: বেতন / Salary

পদবেতন
সিনিয়র অ্যাসোসিয়েট৬০,০০০
জুনিয়র অ্যাসোসিয়েট৪০,০০০

গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩: আবেদনে মূল্য

  • জেনারেল- ১০০
  • ওবিসি- ১০০
  • তপসিলি জাতি- No fees
  • তপসিলি উপজাতি- No fees
  • PWD- No fees

GAIL নিয়োগ প্রক্রিয়া

সিনিয়র অ্যাসোসিয়েট

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ

জুনিয়র অ্যাসোসিয়েট

  • লিখিত পরীক্ষা
  • ইন্টারভিউ

GAIL নিয়োগ: কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে আমাদের নিবন্ধটি সম্পূর্ণ বিশদে পড়ে নেবেন।
  • এরপর অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন (gailgas.com)।
  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে Career অপশনে যাবেন।
  • এরপর Current opening অপশনে ক্লিক করবেন।
  • সেখান থেকে Apply Now অপশনে ক্লিক করবেন।
  • আবেদনকারীর একটি মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক।
  • রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করবেন এবং ফর্ম টি সম্পূর্ণ করবেন।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন।
  • এরপর আবেদনমূলক প্রদান করবেন।
  • ফোনটি সাবমিট করার পূর্বে একবার পুনরায় ফর্মটি যাচাই করে নেবেন।
  • সাবমিট করার পর ফর্মটির একটি প্রিন্ট করে নেবেন।

নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন