জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ গুগল ম্যাপের, ইকো ফ্রেন্ডলি রুট আসতে চলেছে নয়া আপডেটে

জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ গুগল ম্যাপের, ইকো ফ্রেন্ডলি রুট আসতে চলেছে নয়া আপডেটে

গুগল বিশ্বের সবচেয়ে বড় টেক কোম্পানি। যে কারণে গুগলের প্রতিটি অ্যাপ্লিকেশন এবং প্রযুক্তি প্রতিনিয়ত ব্যবহার করে চলেছেন সারা বিশ্বের মানুষ। গুগোল সারা বিশ্ব জুড়ে থাকা ইউজারদের কথা মাথায় রেখে গুগল মাপে নতুন একটি ফিচার যুক্ত করতে চলেছে। নতুন এই ফিচারের মধ্যে রয়েছে ইকোফ্রেন্ডলি রাউটিং, সাইকেলিস্ট দের জন্য বিশেষ নেভিগেশন এবং বাইক বা টু-হুইলারের জন্য রয়েছে বিশেষ রুট ম্যাপ। এছাড়াও থাকছে মানুষের যাতায়াতের জন্য ইকো ফ্রেন্ডলি রাস্তাগুলি বেছে নেবার সুবিধা।

গুগলের তরফ থেকে জানানো হয়েছে তাদের নতুন এই ফিচারটির সাহায্যে গুগল ম্যাপস এমন রুট পরামর্শ দেবে যা সবচেয়ে কম জ্বালানি খরচ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছিয়ে দেয়। এছাড়াও সাইকেলিস্ট দের জন্য লাইট নেভিগেশন ফিচারটি রুট সম্পর্কে বিশেষ গুরুত্বপূর্ণ বিবরণ গুলি দেবে। ফিচারটি ব্যবহার করতে স্ক্রিন চালু রাখার প্রয়োজন হবে না।

সম্প্রতি একটি ব্লগ পোস্টের মাধ্যমে গুগল তাদের নতুন ম্যাপ সম্পর্কিত আপডেটগুলি বিস্তারিত জানান। তারা বলেন নতুন ইকো ফ্রেন্ডলি রাউটিং ব্যবহার করে সবচেয়ে সহজ এবং জ্বালানি সাশ্রয় কারি রাস্তাটি বেছে নেবে ইউজারদের জন্য। তবে সেক্ষেত্রে রাস্তাটি আপনার গন্তব্য পৌঁছানোর জন্য দ্রুততম রুট নাও হতে পারে। এই ফিচারটি কেবল জ্বালানি সাশ্রয় এর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এছাড়াও থাকবে দ্রুততম রুট এবং জ্বালানি সাশ্রয়করি উভয় রুটের বিস্তারিত বিবরণ।

আরো পড়ুন-প্রোফাইল পিকচার দেখতে পারবেন কেবল পছন্দের কন্টাক্ট, হোয়াটসঅ্যাপের নয়া আপডেট

নতুন এই ফিচারটি গুগল ম্যাপস এ যুক্ত করার পিছনে গুগল জানিয়েছে ইকো ফ্রেন্ডলি রাইটিং এর সাহায্যে বছরে প্রায় ১ মিলিয়ন টন কার্বন নিঃসরণ রোধ করা যাবে, যা প্রায় ৩ লক্ষ গাড়ি বন্ধ কারর সমতুল্য। বর্তমানে এই আপডেটটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে উপলব্ধ। আগামী ২০২২ সালের মধ্যে এই ফিচারটি এশিয়া ইউরোপ এবং বাকি দেশগুলিতে চালু করার কথা জানিয়েছেন তারা।।

Previous articleপ্রোফাইল পিকচার দেখতে পারবেন কেবল পছন্দের কন্টাক্ট, হোয়াটসঅ্যাপের নয়া আপডেট
Next articleলালগ্রহের Jezero Crater নিয়ে নয়া তথ্য আবিষ্কার করলো পারসিভেরান্স
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply